সেঞ্চুরিয়ন: ১৬৩ রানের বিশাল লিড নিয়েছে দক্ষিণ আফ্রিকা (South Africa)। ম্যাচ বাঁচাতে হলে দ্বিতীয় ইনিংসে ভারতকে (Team India) বোর্ডে বিরাট স্কোর তুলতেই হবে। আর সেই পরীক্ষায় প্রথম ঘণ্টায় ডাহা ফেল ভারত। শুরুতেই পড়ল তিন উইকেট। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে ব্যর্থ রোহিত শর্না, শুভমন গিল ও যশস্বী জয়সওয়াল। তৃতীয় দিন চা পানের বিরতিতে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ৬২/৩। দক্ষিণ আফ্রিকার (IND vs SA) চেয়ে এখনও ১০১ রানে পিছিয়ে ভারত।


দ্বিতীয় ইনিংসে কাগিসো রাবাডার বলে কোনও রান না করে বোল্ড হয়ে যান রোহিত শর্মা। তবে যশস্বীর আউট হওয়ার ধরন দেখে অনেকে অবাক। নবাগত নান্দ্রে বার্গারের বলের অতিরিক্ত বাউন্স সামলাতে পারলেন না। বলের লাইন থেকে গ্লাভস সরাতে পারলেন না। কট বিহাইন্ড হয়ে গেলেন। শুভমন ক্রিজে জমে গিয়েও ২৬ রানে বোল্ড হন।


বড় স্কোর প্রোটিয়াদের


এক ডিন এলগারে (Dean Elgar) রক্ষা নেই, মার্কো জানসেন দোসর! সব মিলিয়ে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে বেশ চাপে ভারত (IND vs SA)। সুপার স্পোর্ট পার্কে ৪০৮ রানে শেষ হয় দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। ১৬৩ রানের লিড নেন প্রোটিয়ারা। ভারতীয় ব্যাটিংয়ের সামনে এবার অগ্নিপরীক্ষা। টেস্টের এখনও আড়াই দিন বাকি। ম্যাচ বাঁচাতে হলে দ্বিতীয় ইনিংসে ১৬৩ রানের ঘাটতি মিটিয়ে লড়াই করার মতো স্কোর তুলতে হবে বোর্ডে। 


ভারতের হয়ে বল হাতে লড়াই করলেন শুধুমাত্র যশপ্রীত বুমরা। ৬৯ রানে ৪ উইকেট নিলেন তিনি। বাকি বোলারদের মধ্যে কিছুটা মহম্মদ সিরাজ় ছাড়া আর কেউই লড়াই করতে পারেননি।


ম্যাচের দ্বিতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ২৫৬/৫। সেঞ্চুরি সম্পূর্ণ হয়ে গিয়েছিল এলগারের। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এলগার। ১৪০ রান করে ক্রিজে ছিলেন। সঙ্গী ছিলেন জানসেন। ৩ রান করে ক্রিজে ছিলেন তিনি। ভারতের প্রথম ইনিংসের স্কোরের চেয়ে ১১ রানে এগিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে মনে করা হয়েছিল, ভারতীয় বোলাররা তৃতীয় দিনের শুরুতেই ধাক্কা দেবেন। এবং ম্যাচে ফিরে আসবে টিম ইন্ডিয়া। 


যদিও এলগার-জানসেন জুটি বৃহস্পতিবার সকালেও সাবলীলভাবে ব্যাটিং করতে থাকেন। ষষ্ঠ উইকেটে ১১১ রানের পার্টনারশিপ গড়ে তাঁরাই ভারতের হাত থেকে ম্যাচের রাশ কেড়ে নেন। দক্ষিণ আফ্রিকাকে বসিয়ে দেন চালকের আসনে। ১৮৫ রান করে শার্দুল ঠাকুরের বলে কট বিহাইন্ড হন এলগার। ম্যাচে ওই একটিই উইকেট শার্দুলের। ১৯ ওভারে ১০১ রান খরচ করেছেন শার্দুল। চতুর্থ পেসার প্রসিদ্ধ কৃষ্ণও তথৈবচ। ২০ ওভারে খরচ করেন ৯৩ রান। ঝুলিতে মাত্র এক উইকেট।


আরও পড়ুন: লিফটে আটকে আম্পায়ার, বন্ধ থাকল ম্যাচ! বক্সিং ডে টেস্টে অভূতপূর্ব ঘটনা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে