কলম্বো: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে নামার আগে শিখর ধবনকে নিয়ে মুখ খুললেন পৃথ্বী শ। লঙ্কা সিরিজে ধবনের সঙ্গে ওপেনিংয়ে নামতে দেখা যেতে পারে পৃথ্বীকে। ২ জনেই দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন তিন মরসুম। আমিরশাহিতে আইপিএল খেলার সময়ও একসঙ্গে খেলতে দেখা গিয়েছে তাঁদের। এবার আগামী ১৮ জুলাই থেকে শুরু হতে চলা ভারত- শ্রীলঙ্কা ওয়ান ডে সিরিজেও ফের ইনিংসের গোড়াপত্তন করতে দেখা যাবে হয়ত এই জুটিকে। 


ধবনের সঙ্গে নিজের খেলার অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে পন্থ বলেন, 'দিল্লি ক্যাপিটালসের জার্সিতে আমরা আমরা একসঙ্গে খেলেছি এর আগে। শিখর ভাইয়ের সঙ্গে এর আগে থেকেই পরিচয় ছিল। দুজনের মধ্যে বেশ ভাল বন্ধুত্ব রয়েছে। কিন্তু ওপেনিংয়ে একসঙ্গে খেলার সুবাদে আমাদের মধ্যে দুর্দান্ত বন্ডিং হয়েছে। কারণ আমাদের মধ্যে অফ ফিল্ডেও দারুণ সম্পর্ক রয়েছে। আমরা ডাইনিং টেবিলেও একসঙ্গে সময় কাটিয়েছি অনেক।'


পৃথ্বী আরও বলেন, 'আমাদের মধ্যে প্রচুর কথা হয়। তার জন্য সেই বন্ডিং মাঠেও দেখা গিয়েছে। ক্রিকেট নিয়ে প্রচুর কথা হয় আমাদের। মাঠের মধ্যে হোক বা মাঠের বাইরে। শিখর ভাইয়ের সঙ্গে কথা বলতে, ব্যাটিং করতে সবসময় ভাল লাগে। আমি ভীষণভাবে উপভোগ করি।'


শিখর ধবনের নেতৃত্বে শ্রীলঙ্কা সফরে গিয়েছে ভারতীয় দল। সেখানে তিনটি ওয়ান ডে ম্যাচের সিরিজ ও তিনটে টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে ভারত। সেই দলে একাধিক তরণ ক্রিকেটারকে দেখা যাবে। প্রথমবার যারা জাতীয় দলের স্কােয়াডে সুযোগ পেয়েছেন এমনও রয়েছেন। তার মধ্যে রয়েছেন নীতিশ রানা, চেতন সাকারিয়া, বরুণ চক্রবর্তী, দেবদত্ত পাড়িক্কাল, কৃষ্ণাপ্পা গৌতমের মতো প্লেয়ার। 


ভারত ও শ্রীলঙ্কার তিন ম্যাচের একদিনের সিরিজ আগামী ১৩ জুলাই শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সিরিজ শুরুর আগেই করোনার থাবা বসায় শ্রীলঙ্কা শিবিরে। দলের  কয়েকজন সাপোর্ট স্টাফের করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছিল। ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার সহ শ্রীলঙ্কা ক্রিকেট দলের সাপোর্ট স্টাফের দুজন করোনা আক্রান্ত হয়েছিলেন। গ্র্যান্ট ফ্লাওয়ার ছাড়াও করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছিল দলের অ্যানালিস্ট নিরোসনের।