কলম্বো: এশিয়া কাপে (Asia Cup) তাঁরা ছিলেন গতবারের চ্যাম্পিয়ন। দাসুন শনাকাদের (Dasun Shanaka) সামনে ছিল খেতাব রক্ষার লড়াই। পাকিস্তানকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়ে সেই সম্ভাবনাও তৈরি করেছিলেন শনাকা, চারিথ আসালঙ্কারা।


কিন্তু ফাইনালে স্বপ্নভঙ্গ হল তাঁদের। ভারতের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয়। ১৫.২ ওভারে মাত্র ৫০ রানে শেষ হয়ে গেল শ্রীলঙ্কা। ৬.১ ওভারে যে রান হাসতে হাসতে তুলে ১০ উইকেটে ম্যাচ জিতেছে ভারত। 


একপেশে পরাজয়ের পর সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিলেন শনাকা। ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শ্রীলঙ্কার অধিনায়ক বলেছেন, 'আমি সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই। যাঁরা মাঠ ভরিয়েছিলেন। আমরা আপনাদের হতাশ করেছি। তার জন্য দুঃখিত। তবু এই নিঃশর্ত সমর্থনের জন্য কৃতজ্ঞ।'


ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন শনাকা। পাশাপাশি মুগ্ধতা দেখিয়েছেন মহম্মদ সিরাজ়ের বোলিং নিয়েও। শনাকার কথায়, 'সিরাজ় অনবদ্য বোলিং করেছে। আমার মনে হয়েছিল পিচ ব্যাটিংয়ের জন্য বেশ ভাল। তবে মেঘলা আবহাওয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমাদের জন্য দিনটা খুব খারাপ কেটেছে। আমাদের আরও ভাল টেকনিক দেকানো উচিত ছিল। ক্রিজে দাঁড়িয়ে পরে বরং হাত খুলে খেলা যেত।'


তবে হতাশার মধ্যেও ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন শনাকা। বলছেন, 'অনেক ইতিবাচক দিক রয়েছে। যেভাবে সাদিরা ও কুশল টুর্নামেন্টে স্পিনের বিরুদ্ধে ব্যাট করেছে, যেভাবে আসালঙ্কা ব্যাটিং করেছে। ভারতের পরিবেশে এরা অনেক রান করবে। খারাপ সময় কীভাবে কাটিয়ে উঠতে হয় আমরা জানি। ভাল দলদের হারিয়ে আমরা ফাইনালে উঠেছিলাম। সেটা দারুণ ব্যাপার। গত বছর দুয়েক ধরেই ভাল ক্রিকেট খেলছি আমরা।'


শ্রীলঙ্কার ইনিংস শেষ মাত্র ১৫.২ ওভারে। মাত্র ৫০ রানে। ৬.১ ওভারে কোনও উইকেট না হারিয়ে ভারতের লক্ষ্যপূরণ।


এশিয়া কাপের (Asia Cup) যে ফাইনাল নিয়ে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছিল, সেই ম্যাচের ফয়সালা হয়ে গেল মাত্র ২১.৩ ওভারে। এশিয়া কাপের ফাইনাল যে এত সংক্ষিপ্ত হতে পারে, তা কেউ অনুমান করতে পারেননি। এত একপেশে ফাইনাল দেখে হতবাক অনেকে। এমনকী, ক্রিকেটারেরাও।


শার্দুল ঠাকুর (Shardul Thakur) যেমন। রবিবারের ফাইনালে প্রথম একাদশে সুযোগ পাননি ভারতীয় পেসার। ম্যাচের শেষে শার্দুল জানিয়েছেন, চোখের পলক ফেলার আগেই ফয়সালা হয়ে গেল। ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে শার্দুল বলেছেন, 'চোখের পলক ফেলার আগেই ম্যাচ শেষ হয়ে গেল। এর চেয়ে ভাল আর কিছু হয় না। বুমরা শুরুটা দারুণ করে। আর তারপর অনবদ্য স্পেল সিরাজ়ের। ওর দিক থেকে দুর্দান্ত প্রয়াস। শেষ তিনটি উইকেট তুলে নিল হার্দিক। বোলারদের দুরন্ত পারফরম্যান্স।'


আরও পড়ুন: নায়ক সিরাজ়, ১০ উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে অষ্টমবারের জন্য এশিয়া সেরা ভারত


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial