নয়াদিল্লি: আইপিএলে (IPL) তাঁর বলের গতি সকলের প্রশংসা আদায় করে নিয়েছে। ১৪ ম্যাচে ২২ উইকেট। পার্পল ক্যাপের দৌড়ে ছিলেন। সুনীল গাওস্কর (Sunil Gavaskar) পর্যন্ত তাঁকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আইপিএলে ভাল পারফরম্যান্সের পুরস্কার স্বরূপ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে জাতীয় দলে সুযোগ পেয়েছেন উমরন মালিক (Umran Malik)।


সানরাইজার্স হায়দরাবাদের (SRH) পেসার উমরন মালিক ধারাবাহিকভাবে পারফর্ম করার পর প্রথমবার টিম ইন্ডিয়ার (Team India) জার্সি গায়ে দেওয়ার সুযোগ পেয়েছেন। ফাস্ট বোলিংয়ে নিজের গতি দিয়ে বিশ্ব ক্রিকেটে নাম কুড়িয়েছেন উমরন মালিক। ৯ জুন থেকে শুরু হচ্ছে আসন্ন ভারত বনাম দক্ষিণ আফ্রিকা পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের হয়ে অভিষেক করার সুযোগ পেতে পারেন উমরন।


ভারতে যখন উমরনকে নিয়ে প্রত্যাশার পারদ চড়ছে, তখন জম্মু কাশ্মীরের ক্রিকেটারকে নিয়ে বড়সড় মন্তব্য করলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। দক্ষিণ আফ্রিকা দল ২রা জুন, বৃহস্পতিবার ভারতে পৌঁছবে। দক্ষিণ আফ্রিকার যে খেলোয়াড়রা আইপিএল খেলতে ভারতে ছিলেন তাঁরাও বৃহস্পতিবার জাতীয় শিবিরে যোগ দেবেন। ভারতে আসার আগে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা তাঁর দেশের সাংবাদিকদের মুখোমুখি হয়ে উমরন মালিককে নিয়ে বড় বিবৃতি দিয়েছেন।


উমরনের গতি নিয়ে প্রশ্ন করা হলে বাভুমা বলেন, "দক্ষিণ আফ্রিকা দল বরাবরই দ্রুতগতির বোলিং খেলেছে। আর দ্রুত বোলিংয়ের সামনে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা ভালোই খেলে।" টেম্বা বাভুমা বলেন, ‘আমি মনে করি দক্ষিণ আফ্রিকায় আমরা ফাস্ট বোলারদের মুখোমুখি হয়ে বড় হয়েছি। কিন্তু আমি মনে করি না যে কোনও ব্যাটসম্যান ১৫০ কিলোমিটার বেগে বল মোকাবিলা করতে পছন্দ করে।’


এর পাশাপাশি উমরন মালিককে তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের জন্য আগাম অভিনন্দন জানিয়েছেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক। বাভুমা ২০২২ আইপিএল-এর সময় উমরনের পারফরম্যান্সের জন্য প্রশংসা করেছেন এবং বলেছেন, "আমাদের কাছে এমন খেলোয়াড়ও আছে যাঁরা ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে বল করতে পারে। আমাদেরও এমন খেলোয়াড় আছে। তবে, উমরন মালিক টিম ইন্ডিয়ার জন্য একজন বিশেষ প্রতিভা এবং আমি আশা করি সে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর আইপিএল পারফরম্যান্স ধরে রাখতে পারবে।"


ভারত বনাম দক্ষিণ আফ্রিকা পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৯ জুন থেকে শুরু হতে চলেছে। এই প্রথম টেম্বা বাভুমাকে টি-টোয়েন্টি ফর্ম্যাটে ভারতের মাটিতে অধিনায়কত্ব করতে দেখা যাবে। এর আগে, ২০২২ সালের গোড়ার দিকে, ভারতীয় দল দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল। সেই সফরে ওয়ান ডে সিরিজে ৩-০ ব্যবধানে হারতে হয়েছিল ভারতকে।