পার্ল: টেস্ট সিরিজে এগিয়ে থেকেও শেষরক্ষা হয়নি। সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে জেতার পরের দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে পরাজয় স্বীকার করতে হয়েছে ভারতীয় দলকে। সব মিলিয়ে টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে হারতে হয়েছে প্রোটিয়াদের কাছে।


বুধবার থেকে শুরু হতে চলেছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (Ind vs SA) তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। সীমিত ওভারের ক্রিকেটে ফেভারিট কারা? কী বলছে রেকর্ড?


সীমিত ওভারের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বলার মতো পারফরম্যান্স বলতে ১৯৯২ ও ১৯৯৯ সালের বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত পৌঁছনো। তার মধ্যে ১৯৯৯ সালে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ছিলেন প্রোটিয়ারা। কিন্তু সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে রুদ্ধশ্বাস ম্যাচ হারতে হয়েছিল। অন্যদিকে ভারত ওয়ান ডে ক্রিকেটে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন। ঝুলিতে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিও।


কিন্তু, আশ্চর্যজনক শোনালেও, মুখোমুখি সাক্ষাতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের রেকর্ড খুব একটা আশাব্যঞ্জক নয়। পরিসংখ্যান ঘাঁটলে দেখা যাবে, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে বেশ দাপট দেখিয়েছে দক্ষিণ আফ্রিকা।


এখনও পর্যন্ত ভারত ও দক্ষিণ আফ্রিকা, দুই দল একে অপরের মুখোমুখি হয়েছে ৮৪ বার। রেকর্ডবুক বলছে, তার মধ্যে ৪৬ ম্যাচে জিতেছে দক্ষিণ আফ্রিকা। ভারত জিতেছে ৩৫ ম্যাচে। অর্থাৎ, ১১টি ম্যাচ বেশি জিতেছে দক্ষিণ আফ্রিকা। তিনটি ম্যাচ শেষ হয়েছে অমীমাংসিতভাবে।


রেকর্ড বলছে, নিজেদের দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এগিয়ে টিম ইন্ডিয়া। ভারতে মোট ২৮বার মুখোমুখি হয়েছে দুই দল। তার মধ্যে ১৫ ম্যাচ জিতেছে ভারত। ১৩টি ম্যাচে জিতেছে দক্ষিণ আফ্রিকা।


তবে দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারত বরাবরই খারাপ ফল করেছে। এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় গিয়ে প্রোটিয়াদের বিরুদ্ধে ৩৪টি ওয়ান ডে খেলেছে ভারত। তার মধ্যে ২২টি ম্যাচেই হারের লজ্জা সঙ্গী হয়েছে টিম ইন্ডিয়ার। জয় মাত্র ১০ ম্যাচে। ২টি ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়েছে।


লখনউ ফ্র্যাঞ্চাইজিতে রাহুল, আমদাবাদে হার্দিক, খবর সূত্রের


চোটের জন্য এই সিরিজে খেলছেন না ওয়ান ডে দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর পরিবর্তে নেতৃত্ব দেবেন কে এল রাহুল (KL Rahul)। দক্ষিণ আফ্রিকার চ্যালেঞ্জ সামলানোর পাশাপাশি রেকর্ডবুকের বিরুদ্ধেও লড়তে হবে রাহুলকে।