IND vs SA, LIVE UPDATE: ধর্মশালায় বৃষ্টিতে ভেস্তে গেল খেলা, ১৫ তারিখ দ্বিতীয় ম্যাচ লখনউতে
করোনা আতঙ্কের কারণে হু-র দেওয়া গাউডলাইন মেনে চলার নির্দেশ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Last Updated:
12 Mar 2020 05:41 PM
ধর্মশালায় বৃষ্টিতে ধুয়ে মুছে গেল ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ। ট্যুইট করে জানাল আইসিসি ও বিসিসিআই। ভারত সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে উত্তর প্রদেশের লখনউতে। সেখানে অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে। তারপর ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ হবে কলকাতার ইডেন গার্ডেন্সে।
বৃষ্টি এখন আর হচ্ছে না। তবে এখনও পুরোপুরি ভাবে কভার সরানো হয়নি। মেঘাচ্ছন্ন ধর্মশালায় পিচ সহ মাঠের কিছুটা অংশ ঢাকাই রয়েছে। সূত্রের খবর অনুযায়ী, বৃষ্টি বিঘ্নিত খেলায় ওভার কমিয়ে শেষ পর্যন্ত ২০-২০ ওভারের ম্যাচ হতে পারে।
ধর্মশালায় বৃষ্টির ভ্রুকুটি। মাঠ থেকে কভার সরানো হলেও এখনও ঢাকা রয়েছে পিচ। এই পরিস্থিতিতে টস আরও পিছিয়ে দেওয়া হয়েছে, খবর সূত্রের।
ধর্মশালায় ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম একদিনের আন্তর্জাতিকের টস পিছিয়ে গেল। ১টা ১৫ মিনিটে পিচ পরীক্ষার পরই টস নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্রের খবর।
করোনা আতঙ্কের কারণে হু-র দেওয়া গাউডলাইন মেনে চলার নির্দেশ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের। ক্রিকেটার, সাপোর্টিং স্টাফ থেকে সমস্ত ক্রীড়া সহযোগীদের ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশনের নির্দেশিকা মেনে চলার নির্দেশ দিয়েছে বিসিসিআই।
এক. অন্তত ২০ সেকেন্ড সময় নিয়ে সাবান দিয়ে হাত ধুতে হবে
দুই. হ্যান্ড স্যানিটাইজারস ব্যবহার করতে হবে
তিন. হাঁচি বা কাশির সময় মুখে হাত দেওয়া আবশ্যক
চার. জ্বর, কাশি বা অসুস্থ বোধ করলেই মেডিক্যাল টিমকে জানাতে হবে
পাঁচ. হাত ধোয়া না অবস্থায় চোখ, মুখ, নাক বা মুখের কোনও অংশই স্পর্শ করা যাবে না
ছয়. রেস্তোরাঁয় খাওয়া দাওয়ার ক্ষেত্রে বাড়তি সচেতনতা নিতে হবে এবং প্রয়োজনে এড়িয়ে চলতে হবে
সাত. করমর্দন, নিজস্বী এবং অপরিচিতদের থেকে দূরে থাকতে হবে
সাত. করমর্দন, নিজস্বী এবং অপরিচিতদের থেকে দূরে থাকতে হবে
প্রেক্ষাপট
করোনা-আতঙ্কের মধ্যেই আজ থেকে হিমাচল প্রদেশের ধর্মশালায় শুরু ভারত-দক্ষিণ আফ্রিকা একদিনের সিরিজ। নিউজিল্যান্ডে ওয়ান ডে সিরিজের তিক্ত স্মৃতি ভুলে এবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নতুন উদ্যমে ঝাঁপাতে তৈরি টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডে খারাপ ফর্মের পর ছন্দে ফিরতে মরিয়া ক্যাপ্টেন কোহালিও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -