লন্ডন: এ যেন সেই ইউরো কাপের আতঙ্ক। ফিনল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ডেনমার্কের ক্রিশ্চিয়ান এরিকসেন। মর্মান্তিক সেই দৃশ্য দেখে চমকে উঠেছিলেন ফুটবলাররা। স্তব্ধ হয়ে গিয়েছিল গ্যালারি।
এরিকসেন অবশ্য সুস্থ হয়ে ফের ডেনমার্কের হয়ে আন্তর্জাতিক ফুটবলও খেলেছেন। তবে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ফিরল সেই আতঙ্ক। ম্যাচটি ছিল বোর্নমাউথ বনাম লুটন টাউন এফসি-র (Bournemouth vs Luton)। ম্যাচের ফল তখন ১-১। আচমকা মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে লুটিয়ে পড়েন লুটন টাউন এফসি-র ফুটবলার টম লকিয়ার (Tom Lockyer)। যিনি দলের অধিনায়কও। যার জেরে ম্যাচটি বন্ধ হয়ে যায়। মাঠেই দৌড়ে আসে মেডিক্যাল টিম। চিকিৎসা শুরু হয় লকিয়ারের।
ম্যাচের বয়স তখন ৫৯ মিনিট। লুটিয়ে পড়েন টম লকিয়ার। সঙ্গে সঙ্গে দৌড়ে মাঠে প্রবেশ করেন লুটন টাউন এফসি-র ম্যানেজার রব এডওয়ার্ডস। তিনি ফুটবালরদের বলেন মেডিক্যাল টিমের জন্য মাঠে জায়গা ছেড়ে দিতে। ঘটনার গুরুত্ব অনুধাবন করেছিলেন তিনি। গোটা ঘটনায় দুই ক্লাবেরই ফুটবলার ও কোচিং স্টাফেরা মর্মাহত। লুটন টাউন এফসি-র অভিজ্ঞ ফুটবলার ইসা কাবোরে মাঠের ধারেই প্রার্থনা শুরু করে দেন। লকিয়ারের যখন চিকিৎসা চলছে, তখন দুই দলের ফুটবলারদেরই চেঞ্জিং রুমে পাঠিয়ে দেওয়া হয়। তারপরই লকিয়ারকে স্ট্রেচারে করে মাঠ থেকে বার করে নিয়ে যাওয়া হয়। তাঁর পাশে থাকার বার্তা দিতে গোটা ভাইটালিটি স্টেডিয়ামের গ্যালারি তখন দাঁড়িয়ে উঠে অভিবাদন জানাচ্ছিলেন লকিয়ারকে।
বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়। লুটন টাউন এফসি-র তরফে জানানো হয় যে, হৃদরোগে আক্রান্ত হয়েছেন লকিয়ার। তবে তিনি এখন স্থিতিশীল। ক্লাব থেকে বিবৃতিতে দিয়ে বলা হয়েছে, 'আমাদের মেডিক্যাল টিমের সদস্যরা নিশ্চিত করেছেন যে, অধিনায়ক হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তবে যখন স্ট্রেচারে করে মাঠ থেকে নিয়ে বার করা হচ্ছিল, তখন চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন। দুই দলের মেডিক্যাল টিমকে ধন্যবাদ দিতে চাই। স্টেডিয়ামেই ওঁর চিকিৎসা চলেছে। টমকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সমর্থকদের আশ্বস্ত করছি এই বলে যে, ওঁর অবস্থা স্থিতিশীল। ওঁর পরিবার পাশে রয়েছে। আরও পরীক্ষানিরীক্ষা চলছে।'
আরও পড়ুন: জাতীয় দলে খেলেননি, অথচ পাঁচ তরুণকে নিয়ে কাড়াকাড়ি পড়ে যেতে পারে আইপিএলের নিলামে
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে