এবেখা: সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) অনুপস্থিতিতে যিনি টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন। মঙ্গলবার এবেখায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৯ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন স্কাই। শেষ পর্যন্ত ৩৬ বলে ৫৬ রান করে আউট হন সূর্যকুমার। এদিনের ইনিংসে রেকর্ডের ছড়াছড়ি। সৌরঝড়ের আঁচ টের পেল দক্ষিণ আফ্রিকা (IND vs SA)।


দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি ক্রিকেটে চতুর্থ হাফসেঞ্চুরি স্কাইয়ের। তিনি স্পর্শ করলেন জনি বেয়ারস্টো, মহম্মদ রিজ়ওয়ান ও ডেভিড ওয়ার্নারকে। তবে বাকিদের চেয়ে কম ইনিংস খেলে প্রোটিয়াদের বিরুদ্ধে চতুর্থ হাফসেঞ্চুরি হল সূর্যকুমারের। ৪টি হাফসেঞ্চুরি করতে ওয়ার্নার যেখানে ১৫ ইনিংস নিয়েছেন, ১৩ ইনিংসে চার অর্ধশতক করেছেন বেয়ারস্টো, মহম্মদ রিজ়ওয়ান নিয়েছেন ১১ ইনিংস, সেখানে অর্ধেকেরও কম ইনিংস লেগেছে স্কাইয়ের।


দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ টি-টোয়েন্টি ম্যাচে চতুর্থ হাফসেঞ্চুরি সূর্যকুমারের। টি-টোয়েন্টি ক্রিকেটে ৫৬ ইনিংসে ২০০০ রান হয়ে গেল স্কাইয়ের। তিনি ধরে ফেললেন বিরাট কোহলির কীর্তি। কোহলির সঙ্গে যৌথভাবে সূর্যকুমার এখন টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের দ্রুততম ব্যাটার হিসাবে ২ হাজার রানের মালিক।


টি-টোয়েন্টি ক্রিকেটে নজিরের সামনে দাঁড়িয়ে ছিলেন সূর্যকুমার যাদব। মঙ্গলবার ১৫ রান করলে টি-টোয়েন্টি ক্রিকেটে ২ হাজার রান পূর্ণ হতো তাঁর। ভারতের হয়ে বিরাট কোহলি সবচেয়ে কম ইনিংসে (৫৬) টি-টোয়েন্টিতে ২ হাজার রান করেছেন। ৫৫ ইনিংসে ১৯৮৫ রান ছিল স্কাইয়ের। মঙ্গলবার কোহলিকে স্পর্শ করলেন। সূর্যকুমারেরও ৫৬ টি-টোয়েন্টি ইনিংসে ২ হাজার রান হয়ে গেল।


প্রথম ভারত অধিনায়ক হিসাবে দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি ম্যাচে হাফসেঞ্চুরি করলেন সূর্য।


মঙ্গলবার এবেখায় ভারতীয় ইনিংসের শেষ লগ্নে বিস্ফোরণ ঘটালেন রিঙ্কু সিংহ (Rinku Singh)। মাত্র ৩০ বলে ৫০ রান করলেন। ১৯তম ওভারে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মারক্রামকে পরপর ২ বলে ২ ছক্কা মারলেন। তার মধ্যে একটি ছক্কা বোলারের মাথার ওপর দিয়ে উড়ে গিয়ে পড়ল প্রেস বক্সে। ছক্কার বলের ধাক্কায় ভেঙে গেল প্রেস বক্সের কাচ। যা দেখে হতবাক সুনীল গাওস্কর, ডেল স্টেনদের মতো প্রাক্তন ক্রিকেটারেরাও। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে রিঙ্কুর প্রথম হাফসেঞ্চুরি।


আরও পড়ুন: ধোনির বুড়ো হাড়ে ভেল্কি, কোহলির কীর্তি, বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ২২ গজের ২০২৩


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।