IND vs SL, 2nd T20 Live: হাড্ডাহাড্ডি লড়াই করেও হার ভারতের, টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরাল শ্রীলঙ্কা
IND vs SL, 2nd T20, MCA Stadium: সিরিজে ১-০ এগিয়ে ছিল ভারত। পুণেতে জিতে টি-টোয়েন্টি সিরিজ ১-১ করল শ্রীলঙ্কা।
৬৫ রানে আউট অক্ষর। লড়াই করেও ১৬ রানে হার ভারতের। সিরিজ ১-১ করে ফেলল শ্রীলঙ্কা।
১৯ ওভারের শেষে ভারতের স্কোর ১৮৬/৬। শেষ ওভারে ম্যাচ জিততে চাই ২১ রান।
৩৬ বলে ৫১ রান করে আউট হলেন সূর্যকুমার। ১৭ ওভারের শেষে ভারতের স্কোর ১৫৭/৬।
মাত্র ২০ বলে হাফসেঞ্চুরি অক্ষর পটেলের। ৩৩ বলে হাফসেঞ্চুরি সূর্যকুমার যাদবের। ২৯ বলে ম্যাচ জিততে আর ৬১ রান চাই ভারতের।
ওয়ানিন্দু হাসারাঙ্গার এক ওভারে ২৬ রান নিলেন অক্ষর পটেল ও সূর্যকুমার যাদব। অক্ষর মারলেন ৩ ছক্কা। একটি ছক্কা মারলেন সূর্য। ১৪ ওভারে ভারতের স্কোর ১২৪/৫। ৩৬ বলে ম্যাচ জিততে ভারতের চাই ৮৩ রান।
১২.৩ ওভারে ভারতের স্কোর ৯৫/৫। ক্রিজে সূর্যকুমার যাদব ও অক্ষর পটেল।
করুণারত্নের বলে ১২ বলে ১২ রান করে কট বিহাইন্ড হার্দিক পাণ্ড্য। ভারতের স্কোর ৩৪/৪।
দিলশান মধুসঙ্কার বলে ফিরলেন রাহুল ত্রিপাঠি। মাত্র ৫ রান করে। ৩ ওভারের শেষে ভারতের স্কোর ২৭/৩।
রাজিথার বলে আউট শুভমন গিল (৩ বলে ৫ রান)। একই ওভারে জোড়া ধাক্কা ভারতের।
মাত্র ২ রান করে বোল্ড ঈশান কিষাণ। ১.২ ওভারে ভারতের স্কোর ১২/১।
ব্যাটে ঝড় দাসুন শনাকার। মাত্র ২০ বলে হাফসেঞ্চুরি শ্রীলঙ্কার অধিনায়কের। ২০ ওভারে শ্রীলঙ্কা তুলল ৬ উইকেটে ২০৬ রান।
৩ রান করে আউট ধনঞ্জয় ডি সিলভা। ১৯ বলে ৩৭ রান করে ফিরলেন চরিথ আসালঙ্কা। পরের বলেই আউট ওয়ানিন্দু হাসারঙ্গা। দুটি উইকেটই উমরন মালিকের। ১৬ ওভারের শেষে শ্রীলঙ্কা ১৩৮/৬।
অক্ষর পটেলের ওভারে ৩৫ বলে ৩৩ রান করে ফিরলেন পাথুম নিশাঙ্কা। ১২ ওভারের শেষে শ্রীলঙ্কা ৯৮/৩।
শ্রীলঙ্কার ইনিংসে লাগাম পরাল ভারত। যুজবেন্দ্র চাহালের বলে এলবিডব্লিউ কুশল মেন্ডিস (৩১ বলে ৫২)। পরের ওভারেই ভানুকা রাজাপক্ষেকে বোল্ড করলেন উমরন মালিক। ৯.২ ওভারে শ্রীলঙ্কার স্কোর ৮৪/২।
২৭ বলে হাফসেঞ্চুরি কুশল মেন্ডিসের। ৮ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ৮০/০।
২০ বলে ৩৪ রানে অপরাজিত কুশল মেন্ডিস। ৫ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ৪৯/০।
প্রথম ওভার বল করলেন হার্দিক পাণ্ড্য। প্রথম ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ২/০।
হর্ষল পটেলের জায়গায় প্রথম একাদশে সুযোগ পেলেন অর্শদীপ সিংহ। চোট পেয়ে ছিটকে যাওয়া সঞ্জু স্যামসনের পরিবর্তে খেলছেন রাহুল ত্রিপাঠি। এই ম্যাচই টি-টোয়েন্টিতে জাতীয় দলের জার্সিতে তাঁর অভিষেকের ম্যাচ।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ভারতের অধিনায়ক হার্দিক পাণ্ড্যর।
ওয়াংখেড়েতে সিরিজের প্রথম ম্যাচে মাত্র ২ রানে শ্রীলঙ্কাকে হারিয়েছিল ভারত। বল হাতে সেই ম্যাচের নায়ক ছিলেন শিবম মাভি।
প্রেক্ষাপট
পুণে: শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ নাটকীয় পরিস্থিতিতে জিতেছে ভারত (Ind vs SL)। ওয়াংখেড়েতে প্রথম থেকে দাপট দেখিয়েও শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস পরিস্থিতিতে মাত্র ২ রানে জিতেছে টিম ইন্ডিয়া। তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে ভারত। বৃহস্পতিবার পুণেতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিতলেই সিরিজ জয়ের সুযোগ ভারতের।
আর তার আগে ভারতীয় দলকে চিন্তাভাবনা করতে হচ্ছে প্রথম একাদশ নিয়ে। কারণ, দলে অন্তর্ভুক্ত হয়েছেন অর্শদীপ সিংহ। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে বাঁহাতি পেসারকে খেলানো হতে পারে। কিন্তু অর্শদীপ খেললে কার বদলে? তা নিয়ে চিন্তাভাবনা করতে হতে পারে রাহুল দ্রাবিড়-হার্দিক পাণ্ড্যদের।
একটা অংশের মত হচ্ছে, হর্ষল পটেলকে বসিয়ে অর্শদীপকে খেলানো যেতে পারে। হর্ষল একটা সময় ডেথ ওভার স্পেশালিস্ট হিসাবে জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন। কিন্তু তিনি অনেক রান খরচ করে ফেলছেন। বিশেষ করে তাঁর বলের গতি বেশি না হওয়ায় ব্যাটসম্যানেরা সহজেই তাঁর বাউন্সার বা স্লোয়ার বুঝে ফেলছেন। যে কারণে ব্যাটসম্যানদের খুব একটা চাপে ফেলতে পারছেন না হর্ষল। অনেকের মতে, তাঁকে বাদ দিয়ে অর্শদীপকে খেলানো হতে পারে।
আবার কারও কারও মতে, উমরন মালিকের বদলে খেলানো উচিত অর্শদীপকে। উমরন যদিও প্রথম ম্যাচে আগুনে গতিতে বল করেছেন। তাই তাঁকে বাদ দেওয়ার ঝুঁকি টিম ইন্ডিয়া নেয় কি না, জোর দিয়ে বলা যাচ্ছে না।
যশপ্রীত বুমরাও প্রত্যাবর্তনের অপেক্ষায়। নিজের জায়গা ধরে রাখতে হলে তাই পারফর্ম করতেই হবে হর্ষলকে। চোট পেয়ে সম্ভবত এই ম্যাচের বাইরে সঞ্জু স্যামসন। পুরো দল দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে পুণে পৌঁছে গেলেও সূত্রের খবর, মুম্বইয়েই রয়ে গিয়েছেন স্যামসন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -