তিরুঅনন্তপুরম: দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া (Ind vs SA)। ২০ বল বাকি থাকতে দক্ষিণ আফ্রিকার রান পেরিয়ে গেল ভারত। তবে জয়ের মধ্যেও কাঁটা হয়ে রইল একটি রেকর্ড।


কী সেই রেকর্ড?


দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৬ ওভারের পাওয়ার প্লে-র শেষে ভারত তুলল ১৭ রান। ২ উইকেট হারিয়ে। টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই পাওয়ার প্লে-তে ভারতের সর্বনিম্ন রান। জয়ের মধ্যেও যে বিষয়টা উদ্বেগ তৈরি করবে ভারতীয় শিবিরে।


ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে টগবগ করছিল টিম ইন্ডিয়া (Team India)। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও ছন্দ বজায় রাখল ভারতীয় দল। কেরল ক্রিকেট সংস্থার বাউন্সি পিচের চ্যালেঞ্জ সামলে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে (Ind vs SA) ৮ উইকেটে হারিয়ে দিল ভারত। তাও ২০ বল বাকি থাকতে। রীতিমতো দাপট দেখিয়ে। সেই সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ এগিয়ে গেলেন রোহিত শর্মারা।


জুটিতে লুটি


প্রথমে ব্যাট করে মাত্র ১০৬/৮ স্কোরে আটকে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। রান তাড়া করতে নেমে শুরুতে চাপে পড়ে গিয়েছিল ভারতও। পরপর ফিরে যান রোহিত শর্মা (০) ও বিরাট কোহলি (৩)। ১৭/২ হয়ে যাওয়ার পর ইনিংসের হাল ধরেন কে এল রাহুল ও সূর্যকুমার যাদব। অবিচ্ছেদ্য তৃতীয় উইকেটে ৯৩ রান যোগ করেন দুজনে। রাহুল ৫১ ও সূর্য ৫০ রানে অপরাজিত ছিলেন। ২০ বল বাকি থাকতেই ম্য়াচ জিতে নেয় ভারত।


বোলারদের দাপট


এশিয়া কাপে ভারত-পাকিস্তান সুপার ফোরের ম্যাচে তাঁকে খলনায়ক বানিয়ে দেওয়া হয়েছিল। আসিফ আলির ক্যাচ ফেলে সোশ্যাল মিডিয়ায় আক্রান্ত হয়েছিলেন পাঞ্জাব কিংসের হয়ে আইপিএল খেলা বাঁহাতি পেসার।


মাত্র কয়েকদিনের ব্যবধানে দুরন্ত প্রত্যাবর্তন ঘটালেন পাঞ্জাবের পেসার অর্শদীপ সিংহ (Arshdeep Singh)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বল হাতে রীতিমতো আগুন ঝরালেন। যে আগুনে ছারখার হল প্রোটিয়াদের ইনিংস। এক ওভারে তিন উইকেট তুলে নিলেন অর্শদীপ। তাঁর দাপটে দক্ষিণ আফ্রিকা শুরুতেই এমন চাপে পড়ে গেল যে, গোটা ইনিংসে সেই চাপ কাটিয়ে আর বেরতেই পারল না। তিরুঅনন্তপুরমে প্রথমে ব্যাট করে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১০৬/৮ স্কোরে আটকে গেল দক্ষিণ আফ্রিকা।