পোর্ট অফ স্পেন: ইংল্যান্ডকে ওয়ান ডে সিরিজে মাত দিয়ে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলতে নেমেছে ভারতীয় দল (Indian Cricket Team)। রোহিত শর্মা, যশপ্রীত বুমরা, বিরাট কোহলিদের অনুপস্থিতিতে এই সিরিজে টিম ইন্ডিয়ার নেতা শিখর ধবন (Shikhar Dhawan)। শুক্রবার (২২ জুলাই) প্রথম ওয়ান ডে ম্যাচে (IND vs WI 1st ODI) সত্যিই অধিনায়কোচিত এক ইনিংস খেললেন ধবন।


ওপেনিংয়ে দারুণ শুরু


টসে হেরে প্রথমে ব্যাট করতে বাধ্য হয় টিম ইন্ডিয়া। রোহিত, রাহুলের অনুপস্থিতিতে এদিন তরুণ শুভমন গিলকে সঙ্গী করে ওপেনিংয়ে নামেন ধবন। দুরন্ত আগ্রাসী ব্যাটিংয়ে দুই ওপেনার ১০৬ বলে ১১৯ রানের পার্টনারশিপ গড়েন। তবে বোঝাপড়ার অভাবে গিল ৬৪ রানে রান আউট হয়ে গেলেও, ধবন কিন্তু ক্রিজ ছাড়েননি। দ্বিতীয় উইকেটে শ্রেয়স আইয়ারকে সঙ্গে নিয়ে ৯৪ রান যোগ করেন তিনি। ঠিক যখন মনে হচ্ছিল নিশ্চিত ১৮তম ওয়ান ডে শতরানটা করেই ফেলবেন ধবন, তখনই আউট হতে হয় তাকে।


১০টি চার ও তিনটি ছক্কার সুবাদে কুইন্স পার্ক ওভালে ৯৯ রানের ইনিংসে ধবন, শতরানের থেকে তিন কম ৯৭ রানে আউট হন। অল্পের জন্য এক দারুণ শতরান হাতছাড়া হয় তার। তবে অর্ধশতরান করেই ভারতীয় অধিনায়ক হিসাবে নজির গড়ে ফেললেন দিল্লির ওপেনার। ৩৬ বছর ২২৯ দিনে অর্ধশতরান করে ধবন ভারতীয় অধিনায়ক হিসাবে ওয়ান ডেতে সবচেয়ে বেশি বয়সে শতরান করার রেকর্ড নিজের নামে করে ফেললেন।


পিছনে ফেললেন আজহার, ধোনিদের


এতদিন এই রেকর্ড ছিল মহম্মদ আজহারউদ্দিনের দখলে। তিনি ১৯৯৯ সালে ৩৬ বছর ১২০ দিনে ভারতকে নেতৃত্ব দিয়ে অর্ধশতরান করেছিলেন। এই তালিকায় তিনে রয়েছেন সুনীল গাওস্কর। চারে মহেন্দ্র সিংহ ধোনি। ইংল্যান্ড সফরে অর্ধশতরান করে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও এই তালিকায় পাঁচ নম্বরে নিজের জায়গা করে নিয়েছেন। তিনি ৩৫ বছর ৭৩ দিনে ভারতীয় অধিনায়ক হিসাবে ৫০ ওভারের ক্রিকেটে অর্ধশতরান করেছেন।


আরও পড়ুন: সেঞ্চুরি ওপেনিং পার্টনারশিপ, বড় স্কোরের পথে ভারত