IND vs SL, 1st ODI LIVE: শ্রীলঙ্কাকে হেলায় হারিয়ে ওয়ান ডে সিরিজে এগিয়ে গেল ভারত
IND vs SL, 1st ODI LIVE Updates: রবিবার থেকে শুরু হল ভারত-শ্রীলঙ্কা ওয়ান ডে সিরিজ।
শ্রীলঙ্কাকে প্রথম ওয়ান ডে ম্যাচে ৭ উইেকেট হারিয়ে দিল ভারত। ৮৬ রান করে অপরাজিত ছিলেন অধিনায়ক শিখর ধবন। ২০ বলে ৩১ রান করে ক্রিজে ছিলেন সূর্যকুমার যাদব।
অপরাজিত হাফসেঞ্চুরি শিখর ধবনের, ভারতের জয়ের জন্য ১৭.২ ওভারে মাত্র ৩৬ রান চাই আর। হাতে সাত উইকেট।
২৪ ওভারের শেষে ভারতের স্কোর ১৭৪/২। ৪২ বলে ৫৯ রান করে ফিরেছেন ঈশান কিষাণ।
জন্মদিনে ঝোড়ো হাফসেঞ্চুরি করলেন ঈশান কিষাণ। নিজের প্রথম ওয়ান ডে খেলতে নেমে ৪১ বলে ৫৯ রান করে ক্রিজে রয়েছেন তিনি। ভারতের স্কোর ১৪৩/১।
এক উইকেট হারিয়ে একশো পেরিয়ে গেল ভারত। ত্রয়োদশ ওভারে। ক্রিজে মারমুখী মেজাজে ঈশান কিষাণ (২৫ বলে ৩৮ ব্যাটিং) এবং শিখর ধবন (২৮ বলে ১৬ ব্যাটিং)।
শ্রীলঙ্কার রান তাড়া করতে নেমে মাত্র ২৪ বলে ৯টি বাউন্ডারি মেরে ৪৩ রান করলেন পৃথ্বী শ। ধনঞ্জয় ডি'সিলভার বলে আউট হন তিনি। ৫.৫ ওভারে ভারতের স্কোর ৬৮/১।
শ্রীলঙ্কার রান তাড়া করতে নেমে ২.৪ ওভারে ভারতের স্কোর বিনা উইকেটে ৩০ রান। ১১ বলে ২২ রান করে ক্রিজে পৃথ্বী।
একের পর এক ব্যাটসম্যান সেট হয়েও যখন আউট হয়ে গেলেন, তখন ব্যাট হাতে ভারতীয় বোলারদের বিরুদ্ধে পাল্টা লড়াই চালালেন চামিকা করুণারত্নে। ৩৫ বলে ৪৩ রান করলেন তিনি। ভারতের বিরুদ্ধে প্রথম ব্যাটিং করে শ্রীলঙ্কা তুলল ২৬২/৯। দুটি করে উইকেট কুলদীপ, দীপক ও চাহালের।
যুজবেন্দ্র চাহালের বলে ফিরলেন অধিনায়ক সানাকা। শ্রীলঙ্কার স্কোর ২০৫/৭।
ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ফেরালেন দীপক চাহার। শ্রীলঙ্কার স্কোর ১৮৬/৬।
দীপক চাহারের বলে কট বিহাইন্ড হয়ে ফিরলেন চরিত আসালঙ্কা (৬৫ বলে ৩৮ রান)। ৩৭.২ ওভারে শ্রীলঙ্কার স্কোর ১৬৬/৫।
ধনঞ্জয় ডি'সিলভার উইকেট তুলে নিলেন ক্রুণাল পাণ্ড্য। ৩০ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ১৩২/৪।
তিন উইকেট হারিয়ে একশো পেরল শ্রীলঙ্কা। ২২.১ ওভারে শ্রীলঙ্কার স্কোর ১০৮/৩।
তাঁর বিরুদ্ধে ওঠা জোরাল এলবিডব্লিউয়ের আবেদন নাকচ হয়ে গিয়েছিল। সেই ভানুকা রাজাপক্ষেকে ফেরালেন কুলদীপ যাদবই। ২২ বলে ২৪ রান করে শিখর ধবনের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন। ওই ওভারের চতুর্থ বলেই দুরন্ত ঘূর্ণিতে মিনোদ ভানুকাকে ফেরালেন কুলদীপ। তাঁর অফস্টাম্পে পড়ে বাইরের দিকে টার্ন করা বলে ব্যাট ছুঁইয়ে স্লিপে পৃথ্বী শ-র হাতে ক্যাচ দিলেন শ্রীলঙ্কার উইকেটকিপার। শ্রীলঙ্কার স্কোর ৮৯/৩।
১৩ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ৬৮/১। ক্রিজে রয়েছেন মিনোদ ভানুকা (৩২ বলে ১৯ ব্যাটিং) ও ভানুকা রাজাপক্ষে (১২ বলে ১২ ব্যাটিং)।
৩৫ বলে ৩২ রান করে আউট হলেন শ্রীলঙ্কার ওপেনার আবিষ্কা ফার্নান্ডো। যুজবেন্দ্র চাহাল আক্রমণে এসে প্রথম বলেই তুলে নিলেন তাঁর উইকেট। ড্রাইভ মারতে গিয়েছিলেন আবিষ্কা। কভারে মণীশ পাণ্ডের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন।
৭ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর বিনা উইকেটে ৩২ রান। ক্রুণাল পাণ্ড্য, কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল, তিন স্পিনার নিয়ে নেমেছে ভারতীয় দল।
প্রেক্ষাপট
কলম্বো: রবিবার, ১৮ জুলাই ইতিহাসের পাতায় নাম তোলাতে চলেছে ভারতীয় ক্রিকেট। বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল যখন ইংল্যান্ড সফরে ব্যস্ত, তখন রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নেমে পড়ছে আর একটি টিম ইন্ডিয়া। যার নেতৃত্বের ভার ধবনের কাঁধে। জাতীয় দলের কোচ রবি শাস্ত্রী ইংল্যান্ডে কোহলিদের সঙ্গে রয়েছেন। শ্রীলঙ্কা সফরের জন্য তাই জাতীয় দলের কোচ করে পাঠানো হয়েছে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান তথা কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড়কে।
রবিবার থেকে শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কা ওয়ান ডে সিরিজ। গত ১৩ জুলাই থেকে প্রথমে সিরিজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু শ্রীলঙ্কা শিবিরে করোনা থাবা বসানোয় সেই সিরিজ পিছিয়ে যায়। রবিবার কলম্বোয় প্রথম ওয়ান ডে ম্যাচে নামছে দুই দল। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে নতুন ভারতীয় দল কেমন পারফর্ম করে শ্রীলঙ্কা সফরে, তার দিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।
শ্রীলঙ্কায় রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে খেলতে নামবে ভারতীয় দল। অধিনায়ক হিসেবে সিরিজে দেখা যাবে শিখর ধবনকে। তবে এই সিরিজ মূলত তরুণ ক্রিকেটারদের প্রমাণের মঞ্চ হিসেবেই দেখা হচ্ছে। শেষবার ২০১৭ সালে ভারতীয় দল যখন এসেছিল লঙ্কা সফরে, তখন ৫-০ ব্যবধানে প্রতিপক্ষকে ক্লিন সুইপ করেছিল টিম ইন্ডিয়া। তবে সেই সিরিজে দলে ছিলেন বিরাট, রোহিতের মতো তারকারা। এবার তারকা বলতে শুধু ধবন, ভুবনেশ্বর, মণীশ। বাকি প্রায় সবাই তরুণ।
শ্রীলঙ্কাও তাঁদের দলের ২ অভিজ্ঞ তারকা কুশল পেরেরা ও অ্যাঞ্জেলো ম্যাথিউজকে পাচ্ছে না। পেরেরা কাঁধের চোটের জন্য সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। তবে ম্যাথিউজ ব্যক্তিগত কারণ দেখিয়ে সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন। ওয়ান ডে সিরিজে লঙ্কা দলকে নেতৃত্ব দেবেন দাসুন সনাকা।
ওয়ান ফর্ম্যাটে শেষ ২০ বারের সাক্ষাতে একাধিপত্য দেখিয়েছে ভারত। ১৬টি ম্যাচ জিতেছে ভারতীয় দল। ৪টি ম্যাচ জিতেছে শ্রীলঙ্কা। ২০১১ সালের ১ জানুয়ারি থেকে শ্রীলঙ্কার মাটিতে ১০ বারের সাক্ষাতে লঙ্কা বাহিনীকে ৯ বারই হারিয়েছে টিম ইন্ডিয়া।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -