IND vs SA, LIVE UPDATE: ধর্মশালায় বৃষ্টিতে ভেস্তে গেল খেলা, ১৫ তারিখ দ্বিতীয় ম্যাচ লখনউতে

করোনা আতঙ্কের কারণে হু-র দেওয়া গাউডলাইন মেনে চলার নির্দেশ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 12 Mar 2020 05:41 PM

প্রেক্ষাপট

করোনা-আতঙ্কের মধ্যেই আজ থেকে হিমাচল প্রদেশের ধর্মশালায় শুরু ভারত-দক্ষিণ আফ্রিকা একদিনের সিরিজ। নিউজিল্যান্ডে ওয়ান ডে সিরিজের তিক্ত স্মৃতি ভুলে এবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নতুন উদ্যমে ঝাঁপাতে তৈরি টিম...More

ধর্মশালায় বৃষ্টিতে ধুয়ে মুছে গেল ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ। ট্যুইট করে জানাল আইসিসি ও বিসিসিআই। ভারত সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে উত্তর প্রদেশের লখনউতে। সেখানে অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে। তারপর ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ হবে কলকাতার ইডেন গার্ডেন্সে।