কলকাতা: ইডেনে ভারত ম্যাচ জিতলেও বিতর্ক তাড়া করল হার্দিক পাণ্ড্যকে (Hardik Pandya)। মাঠে কটূক্তি করলেন ভারতীয় অলরাউন্ডার। যা ধরা পড়ল স্টাম্প মাইক্রোফোনে। সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে সেই ভিডিও।


ঠিক কী হয়েছিল?


টস জিতে এদিন প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা। শ্রীলঙ্কা (Ind vs SL) ইনিংসের ১১তম ওভার শেষ হওয়ার পরের ঘটনা। ১১তম ওভারে বোলিং করেন হার্দিকই। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া একটা ফুটেজে দেখা গিয়েছে, তারপরই পিচের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় চিৎকার করে ডাগ আউটে থাকা কোনও সতীর্থের উদ্দেশে হার্দিক বলছেন, 'জল চাইছিলাম, আর তুমি ওখানে .... ..........'।


ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। হার্দিকের আচরণের তীব্র নিন্দা করেছেন নেটিজেনদের অনেকে। অনেকে লিখেছেন, হার্দিক বা জাতীয় দলে খেলা যে কোনও ক্রিকেটার তরুণ প্রজন্মের কাছে আদর্শ। তাঁরা এরকম আচরণ করলে মাঠে বসে বা টিভিতে খেলা দেখা বাচ্চারা কী শিখবে? এর আগেও কর্ণ জোহরের কফি উইথ কর্ণ শো-য়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন হার্দিক। সেবার তাঁর সঙ্গী ছিলেন কে এল রাহুলও। দুজনকে কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছিল। এমনকী, জাতীয় দল থেকে বাদও পড়েছিলেন। দুজনের বিরুদ্ধে তদন্ত হয়েছিল। পরে দুজনই ভুল স্বীকার করে নেন।


এবার ফের বিতর্কে জড়ালেন বঢোদরার অলরাউন্ডার। অনেকে যদিও বলেছেন যে, খেলার মাঠে এরকম হয়ে থাকে। অস্বাভাবিক কিছু নয়। তবু গরিষ্ঠ অংশের মত হচ্ছে, আরও সচেতন হওয়ার দরকার ছিল হার্দিকের। 


ভারতের জয়


রোহিত বৃহস্পতিবার ব্যাটে রান পেলেন না। মাত্র ১৭ করে ফিরলেন। আর রোহিতের মঞ্চে জ্বলে উঠলেন কে এল রাহুল। চাপের মুখে দুরন্ত হাফসেঞ্চুরি করলেন। ভারতকে জেতালেন ম্যাচ। ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে ওয়ান ডে সিরিজ জিতে গেল ভারত। এক ম্যাচ বাকি থাকতেই। রোহিতের হাতে ট্রফি ওঠা নিশ্চিত হয়ে গেল। যা দেখেশুনে ভারতীয় ক্রিকেট মহলের মত, কে বলেছে রোহিত ইডেন থেকে খালি হাতে ফিরছেন? আরও একটা ট্রফি যে পয়মন্ত মাঠেই নিশ্চিত করে ফেললেন ক্যাপ্টেন রোহিত।


টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দাসুন শনাকা। শ্রীলঙ্কার অধিনায়ক পরিচিত ছকেই হেঁটেছিলেন। কারণ, ইডেনে সাম্প্রতিক সময়ে প্রথমে ব্যাট করা দলই ম্যাচ জিতেছে। সেই কৌশলই নিতে চেয়েছিলেন শনাকা।


কিন্তু ভারতীয় বোলারদের দাপটে ধাক্কা খেল সেই পরিকল্পনা। ক্রিকেটকে আরও আকর্ষণীয় করে তুলতে টি-টেন ক্রিকেট চালু হয়ে গিয়েছে বিভিন্ন দেশে। ১০ ওভার করে ইনিংস খেলে দুই দল। বৃহস্পতিবার ইডেনে ১০.২ ওভার বাকি থাকতে গুটিয়ে গেল শ্রীলঙ্কা। ভারতের সামনে মাত্র ২১৬ রানের লক্ষ্য দিয়ে।


সকলে ধরেই নিয়েছিলেন যে, বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমন গিলরা যেরকম ফর্মে আছেন, তাতে লক্ষ্যপূরণ হওয়া খুব একটা কঠিন হবে না। কিন্তু কথায় আছে না, ক্রিকেট মহান অনিশ্চয়তার খেলা! তা নাহলে এত স্বল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৬১/৫ হয়ে যাওয়ার আর কীই বা ব্যাখ্যা থাকতে পারে?


ভারতের হাতে একজন মহম্মদ শামি আছেন। যিনি স্যুইংয়ের ওস্তাদ। একজন উমরন মালিক আছেন। যিনি নিয়মিত ঘণ্টায় ১৫৫ কিলোমিটার গতিতে বল করছেন। একজন কুলদীপ যাদব আছেন। যাঁর চায়নাম্যান স্পিন এখনও অনেকে কাছে রহস্য। শ্রীলঙ্কার বোলিং আক্রমণে সেরকম কোনও বড় নামই নেই। চামিকা করুণারত্নে, লাহিরু কুমারাদের আছে শুধু জেদ আর লাইন-লেংথে নিয়ন্ত্রণ। তা দিয়েই ভারতীয় ব্যাটিংয়ের টুঁটি চেপে ধরেছিলেন।


শেষরক্ষা করলেন রাহুল। চাপের মুখে ক্রিজ কামড়ে পড়ে রইলেন। এদিনের ১০৩ বলে ৬৪ রান সেঞ্চুরির চেয়ে কোনও অংশে কম নয়। শেষ পর্যন্ত অপরাজিত থেকে তিনি ম্যাচ বার করলেন। শেষ দিকে কুলদীপ যাদব ১০ বলে ডাকাবুকো ১০ রান করে ড্রেসিংরুমে হাসি ফোটালেন। ৪০ বল বাকি থাকতে ম্যাচ জিতে নিল ভারত। ম্যাচের সেরা হয়েছেন কুলদীপ।


হার্দিকের বিতর্কিত সেই ফুটেজ দেখতে নীচের লিঙ্কটি ক্লিক করুন:


স্টাম্প মাইক্রোফোনে ধরা পড়া হার্দিকের সেই কটূক্তি