Ind vs SL, 3rd T20I Live: ৭ উইকেটে জিতে টি-টোয়েন্টি ট্রফি শ্রীলঙ্কার
India Vs Sri Lanka, 3 T20 International Live Updates: টি-টোয়েন্টি ক্রিকেটে উত্তেজনার যাবতীয় রসদ নিয়েই আজ ভারত ও শ্রীলঙ্কার চলতি সিরিজের নির্ণায়ক ম্যাচ। এই ম্যাচ যে দল জিতবে, সেই দলই সিরিজ জিতবে।
৩৩ বল বাকি থাকতে ৭ উইকেটে জয়ী শ্রীলঙ্কা। ভারতকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ দাসুন শানাকাদের।
চাহারের বলে বোল্ড সাদিরা সমরবিক্রমা (৮ রান)। ১২ ওভারের শেষে শ্রীলঙ্কা ৫৬/৩।
রাহুল চাহারের বলে ফিরলেন মিনোদ ভানুকা (১৮ রান)। শ্রীলঙ্কার স্কোর ৮ ওভারে ৩৫/২।
নিজের বলে আবিষ্কা ফার্নান্ডোর দুরন্ত ক্যাচ নিলেন রাহুল চাহার। শ্রীলঙ্কার স্কোর ৫.৫ ওভারে ২৩/১।
৮২ রানের লক্ষ্য নিয়ে নেমে ৩ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ১২/০।
কলম্বোয় ব্যাটিং বিপর্যয় ভারতের। প্রথমে ব্যাট করে ধবনরা তুললেন ৮১/৮।
১৯ ওভারের শেষে ভারতের স্কোর ৭৬/৮।
৫ বলে ৫ রান করে ফিরলেন রাহুল চাহার। ভারতের স্কোর ৬২/৭।
হাসারাঙ্গা ডি'সিলভার বলে ফিরলেন ভুবনেশ্বর কুমার (৩২ বলে ১৬ রান)। ১৪.৫ ওভারে ভারতের স্কোর ৫৫/৬।
টি-টোয়েন্টিতে ১০ ওভারে সর্বনিম্ন স্কোর ভারতের। ১০ ওভারে ভারত তুলল ৩৯/৫।
দাসুন শানাকার বলে আউট নীতিশ রানা (১৫ বলে ৬ রান)। ফলো থ্রুতে শরীর ছুড়ে দুরন্ত ক্যাচ নিলেন শানাকা। ভারতের স্কোর ৯ ওভারে ৩৬/৫।
পঞ্চম ওভারে জোড়া ধাক্কা ভারতীয় ইনিংসে। মাত্র ২ বলের ব্যবধানে ফিরে গেলেন সঞ্জু স্যামসন (০) ও রুতুরাজ গায়কোয়াড় (১৪)। ৬.২ ওভারে ভারতের স্কোর ৩০/৪।
ভারতের দ্বিতীয় উইকেটের পতন। রমেশ মেন্ডিসের বলে ফিরলেন দেবদত্ত পড়িক্কল (১৫ বলে ৯ রান)। ভারতের স্কোর ৪ ওভারে ২৩/২।
দুষ্মন্ত চামিরার বলে কোনও রান না করেই আউট শিখর ধবন। ১ ওভারের শেষে ভারতের স্কোর ৫/১।
দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পাওয়া নভদীপ সাইনির পরিবর্তে খেলছেন সন্দীপ ওয়ারিয়র।
প্রেক্ষাপট
কলম্বো: টি-টোয়েন্টি ক্রিকেটে উত্তেজনার যাবতীয় রসদ নিয়েই আজ ভারত ও শ্রীলঙ্কার চলতি সিরিজের নির্ণায়ক ম্যাচ। এই ম্যাচ যে দল জিতবে, সেই দলই সিরিজ জিতবে। তিন ম্যাচের সিরিজের ফলাফল এখন ১-১।
গতকাল শ্রীলঙ্কা নাটকীয় ম্যাচে ৪ উইকেটে ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে। মঙ্গলবার ভারতীয় দলের অলরাউন্ডার ক্রুণাল পাণ্ড্যর কোভিড রিপোর্ট পজিটিভ আসে। এই ঘটনায় জোরাল ধাক্কা খেয়েছে ভারতীয় শিবির। সিরিজ থেকে ক্রুণাল ছিটকে গিয়েছেন। সেই সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সংস্পর্শে আসা আট ক্রিকেটারকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। স্বাভাবিকভাবেই তাঁরা গতকালের ম্যাচের মতো এদিনের ম্যাচেও খেলতে পারবেন না। ভারত এদিনের ম্যাচেও বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারকে প্রথম একাদশে রাখল। তরুণ ক্রিকেটারদের কাছে নিজেদের মেলে ধরার একটি ভালো সুযোগ এসেছে বলেই মত বিশেষজ্ঞদের।
অন্যদিকে, শ্রীলঙ্কার ক্রিকেট দল অধিনায়ক দাসুন শানাকার হাত ধরে হৃত গৌরব ফেরানোর চেষ্টা করছে। উল্লেখ্য, গতকাল সিরিজের দ্বিতীয় টি ২০ ম্যাচে ভারতকে চার উইকেটে হারিয়ে দিয়েছিল শ্রীলঙ্কা। ১৩৩ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কার ধনঞ্জয় ডি সিলভা ৪০ রানে অপরাজিত থাকেন। দলের আট খেলোয়াড় কোয়ারেন্টিনে থাকায় ভারতের হাতে ছিল মাত্র পাঁচ ব্যাটসম্যান। হার্দিক পাণ্ড্য, পৃথ্বী শ, সূর্যকুমার যাদব, মণীশ পাণ্ডে, ঈশান কিষাণ, যুজবেন্দ্র চাহাল, দীপক চাহার ও কে গৌতমকে কোয়ারেন্টিনে যেতে হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -