কলম্বো: স্বপ্নের বোলিং স্পেলে এশিয়া কাপ ফাইনালে (Asia Cup 2023 Final) শ্রীলঙ্কাকে ধরাশায়ী করেছেন মহম্মদ সিরাজ় (Mohammed Siraj)। ২১ রানের বিনিময়ে ছয় উইকেট নিয়ে গড়েছেন একগুচ্ছ রেকর্ডও। তার দুরন্ত বোলিংয়ে ভর করেই মাত্র ৫০ রানে শ্রীলঙ্কাকে অল আউট করে দেয় ভারতীয় দল। ১০ জিতে নেয় ফাইনাল। স্বাভাবিকভাবেই তাঁকে ম্যাচের সেরা ঘোষণা করা হয়। এরপরেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিরাজের মানবিক মুখ ধরা পড়ল।


ম্যাচ সেরা হওয়ার পর তিনি নিজের পুরস্কারমূল্যর পুরোটাই মাঠকর্মীদের উদ্দেশে দান করেন। তিনি বলেন, 'এই পুরস্কারমূল্যের পুরোটাই মাঠকর্মীদের জন্য। ওদের ছাড়া তো এই টুর্নামেন্টটা আয়োজন করা সম্ভবই হবে না।' নিজের বোলিং স্পেল নিয়ে প্রশ্ন করা হলে সিরাজ় অকপটে মেনে নেন যে এটাই তাঁর কেরিয়ারের সেরা বোলিং স্পেন। 'অনেকদিন ধরেই ভাল বোলিং করছি আমি। তবে আজকে সব বল ঠিকানায় পড়েছে। এই পিচে তো বল সিম করেই তো আজ বল সুইংও করেছিল। সেই কারণেই ফুল লেংথে বল করছিলাম। দলের সকল ফাস্ট বোলারের মধ্যেই কিন্তু সম্পর্ক খুব ভাল। দলের জন্য এটা খুবই ভাল বিষয়' বলেন ভারতের তারকা ফাস্ট বোলার।


প্রসঙ্গত, সিরাজ মাঠকর্মীদের উদ্দেশে নিজের ম্যাচ সেরার পুরস্কারের অর্থ দান করার আগেই কিন্তু ক্যান্ডি ও কলম্বোর মাঠকর্মীদের জন্য পুরস্কারমূল্যের কথা ঘোষণা করেছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান জয় শাহ। তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় মাঠকর্মীদের কঠোর পরিশ্রমের জন্য ভারতীয় মুদ্রায় প্রায় ৪১.৫ লক্ষ টাকা আর্থিক পুরস্কারের কথা জানান। 


জয় শাহ নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই কথা ঘোষণা করে লেখেন, 'যারা প্রচারের আলো পায় না, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও শ্রীলঙ্কা ক্রিকেট গর্বের সঙ্গে কলম্বো ও ক্যান্ডির মাঠকর্মী ও পিচপ্রস্তুতকারকদের জন্য ৫০ হাজার আমেরিকান ডলারের পুরস্কারমূল্য ঘোষণা করছে।'


মাঠকর্মীদের খাটা খাটনি ফলেই যে এই টুর্নামেন্টটা আয়োজন করা সম্ভব হয়েছে, সেকথা মনে করিয়ে দিয়ে শাহ আরও লেখেন, 'ওদের কঠোর পরিশ্রম এবং দায়বদ্ধতার জেরেই এক অবিস্মরণীয় এশিয়া কাপ আয়োজন করা সম্ভব হয়েছে। দুরন্ত পিচ থেক সবুজ ঘাসে মোড়া আউটফিল্ড, দুরন্ত ক্রিকেটের জন্য মঞ্চটা প্রস্তুতই ছিল। ওরা যে ক্রিকেটের সাফল্য়ের জন্য কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তার স্বীকৃতি হিসাবেই এই পুরস্কারটা দেওয়া হচ্ছে। ওদের এই পরিশ্রম ও খাটা খাটনিকে সম্মান কুর্নিশ হোক।' 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: ১০ উইকেটে শ্রীলঙ্কাকে হেলায় হারিয়ে অষ্টমবার এশিয়াসেরা ভারত