কেপ টাউন: দক্ষিণ আফ্রিকায় বল হাতে দুরন্ত ছন্দে রয়েছেন। এই মুহূর্তে শুধু ভারতীয় দলের নয়, বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা পেসার মহম্মদ শামি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজে সেঞ্চুরিয়নে ভারতের প্রথম টেস্ট জয়ের পিছনেও তাঁর অবদান ছিল গুরুত্বপূর্ণ। সেই টেস্টে প্রথম ইনিংসে ৫টি এবং দ্বিতীয় ইনিংসে ৩টি উইকেট নিয়েছিলেন।


শামির সামনে এবার বিরাট এক মাইলফলক ছোঁয়ার হাতছানি। দ্বিতীয় টেস্টে জোহানেসবার্গে সেইভাবে ফর্মে ছিলেন না। কেপ টাউনে তৃতীয় টেস্টে নামার আগে সিরিজের ফল এই মুহূর্তে দাঁড়িয়ে ১-১ অবস্থায়। সিরিজের ভাগ্য নির্ধারিত হবে মঙ্গলবার থেকে শুরু হতে চলা তৃতীয় টেস্ট ম্যাচে। কেপ টাউনে দুই ভারতীয় কিংবদন্তি অনিল কুম্বলে এবং জাভাগাল শ্রীনাথকে স্পর্শ করার হাতছানি রয়েছে শামির সামনে। কিন্তু কীভাবে? 


পঞ্চম ভারতীয় বোলার হিসেবে টেস্টে প্রোটিয়াদের বিরুদ্ধে ৫০ উইকেট নেওয়ার নজির গড়তে পারেন বাংলার পেসার। চলতি সিরিজেই টেস্টে ২০০ উইকেট নেওয়ার নজির গড়েছেন শামি। এই মুহূর্তে সিরিজে শামির উইকেট সংখ্যা ১১। জোহানেসবার্গে তিনি তিনটি উইকেট নিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার মাটিতে ২০ টি ইনিংসে বল করে শামির সংগ্রহ ৪৫টি উইকেট। কেপটাউনে আর মাত্র ৫টি উইকেট নিলেই শামি নজির গড়ে ফেলবেন। শ্রীনাথের পরে দ্বিতীয় ভারতীয় পেসার হিসেবে শামি প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্টে ৫০টি উইকেট নেওয়ার নজির গড়বেন।







দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় বোলারদের মধ্যে সবথেকে বেশি উইকেট নিয়েছেন অনিল কুম্বলে। তার সংগ্রহ ৮৪টি উইকেট। শ্রীনাথ পেয়েছেন ৬৪টি উইকেট। পাশাপাশি হরভজন সিংহের ৬৯টি ও আর অশ্বিনের দখলে ৫৬টি উইকেট রয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শামির স্ট্রাইক রেট ৪০.৫। যা ভারতীয় দল তো বটেই, চলতি শতকে বিশ্বের অন্য কোনও বোলারের নেই।


আরও পড়ুন: বিশ্বকাপের আগে বড় ধাক্কা, করোনার জেরে বাতিল ঝুলনদের প্রস্তুতি শিবির