জোহানেসবার্গ: দক্ষিণ আফ্রিকা মানেই কখনও অ্যালান ডোনাল্ড (Allan Donald), তো কখনও ডেল স্টেনদের (Dale Steyn) গতির আগুনে পুড়তে হয়েছে ভারতীয় ব্যাটিংকে। ওয়ান ডে রেকর্ড বলছে, দুই দেশ এখনও পর্যন্ত ৯১টি ওয়ান ডে-তে মুখোমুখি হয়েছে। যাতে দক্ষিণ আফ্রিকা জিতেছে ৫০টি ওয়ান ডে। ৩৮টি ম্যাচ জিতেছে ভারত। ৩টি ম্যাচ অমীমাংসিত। শুধু দক্ষিণ আফ্রিকার মাটিতে রেকর্ড ধরলে ভারতের রেকর্ড আরও হতশ্রী। ৩৮টি ওয়ান ডে ম্যাচে মাত্র ১০ জয়, ২৫ পরাজয়।
সেই দক্ষিণ আফ্রিকার মাটিতে পাল্টা গতির আগুন ছোটালেন ভারতীয় পেসাররা (IND vs SA)। তাও যে আক্রমণে যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, নিদেনপক্ষে মহম্মদ সিরাজও নেই। সেখানেই গতি আর স্যুইংয়ে প্রোটিয়া ব্যাটিংকে কোণঠাসা করে ফেললেন ভারতের পেসার ত্রয়ী - অর্শদীপ সিংহ ও আবেশ খান। মুকেশ কুমার উইকেট না পেলেও, নিয়ন্ত্রিত লাইন-লেংথে বল করে দক্ষিণ আফ্রিকার ওপর চাপ বাড়ালেন।
টস জিতে প্রথমে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মারক্রাম। তিনি হয়তো ঘুণাক্ষরেও ভাবেননি যে, শামি-বুমরাহীন দ্বিতীয় সারির ভারতীয় পেস বোলিং আক্রমণ তাঁদের এমন নাজেহাল করে ছাড়বে। সীমিত ওভারের ক্রিকেটে দুরন্ত ছন্দে থাকা চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব বল করতে আসেন দক্ষিণ আফ্রিকা ইনিংসের ২৩তম ওভারে। ততক্ষণে ৮ উইকেট পড়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকার। এর থেকেই বোঝা যায়, ভারতীয় পেসারদের দাপট কোন পর্যায়ে ছিল রবিবাসরীয় ওয়ান্ডারার্সে।
শুরুটা করেছিলেন অর্শদীপ সিংহ। দক্ষিণ আফ্রিকা ইনিংসের দ্বিতীয় ওভারে পরপর দু'বলে তিনি ফেরান রিজা হেনড্রিকস ও রাসি ফান দার দাসেনকে। এরপর থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। ২৭.৩ ওভারে মাত্র ১১৬ রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
ভারতীয় বোলারদের মধ্যে সেরা অর্শদীপ সিংহ। ১০ ওভারে মাত্র ৩৭ রান খরচ করে ৫ উইকেট তুলে নেন বাঁহাতি পেসার। ৪ উইকেট আবেশ খানের। তাঁর বোলিং ফিগারও ঈর্ষণীয়। ৮-৩-২৭-৪। একটিমাত্র উইকেট পেয়েছেন কুলদীপ যাদব। মুকেশ কুমার ৭ ওভারে ৪৬ রান খরচ করলেও কোনও উইকেট পাননি। ভারতের সামনে মাত্র ১১৭ রানের লক্ষ্য। যে রান তাড়া করা খুব একটা কঠিন কাজ হওয়া উচিত নয় কে এল রাহুলদের সামনে।
আরও পড়ুন: মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে লুটিয়ে পড়লেন ফুটবলার, বন্ধ করে দিতে হল ম্যাচ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে