বেঙ্গালুরু: তাঁর মারমুখি ব্যাটিং নিয়ে অনেক ক্রিকেট বিশেষজ্ঞই প্রশ্ন তুলেছেন। টেস্টে, টি-টোয়েন্টি বা ওয়ান ডে সব ফর্ম্যাটেই একই ধরনের ব্য়াটিং নিয়ে পন্থকে প্রশ্নের মুখেও পড়তে হয়েছে। কিন্তু টিম ম্যানেজম্যান্ট যদিও দিল্লির তরুণ ব্যাটারকে এই নিয়ে বারবার ব্যাক করেছে। সদ্য টেস্টে ভারতীয় ব্য়াটারদের মধ্যে দ্রুততম অর্ধশতরানের ইনিংস খেলেছেন পন্থ। ২৮ বলে অর্ধশতরান করেছেন শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে। পন্থের ব্য়াটিংয়ে মজে জশপ্রীত বুমরাও। 


এই সিরিজ বুমরার কাছেও ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথমবার টেস্টে সহ অধিনায়ক হিসেবে মাঠে নেমেছেন। নিজে বল হাতে ৫ উইকেটও তুলে নিয়েছেন। তবে বুমরার মুখে শুধুই পন্থের ব্যাটিং তাণ্ডবের গল্প। তারকা পেসার বলেন, ''সবাই একই রকম আগ্রাসন নিয়ে খেলতে পারে না। আমার মনে হয় পন্থ নিজের ক্ষমতা সম্পর্কে ভীষণভাবে ওয়াকিবহাল। ঠিক সেটাই করছে ওঁ।''


বুমরা আরও বলেন, ''ওঁ প্রতিদিন আরও বেশি করে পরিণত হয়ে উঠছে। প্রত্য়েকের খেলার ধরণ একইরকম হতে হবে, এটা কখনও ভাবা ঠিক নয়। ওঁ একটু আক্রমণাত্মক খেলতে পছন্দ করে। তাই সেভাবেই ব্যাট করে ওঁ। কিন্তু এরমধ্যেও প্রতিদিন শিখছে। ভাল পারফর্ম করছে।'' উল্লেখ্য, কপিল দেব এর আগে ১৯৮২ সালে পাকিস্তানের বিরুদ্ধে ৩০ বলে টেস্টে অর্ধশতরান হাঁকিয়েছিলেন। তাঁকেই টপকে গেলেন ঋষভ পন্থ।


প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে দেশের মাটিতে নজির গড়ে ফেলেছেন জশপ্রীত বুমরা। মোট ১০ ওভার বল করে ৪টি মেডেনসহ ২৪ রান দিয়ে ৫টি উইকেট তুলে নিয়েছেন বুমরা। 


এদিকে, গোলাপি বলে টেস্ট জয়ের হাতছানি ভারতের সামনে। মাত্র দু'দিনের মধ্যে শ্রীলঙ্কাকে কোণঠাসা করে ফেলেছেন রোহিত শর্মারা। এখনও শ্রীলঙ্কার চেয়ে ৪১৮ রানে এগিয়ে ভারত। দ্বিতীয় ইনিংসে এক উইকেট হারিয়ে বসেছে সফরকারী দল। স্কোরবোর্ডে যোগ হয়েছে মাত্র ২৮ রান। অলৌকিক কিছু না হলে এখান থেকে শ্রীলঙ্কার ম্যাচ বাঁচানো কার্যত অসম্ভব।


গোলাপি বলের টেস্টে শ্রীলঙ্কাকে কোণঠাসা করে ফেলেছে ভারত (Ind vs SL)। রোহিত শর্মাদের (Rohit Sharma) প্রথম ইনিংসে ২৫২ রানের জবাবে মাত্র ১০৯ রানে শেষ হয়ে গিয়েছিল শ্রীলঙ্কার প্রথম ইনিংস। দ্বিতীয় ইনিংসে রবিবার ৩০৩/৯ স্কোরে ডিক্লেয়ার দেয় ভারত। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে শ্রীলঙ্কার স্কোর ২৮/১।