পাল্লেকেলে: শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচও জিতে নিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ১০ উইকেটে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরে নিল তারা। ওপেনিংয়ে দুর্দান্ত ১৭৪ রানের পার্টনারশিপ গড়লেন স্মৃতি মন্ধানা ও শেফালি ভার্মা। তবে দুরন্ত বোলিংয়ের সুবাদে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন রেনুকা সিংহ। তিনি একাই প্রতিপক্ষের ৪ উইকেট তুলে নেন। 


১৭৩ রানে আটকে গেল শ্রীলঙ্কা


টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর। লঙ্কা ক্যাপ্টেন আটাপাট্টু ২৭ রান করেন। এছাড়া লঙ্কা শিবিরের হয়ে ৪৭ রান করেন আমা কাঞ্চনা ও ৩২ রান করে নীলাক্ষী ডি সিলভা। নিজের ১০ ওভারে স্পেলে মাত্র ২৮ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন রেনুকা সিংহ। দিনের প্রথম ওভারেই শ্রীলঙ্কা ওপেনার হাসিনি পেরেরাকে ফিরিয়ে দেন রেনুকা। কোনও রান না করেই প্য়াভিলিয়নে ফেরেন হাসিনি। এরপর পঞ্চম ওভারে আবার লঙ্কা শিবিরে আঘাত হানেন রেনুকা। আরেক ওপেনারকে ফিরিয়ে দেন তিনি। ২টো করে উইকেট পান মেঘনা সিংহ ও দীপ্তি শর্মা। শেষ পর্যন্ত ৫০ ওভারে ১৭৩ রানেই অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। পিচে থেকে এদিন সাহায্য পাচ্ছিলেন ভারতীয় বোলাররা। 


স্মৃতি, শেফালির ঝোড়ো ব্য়াটিং


জবাবে ব্য়াট করতে নেমে শুরু থেকেই মারকাটারি মেজাজে ব্যাটিং শুরু করেন ভারতের স্মৃতি মন্ধানা ও শেফালি ভার্মা। স্মৃতি ছিলেন একটু বেশিই দাপুটে মেজাজে। তিনি ৮৩ বলে ৯৪ রান করে অপরাজিত থাকেন। নিজের ইনিংসে ১১টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান তিনি। অন্যদিকে শেফালি ৭১ বলে ৭১ রান করে অপরাজিত থাকেন। তিনি নিজের ইনিংসে ৪টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকিয়েছিলেন। মাত্র ২৫.৪ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারতীয় মহিলা ক্রিকেট দল।


উল্লেখ্য, মিতালি রাজ অবসর নেওয়ার পর প্রথম ওয়ান ডে সিরিজ খেলতে নেমেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। আর প্রথম সিরিজেই জয় হাসিল করে নিল তারা। এবার শুধু বাকি নিয়মরক্ষার ম্যাচ।


আরও পড়ুন: ''কেরিয়ারের সবচেয়ে অন্ধকারময় সময়'', ট্যুইটারে বিরাটকে নিয়ে হাজারো প্রশ্ন