IND vs SL, 3rd T20: নায়ক শ্রেয়স, টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ ভারতের

IND vs SL, 3rd T20, HPCA Stadium: রবিবার ধর্মশালায় শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের নিয়মরক্ষার ম্যাচে নামছে ভারত। সিরিজ আগেই জিতে গিয়েছেন রোহিত শর্মারা। রবিবার হোয়াইটওয়াশের সুযোগ।

abp ananda Last Updated: 27 Feb 2022 10:21 PM
Ind vs SL Live: ৬ উইকেটে জয়ী ভারত

দুরন্ত হাফসেঞ্চুরি শ্রেয়স আইয়ারের। ১৬.৫ ওভারে জয়ের রান তুলে নিল ভারত। শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ রোহিত শর্মাদের।

Ind vs SL Live: ভারতের স্কোর ১৬ ওভারে ১৩৬/৪

৫ রান করে ফিরলেন বেঙ্কটেশ আইয়ার। ভারতের স্কোর ১৬ ওভারে ১৩৬/৪।

Ind vs SL Live: ১২ ওভারের শেষে ভারতের স্কোর ১০২/৩

২১ রান করে ফিরলেন দীপক হুডা। ১২ ওভারের শেষে ভারতের স্কোর ১০২/৩।

Ind vs SL Live: ১৮ রান করে ফিরলেন সঞ্জু

১৮ রান করে ফিরলেন সঞ্জু স্যামসন। ৭ ওভারের শেষে ভারতের স্কোর ৫৫/২।

Ind vs SL Live: ৫ রান করে ফিরলেন রোহিত

৯ বলে ৫ রান করে ফিরলেন রোহিত শর্মা। ২ ওভারের শেষে ভারত ৭/১।

Ind vs SL Live: ২০ ওভারে শ্রীলঙ্কা তুলল ১৪৬/৫

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে শ্রীলঙ্কা তুলল ১৪৬/৫। ৩৮ বলে ৭৪ রান করে অপরাজিত ছিলেন দাসুন শনাকা।

Ind vs SL Live: ১৫ ওভারে শ্রীলঙ্কার স্কোর ৭৮/৫

দীনেশ চাণ্ডিমলকে ফিরিয়েছেন হর্ষল পটেল। ১৫ ওভারে শ্রীলঙ্কার স্কোর ৭৮/৫।

Ind vs SL Live: বিষ্ণোইয়ের বলে ফিরলেন জেনিথ

রবি বিষ্ণোইয়ের বলে ফিরলেন জেনিথ লিয়ানাগে। ১০ ওভারের শেষে শ্রীলঙ্কা ৪৩/৪।

Ind vs SL Live: শ্রীলঙ্কার স্কোর ৭ ওভারে ২৪/৩

আবেশ খানের বলে ফিরলেন চরিথ আসালঙ্কা। শ্রীলঙ্কার স্কোর ৭ ওভারে ২৪/৩।

Ind vs SL Live: শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে শ্রীলঙ্কা

প্রথম ওভারেই ধনুষ্কা গুণতিলকাকে তুলে নিলেন মহম্মদ সিরাজ। পরের ওভারে পাথুম নিসাঙ্কাকে ফিরিয়ে দিলেন আবেশ খান। শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে শ্রীলঙ্কা।

Ind vs SL T20 Live: কারা খেলছেন ভারতের প্রথম একাদশে

ভারতের একাদশ: রোহিত শর্মা, সঞ্জু স্যামসন, শ্রেয়স আইয়ার, রবীন্দ্র জাডেজা, বেঙ্কটেশ আইয়ার, দীপক হুডা, হর্ষল পটেল, রবি বিষ্ণোই, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, আবেশ খান।

Ind vs SL Live: চোট পাওয়া ঈশান কিষাণকে খেলাচ্ছে না ভারত

চোট পাওয়া ঈশান কিষাণকে খেলাচ্ছে না ভারত। প্রথম একাদশে সুযোগ রবি বিষ্ণোই, মহম্মদ সিরাজ, আবেশ খান ও কুলদীপ যাদবকে।

প্রেক্ষাপট

ধর্মশালা: রবিবার ধর্মশালায় শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের নিয়মরক্ষার ম্যাচে নামছে ভারত। প্রথম দুই ম্যাচ জেতায় সিরিজ আগেই জিতে গিয়েছেন রোহিত শর্মারা। রবিবার জিতলে হোয়াইটওয়াশের সুযোগ ভারতের সামনে।


শনিবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে ১৮৩ রান তোলার পর মনে হয়েছিল, এই ম্যাচে সমস্যায় পড়তে পারে ভারতীয় ব্যাটিং (Ind vs SL)। পাহাড়ঘেরা ধর্মশালায় প্রবল ঠাণ্ডা। সঙ্গে স্যাঁতস্যাঁতে আবহাওয়া। বৃষ্টির ভ্রুকুটি। মনে করা হয়েছিল, রোহিত শর্মাদের (Rohit Sharma) সামনে হয়তো কঠিন পরীক্ষা অপেক্ষা করে রয়েছে।


কিন্তু সব উদ্বেগ উড়িয়ে ৭ উইকেটে ম্যাচ জিতে নিল ভারত। রীতিমতো দাপট দেখিয়ে। ১৭ বল বাকি থাকতে ম্যাচ জিতে নিল টিম ইন্ডিয়া। সেই সঙ্গে এক ম্যাচ বাকি থাকতে টি-টোয়েন্টি সিরিজও জিতে নিল ভারত। কাল, রবিবার সিরিজের শেষ ম্যাচ কার্যত নিয়মরক্ষার হয়ে দাঁড়াল।


ভারতের জয়ে সবচেয়ে বড় অবদান শ্রেয়স আইয়ারের। যিনি টেস্ট অভিষেকে নজর কেড়েও প্রথম একাদশ থেকে বাদ পড়েছিলেন। কলকাতা নাইট রাইডার্স তাঁকে আইপিএলে নেতৃত্বের দায়িত্ব দিয়েছে। কিন্তু জাতীয় টি-টোয়েন্টি দলে নিয়মিত সুযোগই পাচ্ছিলেন না। শনিবার যেন সব অপ্রাপ্তি কড়ায় গণ্ডায় পুষিয়ে নিলেন মুম্বইয়ের ব্যাটার। ৪৪ বলে ৭৪ রান করে অপরাজিত রইলেন। তাঁর ইনিংসে ছিল ৬টি চার ও ৪টি ছক্কা।


শ্রেয়সকে যোগ্য সঙ্গত করলেন সঞ্জু স্যামসন (২৫ বলে ৩৯ রান) ও রবীন্দ্র জাডেজা (১৮ বলে ৪৫ অপরাজিত)। শ্রীলঙ্কার বোলারদের সাধারণ স্তরে নামিয়ে আনলেন ভারতের ব্যাটাররা। যার প্রতিফলন স্কোরকার্ডে।


ধর্মশালায় ভারত- শ্রীলঙ্কা দ্বিতীয় টি-২০ ম্যাচে শ্রীলঙ্কার বোলার লাহিরু কুমারের বাউন্সারে মাথায় আঘাত পান ভারতীয় ব্যাটসম্যান ঈশান কিষান। চোট পাওয়ার পরই কিষাণকে সিটি স্ক্যানের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক রিপোর্টে বলা হয়েছে সতর্কতামূলক সব ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁকে জেনারেল ওয়ার্ডেই রাখা হয়েছিল। একই সঙ্গে শ্রীলঙ্কার দিনেশ চান্দিমালও আহত হয়ে একই হাসপাতালে ভর্তি রয়েছেন। রবিবার ঈশানকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে। তবে রবিবারের ম্য়াচে তিনি খেলবেন না।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.