মোহালি: সমগ্র ক্রিকেট বিশ্বকে হতচকিত করে অকালেই প্রয়াত হয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তী লেগ স্পিনার শেন ওয়ার্ন। এই মর্মান্তিক খবরে শোকস্তব্ধ ক্রিকেট মহল। মোহালিতে চলছে ভারত ও শ্রীলঙ্কার চলতি সিরিজের প্রথম টেস্ট। আজ টেস্টের দ্বিতীয় দিনে দুই দলের ক্রিকেটাররা শ্রদ্ধা জানালেন ক্রিকেটের বর্ণময় চরিত্র শেন ওয়ার্নকে। দিনের খেলা শুরুর আগে প্রয়াত ওয়ার্নের প্রতি শ্রদ্ধা জানাতে মাঠে এক মিনিট নীরবতা পালন করলেন ভারত  ও শ্রীলঙ্কার ক্রিকেটাররা। ওয়ার্নকে শ্রদ্ধা জানাতে এদিনে কালো ব্যান্ড পরে নেমেছেন দুই দলের ক্রিকেটাররা। এভাবে অস্ট্রেলিয়ার প্রয়াত প্রাক্তন ক্রিকেটার রডনি মার্শকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন ভারত ও শ্রীলঙ্কার খেলোয়াড়রা। গতকালই প্রয়াত হয়েছেন রডনি মার্শ ও শেন ওয়ার্ন। 
তাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়েছিলেন শেন ওয়ার্ন। সেখানেই মাত্র ৫২ বছর বয়সে মারা গেলেন তিনি।  ওয়ার্নের আকস্মিক প্রয়াণে ক্রিকেট মহলে নেমে এসেছে শোকের কালো ছায়া। সমগ্র ক্রিকেট বিশ্ব থেকেই আসছে শোকবার্তা। 


ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, শেন ওয়ার্নের প্রয়াণের খবর শুনে চূড়ান্ত বিধ্বস্ত। সমগ্র বিশ্ব ক্রিকেটের কাছেই এটি একটি অপূরণীয় ক্ষতি। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। সান্ত্বনা জানাচ্ছি তাঁর তিন সন্তান ও প্রিয়জনদের। 


ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি তাঁর শোকবার্তা বলেছেন, জীবন প্রকৃতই অনিশ্চিত। শেন ওয়ার্নের মৃত্যুর খবর অবিশ্বাস্য। আমি মর্মাহত।  


১৪৫ টেস্টে ৭০৮ উইকেট নিয়েছেন শেন ওয়ার্ন। ১৯৪ একদিনে আন্তর্জাতিক ম্যাচে তাঁর সংগ্রহ ২৯৩ উইকেট। আইপিএলের প্রথম সিজনে ওয়ার্নেই নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস।


৩০ বছর আগে ১৯৯২-এ প্রথম টেস্ট ম্যাচ খেলেছিলেন ওয়ার্ন। তারপর সারা বিশ্বের বিভিন্ন স্টেডিয়াম দেখেছে তাঁর ঘূর্ণি বোলিংয়ের শিল্প। ঝলমলে কেরিয়ারে একের পর এক রেকর্ড গড়েছেন তিনি। শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরনের পর দ্বিতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক ম্যাচে (টেস্ট ও একদিনের ম্যাচ মিলিয়ে) এক হাজার উইকেট সংগ্রহের কৃতিত্ব রয়েছে তাঁর দখলে। মুরলীধরন রেকর্ড ভাঙার আগে টেস্ট ক্রিকেট সর্বাধিক উইকেট সংগ্রহের রেকর্ড ছিল ওয়ার্নের দখলেই।