সেঞ্চুরিয়ন: দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে লজ্জাজনক হারেই ভারতীয় শিবিরের যন্ত্রণা শেষ হয়ে যাচ্ছে না। বরং তা আরও বাড়িয়ে দিল আইসিসি-র (ICC ) এক সিদ্ধান্ত। সেঞ্চুরিয়ন টেস্টে স্লো ওভার রেটের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) পয়েন্ট টেবিলে ভারতের ২ পয়েন্ট কেটে নেওয়া হল। পরপর দুবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা ভারতের কাছে যা বড় ধাক্কা।


২ পয়েন্ট কাটা যাওয়ায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে এক ধাপ নীচে নেমে গেল ভারত। পাঁচ নম্বর থেকে ছয় নম্বরে নেমে গেল টিম ইন্ডিয়া। রোহিত শর্মা, বিরাট কোহলিদের যন্ত্রণা এখানেই শেষ হয়ে যাচ্ছে না। কারণ, ভারতীয় ক্রিকেটারদের ম্যাচ ফি-র ১০ শতাংশ কাটা যাবে মন্থর বোলিংয়ের জন্য।


হিসেব কষে দেখা যায় যে, নির্ধারিত সময়ে ২ ওভার কম বল করেছিল ভারত। আইসিসি-র নিয়ম হচ্ছে, এক ওভার কম থাকলে ক্রিকেটারদের ৫ শতাংশ ম্যাচ ফি ও দলের এক পয়েন্ট কাটা যাবে। ভারত ২ ওভার পিছিয়ে থাকায় ক্রিকেটারদের ১০ শতাংশ ম্যাচ ফি ও দলের ২ পয়েন্ট কাটা গিয়েছে।


দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে তিনদিনের মধ্যে হারের ধাক্কা কাটিয়ে উঠতে মরিয়া টিম ইন্ডিয়া (Team India)। দ্বিতীয় টেস্টের জন্য ভারতীয় দলে এলেন আবেশ খান (Avesh Khan)। ৩ জানুয়ারি থেকে কেপ টাউনে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট ম্যাচ। সিরিজ বাঁচাতে হলে সেই টেস্টে জিততেই হবে ভারতীয় দলকে।


গোড়ালির চোটের জন্য গোটা টেস্ট সিরিজেই নেই মহম্মদ শামি। বিশ্বকাপের পর থেকেই গোড়ালির সমস্যায় বিব্রত বাংলার পেসার। বিশ্বকাপ ফাইনালের পর থেকে তাঁকে আর মাঠে দেখা যায়নি। শামির যে গোড়ালির চোট রয়েছে, সেই খবর প্রথম লিখেছিল এবিপি লাইভ বাংলাই। তাঁর পরিবর্ত হিসাবেই আবেশকে দলে নিল ভারতীয় দল


আবেশ এখন দক্ষিণ আফ্রিকাতেই আছেন। ভারতীয় এ দলের হয়ে সিরিজ খেলতে গিয়েছিলেন। তার আগে ওয়ান ডে সিরিজে ভারতের সিনিয়র দলেই ছিলেন তিনি। আপাতত বেনোনিতে ভারত এ-র হয়ে দ্বিতীয় চারদিনের ম্যাচ খেলছেন। সেই ম্যাচের তৃতীয় দিন ৫ উইকেট নিয়েছেন আবেশ।


৩৮টি প্রথম শ্রেণির ম্যাচে ১৪৯ উইকেট রয়েছে আবেশের। ২২.৬৫ গড়ে। সাতবার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার নজির রয়েছে তাঁর। গত রঞ্জি ট্রফিতে ৩৮ উইকেট নিয়ে তিনিই ছিলেন মধ্য প্রদেশের সর্বোচ্চ উইকেটশিকারি।


আরও পড়ুন: ম্যাচ জিতেও ধাক্কা দক্ষিণ আফ্রিকার, দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন অধিনায়ক


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে