দুবাই: এশিয়া কাপের (Asia Cup 2022) সুপার ফোরে আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নামবে ভারতীয় দল (IND vs SL Super 4)। রবিবার, ৪ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের সুপার ফোরের প্রথম ম্যাচে পাঁচ উইকেটে পরাজিত হয়েছিল টিম ইন্ডিয়া। এই হারের ফলে এশিয়া কাপের ফাইনালে ওঠার রাস্তা কঠিন হয়েছে রোহিত শর্মাদের। নিজেদের বাকি দুই ম্যাচে শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে হারাতেই হবে ভারতকে। তাই কার্যত মরণ বাঁচন ম্যাচে আজ দুবাইয়ে মাঠে নামবে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। এমন এক মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় দলে একাধিক বদল ঘটতে পারে।


একাদশে অক্ষরের সুযোগ 


রবীন্দ্র জাডেজা না থাকায় গত ম্যাচে বাধ্য হয়েই ভারতীয় দলে বেশ কিছু রদবদল করতে হয়েছিল। জাডেজার অনুপস্থিতিতে দীপক হুডাকে দলে সুযোগ দেওয়া হলেও, তিনি এক ওভারও বল করেননি। ব্যাট হাতেও আহামরি পারফর্ম করতে পারেননি হুডা। তাই তিনি সম্ভবত এই ম্যাচে বাদ পড়বেন। জাডেজার বদলি হিসাবে দলে ডাক পাওয়া অক্ষর পটেল (Axar Patel) দলে সুযোগ পেতে পারেন। তাঁর বাঁ-হাতি স্পিন বোলিং দলের আক্রমণে বৈচিত্র আনবে। তাই এই ম্যাচে তাঁর দলে সুযোগ পাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে।


অক্ষর সুযোগ পেলে আগের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলা দুই লেগ স্পিনারের একজনকে সম্ভবত বাইরে বসতে হবে। সেক্ষেত্রে যুজবেন্দ্র চাহাল ও রবি বিষ্ণোইয়ের মধ্যে একজনই একাদশে সুযোগ পাবেন। বিষ্ণোই আগের ম্যাচে বেশি ভাল বল করলেও, সম্ভবত অভিজ্ঞতাই প্রাধান্য পেতে চলেছে। তাই চাহালই একাদশে সুযোগ পাওয়ার ক্ষেত্রে এগিয়ে। এই স্পিন যুগলের একজনের বদলে দলে আসবেন এক ফাস্ট বোলার। গত ম্যাচে তৃতীয় পেসারের অভাব ভালই টের পেয়েছিল ভারত। হার্দিক পাণ্ড্য তৃতীয় পেসার হিসাবে চার ওভার বল করলেও, প্রচুর রান খরচ করেছেন তিনি।


পন্থ না কার্তিক?


অবশ্য খানিকটা বাধ্য হয়েই হার্দিককে তৃতীয় ফাস্ট বোলারের ভূমিকা পালন করতে হয়েছিল। কারণ আবেশ খান গত ম্যাচের জন্য চোটের কারণে উপলব্ধ ছিলেন না। তবে তিনি তাঁর হালকা চোট সারিয়ে মাঠে ফিরবেন বলে আশা করাই। তাই দলে তিনি সুযোগ পেতে পারেন। আগের ম্যাচে বাড়তি ব্যাটার হিসাবে হুডা সুযোগ পাওয়ায় দীনেশ কার্তিককে বাইরে বসতে হয়েছিল। এই ম্যাচেই কার্তিক ও ঋষভ পন্থের মধ্যে একজনই খেলবেন। এই বিষয়ে আগে থেকে বলাটা বেশ কঠিন। দুইজনের যে কেউই আজ ভারতের হয়ে খেলতে পারেন। তবে পন্থকে আরেকটা সুযোগ দিয়ে পরখ করে দেখে নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাই সম্ভাব্য দুই বদল করেই আজ লঙ্কাবধের উদ্দেশ্যে মাঠে নামতে পারে টিম ইন্ডিয়া।


আরও পড়ুন: মরণ বাঁচন ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি ভারত, কখন, কোথায় দেখবেন খেলা?