IND vs SL, 2nd ODI LIVE: নায়ক চাহার, রুদ্ধশ্বাস ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ ভারতের

IND vs SL, 2nd ODI LIVE Updates: শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের দলে কোনও পরিবর্তন করেনি ভারত। প্রথম ওয়ান ডে ম্যাচের একাদশই মঙ্গলবার খেলাচ্ছেন রাহুল দ্রাবিড়-শিখর ধবনরা।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 20 Jul 2021 11:24 PM
IND vs SL, 2nd ODI LIVE: চাহার-ভুবি জুটি ম্যাচ জেতাল ভারতকে

৮২ বলে অপরাজিত ৬৯ রান দীপক চাহারের। ৫ বল বাকি থাকতে ম্যাচ ও সিরিজ জিতে নিল ভারত।

IND vs SL 2nd ODI: ৪৯ ওভারে ভারতের স্কোর ২৪৯/৭

ম্যাচ জিততে শেষ ওভারে ৩ রান চাই ভারতের।

IND vs SL 2nd ODI: লড়াকু হাফসেঞ্চুরি চাহারের

চাপের মুখে লড়াকু হাফসেঞ্চুরি দীপক চাহারের। কেরিয়ারে পঞ্চম ওয়ান ডে-তে প্রথম হাফসেঞ্চুরি করলেন। ৬৪ বলে ৫০ পূর্ণ করলেন তিনি। ভারতের ম্যাচ জিততে ৩৪ বলে ৩৩ রান দরকার।

IND vs SL, 2nd ODI LIVE: ব্যাট হাতে লড়াই ভুবি-চাহারের

লক্ষ্মণ সান্দাকানের বলে ছক্কা দীপক চাহারের। ৪২ বলে ম্যাচ জিততে ৪৭ রান চাই ভারতের।

IND vs SL, 2nd ODI LIVE: ক্রুণালকে হারিয়ে আরও চাপে ভারত

ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে আউট হয়ে গেলেন ক্রুণাল পাণ্ড্য (৫৪ বলে ৩৫ রান)। ৩৫.১ ওভারে ভারতের স্কোর ১৯৩/৭।

IND vs SL, 2nd ODI LIVE: হাফসেঞ্চুরি করে আউট সূর্যকুমার, ভারতের স্কোর ১৬৪/৬

৪৪ বলে ৫৩ রান করে এলবিডব্লিউ হয়ে গেলেন সূর্যকুমার যাদব। মাঠের আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ডিআরএস নিয়েছিলেন তিনি। তবে লাভ হয়নি। তৃতীয় আম্পায়ারও তাঁকে আউটই দেন। ২৮ ওভারের শেষে ভারতের স্কোর ১৬৪/৬।

IND vs SL, 2nd ODI LIVE: নাটকীয় অষ্টাদশ ওভার, ২ উইকেট হারিয়ে চাপে ভারত

অষ্টাদশ ওভারে পরপর দু'উইকেট হারিয়ে চাপে পড়ে গেল ভারত। ওভারের দ্বিতীয় বলে খুচরো রান নিতে গিয়ে রান আউট হয়ে গেলেন মণীস পাণ্ডে (৩১ বলে ৩৭ রান)। ওভারের চতুর্থ বলে হার্দিক পাণ্ড্যর ক্যাচ ফেলে দিলেন বোলার শানাকা। তবে প্রাণরক্ষা হলেও সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না হার্দিক। ওই ওভারেরই ষষ্ঠ বলে শানাকার ডেলিভারিতে ধনঞ্জয় ডি'সিলভার হাতে ক্যাচ দিয়ে ফিরলেন হার্দিক (০)। ১৮ ওভারের শেষে ভারতের স্কোর ১১৬/৫।

IND vs SL, 2nd ODI LIVE: ১৬ ওভারে ভারতের স্কোর ১০৭/৩

তিন উইকেট হারিয়ে একশো পেরিয়ে গেল ভারত। ১৬ ওভারে ভারতের স্কোর ১০৭/৩।

IND vs SL, 2nd ODI LIVE: ক্রিজে সেট হয়েও আউট ধবন, চাপে ভারত

হাসারাঙ্গার বলে এলবিডব্লিউ হয়ে ফিরলেন শিখর ধবন (৩৮ বলে ২৯ রান)। ভারতের স্কোর ১৪ ওভারে ৮৫/৩।

IND vs SL, 2nd ODI LIVE: ৯ ওভারের শেষে ভারতের স্কোর ৫৬/২

৯ ওভারের শেষে ভারতের স্কোর ৫৬/২। ২৮ বলে ২৭ রান করে ক্রিজে অধিনায়ক শিখর ধবন। সঙ্গে মণীশ পাণ্ডে।

IND vs SL, 2nd ODI LIVE: মাত্র ১ রানে বোল্ড ঈশান

কসুন রাজিথার বলে মাত্র ১ রান করে বোল্ড হয়ে গেলেন ঈশান কিষাণ। ৫ ওভারের শেষে ভারতের স্কোর ৩৯/২।

IND vs SL, 2nd ODI LIVE: শুরুতেই আউট আগের ম্য়াচের নায়ক পৃথ্বী

রান তাড়া করতে নেমে শুরুতেই পৃথ্বী শ-র (১১ বলে ১৩ রান) উইকেট হারাল ভারত। ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে বোল্ড হয়ে গেলেন মুম্বইকর। ৩ ওভারের শেষে ভারতের স্কোর ২৮/১।

IND vs SL, 2nd ODI LIVE: শেষ ওভারে ১১ রান, ২ উইকেট

ভুবনেশ্বর কুমারের শেষ ওভারে উঠল ১১ রান। হারাতে হল ২ উইকেট। নির্ধারিত ৫০ ওভারে শ্রীলঙ্কা তুলল ৯ উইকেটে ২৭৫ রান।

IND vs SL, 2nd ODI LIVE: ওয়ান ডে ক্রিকেটে প্রথম হাফসেঞ্চুরি আসালাঙ্কার

কুলদীপ যাদবকে কভারের ওপর দিয়ে বাউন্ডারি মেরে হাফসেঞ্চুরি সম্পূর্ণ করলেন আসালাঙ্কা। ওয়ান ডে ক্রিকেটে তাঁর প্রথম হাফসেঞ্চুরি।

IND vs SL, 2nd ODI LIVE: ৬ উইকেট হারিয়ে দুশো পার শ্রীলঙ্কার

৪২ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ২০৯/৬।

IND vs SL, 2nd ODI LIVE: চাহারের নাকল বলে বোল্ড হাসারাঙ্গা

দীপক চাহারের নাকল বলে ঠকে গেলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা (১১ বলে ৮ রান)। বোল্ড হয়ে গেলেন তিনি। শ্রীলঙ্কার স্কোর ৪০ ওভারে ১৯৫/৬।

IND vs SL, 2nd ODI LIVE: শানাকাকে বোল্ড করলেন চাহাল

চাহালের বলে বোল্ড দাসুন শানাকা (২৪ বলে ১৬ রান)। ৩৬ ওভারে শ্রীলঙ্কার স্কোর ১৭৮/৫।

IND vs SL, 2nd ODI LIVE: ধনঞ্জয়ের উইকেট তুললেন চাহাল

যুজবেন্দ্র চাহালের বলে ফিরলেন ধনঞ্জয় ডি'সিলভা (৪৫ বলে ৩২ রান)। ২৮ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ১৩৭/৪।

IND vs SL, 2nd ODI LIVE: আবিষ্কাকে ফেরালেন ভুবনেশ্বর, শ্রীলঙ্কা ১৩০/৩

হাফসেঞ্চুরি করে ভুবনেশ্বর কুমারের বলে ফিরলেন আবিষ্কা ফার্নান্দো (৭১ বলে ৫০ রান)। শ্রীলঙ্কার স্কোর ২৬.৪ ওভারে ১৩০/৩।

IND vs SL, 2nd ODI LIVE: পরপর দু'বলে দুই উইকেট চাহালের

পরের বলেই ভানুকা রাজাপক্ষেকে ফিরিয়ে দিলেন চাহাল। ৭৭ রানে দুই উইকেট হারাল শ্রীলঙ্কা।

IND vs SL, 2nd ODI LIVE: শ্রীলঙ্কা শিবিরে প্রথম ধাক্কা চাহালের

শ্রীলঙ্কার ওপেনার মিনোদ ভানুকাকে ফেরালেন যুজবেন্দ্র চাহাল। মিড উইকেটে মণীশ পাণ্ডের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন ভানুকা (৪২ বলে ৩৬ রান)। শ্রীলঙ্কা ৭৭/১।

IND vs SL, 2nd ODI LIVE: টস জিতে প্রথম ব্যাটিং শ্রীলঙ্কার

টস জিতে কলম্বোয় দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচে প্রথম ব্যাটিং করছে শ্রীলঙ্কা। ৬ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর বিনা উইকেটে ৩৮ রান।

প্রেক্ষাপট

কলম্বো: শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের দলে কোনও পরিবর্তন করেনি ভারত। প্রথম ওয়ান ডে ম্যাচের একাদশই মঙ্গলবার খেলাচ্ছেন রাহুল দ্রাবিড়-শিখর ধবনরা। শ্রীলঙ্কা দলে একটি পরিবর্তন হয়েছে। ইসুরু উদানার পরিবর্তে সুযোগ দেওয়া হয়েছে কসুন রাজিথাকে।


মঙ্গলবারের ম্য়াচ সিরিজ নির্ণায়ক হয়ে যেতে পারে। যদি এই ম্যাচে জিতে যায় ভারত। কারণ, রবিবার প্রথম ওয়ান ডে ম্যাচে কার্যত একপেশেভাবে শ্রীলঙ্কাকে ৮০ বল বাকি থাকতে ৭ উইকেটে হারিয়েছিলেন শিখর ধবনরা। মঙ্গলবার জিতে গেলেই তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে এগিয়ে যাবে ভারত। সিরিজ জিতেও নেবেন ধবনরা এবং সেক্ষেত্রে তৃতীয় ম্যাচ হয়ে দাঁড়াবে কার্যত নিয়মরক্ষার।


বিরাট কোহলি ভারতীয় দলবল নিয়ে এখন ইংল্যান্ডে। সেখানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর জো রুটের ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন। শ্রীলঙ্কা সফরে তাই দলের নেতৃত্বের ভার বর্তেছে শিখর ধবনের ওপর। এবং প্রথম ম্যাচে শিখর দেখিয়ে দিয়েছেন, তাঁর ওপর আস্থা রেখে ভুল কিছু করেননি নির্বাচকরা।


রবিবার প্রথম ম্যাচে শ্রীলঙ্কা প্রথমে ব্যাটিং করে তুলেছিল ২৬২/৯। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকে শিখর যখন ক্রিজের একদিক কামড়ে পড়ে ছিলেন, অন্য প্রান্তে তখন ২৪ বলে ৪৩ রানের ইনিংস খেলেন পৃথ্বী। যাঁর মারমুখী ব্যাটিং আর শট খেলার ধরনের সঙ্গে রবিবার অনেকে বীরেন্দ্র সহবাগের সাদৃশ্য খুঁজে পেয়েছেন। পৃথ্বী যখন আউট হয়েছিলেন, ৫.৩ ওভারে ৫৮ তুলে ফেলেছিল ভারত। এবং রান ওঠার গতি ফোর্থ গিয়ারে তুলে দিয়েছিলেন মুম্বইয়ের তরুণ। যাঁর নেতৃত্বে ভারত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিল। কিন্তু মাঝে শৃঙ্খলাজনিত কারণ আর চোটআঘাতে যেন হারিয়ে যেতে বসেছিলেন। ফের তাঁকে সঠিক দিশা দিয়েছেন রাহুল দ্রাবিড়। কিংবদন্তি দ্রাবিড়ের প্রশিক্ষণেই যিনি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিলেন। ম্যাচের সেরাও হয়েছিলেন পৃথ্বী।


মঙ্গলবারের ম্যাচে আগের ম্যাচের উইনিং কম্বিনেশনে তাই কোনও পরিবর্তন করেনি ভারত। সিরিজ জয় নিশ্চিত করতে একই একাদশে ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.