সেঞ্চুরিয়ন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে তিনদিনের মধ্যে পরাস্ত ভারত (IND vs SA)। এক ইনিংস ও ৩২ রানে রোহিত শর্মাদের (Rohit Sharma) হারিয়ে টেস্ট সিরিজে ১-০ এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। ভারতের লজ্জার হারে হয়ে রইল কিছু রেকর্ডও।


সেঞ্চুরিয়নে ভারতের ব্যাটিংকে নাড়িয়ে দিলেন নান্দ্রে বার্গার (Nandre Burger)। অভিষেক টেস্টে খেলতে নেমে দুই ইনিংস মিলিয়ে নিলেন ৭ উইকেট। বাঁহাতি পেসারের বিরুদ্ধে হিমশিম খেয়েছেন ভারতীয় ব্যাটাররা। তবে বার্গারই প্রথম নন, সেঞ্চুরিয়নে ভারতের বিরুদ্ধে টেস্ট অভিষেক মানেই যেন দক্ষিণ আফ্রিকার পেসারদের জ্বলে ওঠার পালা। বার্গার প্রথম ইনিংসে ৫০ রানে ৩ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে ৩৩ রানে নেন ৪ উইকেট। এর আগে ২০২১ সালে এই মাঠেই ভারতের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল মার্কো জানসেনের। সেই টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। প্রথম ইনিংসে ৬৯ রানে ১ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৫৫ রানে ৪ উইকেট নেন। ২০১৮ সালে সেঞ্চুরিয়নেই ভারতের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল লুনগি এনগিডিরও। সেই টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট নিয়েছিলেন তিনি। প্রথম ইনিংসে ৫১ রানে ১ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৩৯ রানে ৬ উইকেট নেন।


এই টেস্টে একশো বছরের পুরনো একটি রেকর্ড স্পর্শ করলেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি পেসাররা। এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার বাঁহাতি পেসাররা মোট ১১ উইকেট নিয়েছেন। যা যুগ্মভাবে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ। এর আগে ১৯২৩ সালে কেপ টাউনে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে দক্ষিণ আফ্রিকার বাঁহাতি পেসাররা ১১ উইকেট নেন।


পাঁচ নম্বর ও তার পরে ব্যাট করতে নামা ভারতের ব্য়াটাররা দ্বিতীয় ইনিংসে সব মিলিয়ে ১৬ রান তুললেন। যা টেস্টে কোনও এক ইনিংসে ভারতের তৃতীয় সর্বনিম্ন। ১৯৮৪ সালে লাহৌরে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পাঁচ ও তার পরে ব্যাট করতে নামা ব্যাটাররা সম্মিলিতভাবে ১৩ রান যোগ করেছিলেন। সেটাই সর্বনিম্ন। ১৯৭৯ সালে কানপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৫ রান তোলেন ভারতের পাঁচ ও তার নীচে ব্যাট করতে নামা ব্যাটাররা।


ইনিংস ও ৩২ রানে হেরেছে ভারত। যা রোহিত শর্মার নেতৃত্বে টেস্টে ভারতের সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়। ২০১৫ সালের পর থেকে এত বড় ব্যবধানে এই নিয়ে তৃতীয়বার হারল ভারত। ২০১১ সাল থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এত বড় ব্যবধানে হারেনি ভারত।


ক্রিকেটে সেনা কান্ট্রি (SENA countries) বলা হয় চার দেশ মিলিয়ে। দক্ষিণ আফ্রিকা (S), ইংল্যান্ড (E), নিউজ়িল্যান্ড (N) ও অস্ট্রেলিয়া (A)। সেই সেনা দেশে শেষ পাঁচ টেস্টেই হারল ভারত। 


আরও পড়ুন: লিফটে আটকে আম্পায়ার, বন্ধ থাকল ম্যাচ! বক্সিং ডে টেস্টে অভূতপূর্ব ঘটনা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে