সত্যজিত বৈদ্য, আবীর দত্ত, অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : মল্লিকবাজারে বন্ধ সিনেমা হলে আগুন। পার্ক শো হাউসে আগুন। পুরনো সিনেমা হলটি বহুদিনই  বন্ধ।  ঘটনাস্থলে দমকলের ৫ টি ইঞ্জিন। চারিদিক ঢকে গিয়েছে কালো ধোঁয়ায়। এখনও তিনতলায় আগুনের সম্ভাব্য উৎসে দেখা যাচ্ছে লেলিহান শিখা। গত ৪০ মিনিট ধরে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে দমকল। জ্বলছে বসার আসন। স্ক্রিন জ্বলে খাক। ব্যালকনি ক্ষতিগ্রস্ত। বেসমিন্ট থেকে টর্চ ফেলে ফলে আগুন আর কোথায় কোথায় আছে দেখা হচ্ছে। কারণ কালো ধোঁয়ায় ঢেকেছে হলটি, ভেতরে অনেক জায়গাতেই ঘন অন্ধকার। 

মল্লিকবাজারের বন্ধ সিনেমা হলের ভিতরে প্রবেশ করেছিলেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। তিনি দেখালেন, পুড়ে ছাই বহু চেয়ার, আসন। ভিতর থেকে চাঙড় ভেঙে পড়ার শব্দ পাওয়া যাচ্ছে। বিপজ্জনক ভাবে বারবার ভেঙে পড়ছে টিন, সিলিং-এর অংশ। জায়গায় জায়গায় রয়েছে আগুন। আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে সময় লাগবে বলেই মনে করা হচ্ছে।


স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, সপ্তাহখানেক আগেও এখানে আগুন লাগে। তারপর বিদ্যুতের সংযোগও বিচ্ছিন্ন করা হয়। তাই এবার আগুন কীভাবে লাগল তাই নিয়ে উঠছে প্রশ্ন। কারও কারও দাবি, কেউ বা কারা, ইচ্ছাকৃত আগুন লাগিয়েছে। 

আরও পড়ুন : 


'ডায়মন্ড হারবারটা খালি পশ্চিমবঙ্গ নাকি? মুখরক্ষার জন্য ইচ্ছেমতো কম তথ্য দিচ্ছে রাজ্য'


 

দমকলকর্মীরা জানাচ্ছেন, সিনেমা হলটি বহুদিনই বন্ধ। তাই এই অগ্নিকাণ্ডে হতাহতের সম্ভাবনা নেই। আগুন যাতে বাইরে না ছড়িয়ে পড়ে, তারও ব্যবস্থা করা হচ্ছে। 


পাশেই রয়েছে হাসপাতাল। সেখানেও উদ্বেগ ছড়িয়েছে। দমকলকর্মীরা জানলার কাচ ভেঙে আগুন নেভানোর চেষ্টা করছে। জানা গিয়েছে, প্রোজেক্টর রুম থেকে লাগে আগুন। আশেপাশে বহু দোকান রয়েছে। তাতে অনেক দাহ্য বস্তু থাকতে পারে। সরানো হচ্ছে দ্রুত। 


সিনেমাহল সংলগ্ন এলাকায় রয়েছে ঘন বসতি। সেখানে চাঞ্চল্য ছড়িয়েছে। পার্ক স্ট্রিট এলাকার রাস্তার একাংশ বন্ধ রাখা হয়েছে।