Ind vs SL, 2nd T20I Live: ভারতকে ৪ উইেকেটে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরাল শ্রীলঙ্কা
India Vs Sri Lanka, 2 T20 International Live Updates: শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে একসঙ্গে চার নতুন মুখকে সুযোগ করে দিল ভারত।
২ বল বাকি থাকতে ভারতকে ৪ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরাল শ্রীলঙ্কা।
ভুবনেশ্বর কুমারের ওভারে উঠল ১২ রান। শেষ ওভারে ম্যাচ জিততে শ্রীলঙ্কার চাই ৮ রান।
চেতন সাকারিয়ার বলে আউট রমেশ মেন্ডিস। শ্রীলঙ্কার স্কোর ১০৫/৬।
১৭ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ১০৫/৫। ম্য়াচ জিততে ১৮ বলে চাই ২৮ রান।
মারমুখী মেজাজে ব্যাটিং করছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা (১১ বলে ১৫ রান)। তাঁকে তুলে নিলেন রাহুল চাহার। শ্রীলঙ্কার স্কোর ১৫ ওভারে ৯৪/৫।
কুলদীপের এক ওভারে উঠল ১৫ রান। ১৪ ওভারে শ্রীলঙ্কার স্কোর ৮৭/৪।
কুলদীপ যাদবের বলে ৩১ বলে ৩৬ রান করে ফিরলেন মিনোদ ভানুকা। শ্রীলঙ্কার স্কোর ৬৬/৪।
কুলদীপ যাদবের বলে স্টাম্পড হলেন দাসুন শানাকা। শ্রীলঙ্কার স্কোর ৫৫/৩।
কুলদীপ যাদবের বলে দাসুন শানাকার বিরুদ্ধে জোরাল এলবিডব্লিউয়ের আবেদন খারিজ। ডিআরএস নেয়নি ভারত। পরে রিপ্লেতে দেখা গেল, ডিআরএস নিলে আউট ছিলেন শানাকা।
বরুণ চক্রবর্তীর বলে বোল্ড সদিরা সমরাবিক্রমা। শ্রীলঙ্কার স্কোর ৭ ওভারে ৩৯/২।
পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ৩৬/১।
ভুবনেশ্বর কুমারের বলে ১১ রান করে ফিরলেন আবিষ্কা ফার্নান্দো। শ্রীলঙ্কার স্কোর ১৩/১।
২ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর বিনা উইকেটে ১০ রান।
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ব্যাট করে ভারত তুলল ১৩২/৫। সর্বোচ্চ স্কোরার শিখর ধবন। ৪২ বলে ৪০ রান করলেন তিনি।
ধনঞ্জয়ের বলে মাত্র ৭ রান করে ফিরলেন সঞ্জু স্যামসন। ১৯ ওভারের শেষে ভারতের রান ১২৮/৪।
২৩ বলে ২৯ রান করে ফিরলেন দেবদত্ত। ১৬ ওভারের শেষে ভারতের স্কোর ১০০/৩।
ধনঞ্জয়ের বলে বোল্ড হয়ে গেলেন শিখর ধবন (৪২ বলে ৪০ রান)। ভারতের স্কোর ১৩ ওভারে ৮৫/২।
১০ ওভারের শেষে ভারতের স্কোর ৭১/১। ক্রিজে শিখর ধবন (৩৮ বলে ৩৫ রান) ও দেবদত্ত পড়িক্কল (১০ বলে ১৩ রান)।
দাসুন শানাকার বলে কট বিহাইন্ড হলেন রুতুরাজ গায়কোয়াড় (১৮ বলে ২১ রান)। ৭ ওভারে ভারতের স্কোর ৪৯/১।
ঝোড়ো শুরু ভারতের। তিন ওভারের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ২৭ রান।
কলম্বোয় ভারতের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে প্রথম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত শ্রীলঙ্কার।
প্রেক্ষাপট
কলম্বো: করোনার ধাক্কায় এক সময় তো দল নামানো নিয়েই সংশয় তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে একসঙ্গে চার নতুন মুখকে সুযোগ করে দিল ভারত। টি-টোয়েন্টি অভিষেক হচ্ছে রুতুরাজ গায়কোয়াড়, চেতন সাকারিয়া, নীতিশ রানা ও দেবদত্ত পড়িক্কলের।
শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে বেনজির সমস্যায় পড়েছিল ভারতীয় দল। করোনা আক্রান্ত হয়ে শুধু যে ক্রুণাল পাণ্ড্য সিরিজ থেকে ছিটকে গিয়েছেন তাই নয়, বুধবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারত পায়নি তাদের গুরুত্বপূর্ণ সাত ক্রিকেটারকে। কারণ, তাঁরা প্রত্যেকেই করোনা আক্রান্ত ক্রুণালের সংস্পর্শে এসেছিলেন।
সেই সাতজন ক্রিকেটার হলেন পৃথ্বী শ, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ড্য, দীপক চাহার, মণীশ পাণ্ডে, ঈশান কিষাণ ও কে গৌতম। এই সাতজনই ক্রুণালের সংস্পর্শে এসেছিলেন বলে বোর্ড সূত্রে খবর। তাই বুধবারের ম্যাচে তাঁরা খেলতে পারছেন না।
সেই কারণে একসঙ্গে চার ক্রিকেটারের টি-টোয়েন্টি অভিষেক হচ্ছে। এবং বেনজির পরিস্থিতিতে ৬ জন বোলার নিয়ে নামতে বাধ্য হচ্ছে ভারত।
প্রসঙ্গত, ম্যাচটি হওয়ার কথা ছিল মঙ্গলবার। তবে আচমকাই স্থগিত হয়ে যায় ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সরকারিভাবে জানানো হয় যে, জাতীয় দলের অলরাউন্ডার ক্রুণাল পাণ্ড্যর (Krunal Pandya) করোনা পরীক্ষার ফল পজ়িটিভ এসেছে। সেই কারণেই স্থগিত হয়ে গিয়েছে ম্যাচ।
ভারতীয় ক্রিকেট বোর্ড একটি বিবৃতিতে জানিয়েছিল, ক্রুণাল পাণ্ড্যর কোভিড পরীক্ষার ফল পজ়িটিভ এসেছে। যে কারণে তাঁকে নিভৃতবাসে পাঠানো হয়েছে। সেই সঙ্গে তাঁর সংস্পর্শে আসার জন্য মোট আটজন ক্রিকেটারকে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে যেতে হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -