IND vs WI, 1st ODI Live: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে ৩ রানে জয় ধবন বাহিনীর
IND vs WI, 1st ODI, Queen Park Oval Stadium: সিরিজের আগে আত্মবিশ্বাসে ফুটছে ভারতীয় শিবির। ইংল্যান্ডকে ওয়ান ডে সিরিজে ২-১ হারিয়ে এসেছে ভারত। টি-টোয়েন্টি সিরিজেও ইংল্যান্ডকে হারিয়েছে টিম ইন্ডিয়া।
৩০৫ রানে শেষ ক্যারিবিয়ানদের ইনিংস। প্রথম ওয়ান ডে ম্যাচে জয় ভারতের।
কাইল মেয়ার্সকে ব্যক্তিগত ৭৫ রানের মাথায় ফেরালেন শার্দুল ঠাকুর। শামার ব্রুকসকে ৪৬ রানে ফেরালেন শার্দুল ঠাকুর। ২৮ ওভারের শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১৪৬/৩। ২২ ওভারে আর ১৬৩ রান চাই ওয়েস্ট ইন্ডিজের।
২৩ ওভারের শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর এক উইকেটে ১৩১।
১৫ ওভারের শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৮৮/১।
ওয়েস্ট ইন্ডিজ শিবিরকে প্রথম ধাক্কা মহম্মদ সিরাজের। ৭ রানে ফেরালেন শাই হোপকে। ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৪.৫ ওভারে ১৬/১।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন গুদাকেশ মোতি ও আলজারি জোসেফ।
৫০ ওভারের শেষে ভারত তুলল ৩০৮/৭। দীপক হুডা ২৭ ও অক্ষর পটেল ২১ রান করলেন।
৪৪ ওভারের শেষে ভারতের স্কোর ২৫৮/৫।
৫৭ বলে ৫৪ রান করে ফিরলেন শ্রেয়স আইয়ার। ৩৭ ওভারের শেষে ভারতের স্কোর ২৩৫/৩।
৯৭ রান করে আউট হয়ে গেলেন শিখর ধবন। ভারতের স্কোর ২১৩/২।
৩১.৩ ওভারে ২০০ রানে পৌঁছে গেল ভারত। সেঞ্চুরির দোরগোড়ায় শিখর ধবন।
২৬ ওভারের শেষে ভারতের স্কোর ১৫৬/১। ক্রিজে শিখর ধবন ও শ্রেয়স আইয়ার।
৫৩ বলে হাফসেঞ্চুরি শিখর ধবনের। ৫৩ বলে ৬৪ রান করে রান আউট হলেন শুভমন গিল। ১৮ ওভারের শেষে ভারতের স্কোর ১২০/১।
১৪ ওভারে ১০০ রান সম্পূর্ণ করল ভারত। ঝকঝকে হাফসেঞ্চুরি শুভমন গিলের।
৯ ওভারের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৬৪ রান। ২৮ রানে অপরাজিত শিখর ধবন, শুভমন গিল ৩২ রান করে ক্রিজে।
৩ ওভারের শেষে ভারতের স্কোর ২৯/০। ক্রিজে শুভমন গিল (১৬ নঃ আঃ) ও শিখর ধবন (৯ নঃ আঃ)।
আশঙ্কাই সত্যি হল। হাঁটুর চোটের জন্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুক্রবার মাঠে নামতে পারলেন না রবীন্দ্র জাডেজা। ভারতীয় দল থেকে জানানো হল, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দুই ওয়ান ডে ম্যাচে খেলতে পারবেন না সৌরাষ্ট্রের অলরাউন্ডার।
ভারতের প্রথম একাদশ: শিখর ধবন (অধিনায়ক),শুভমন গিল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), দীপক হুডা, অক্ষর পটেল, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ।
প্রেক্ষাপট
পোর্ট অফ স্পেন: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারত (Ind vs WI)। যার প্রথম ম্যাচ শুক্রবার, ২২ জুলাই। ম্যাচ শুরু ভারতীয় সময় সন্ধ্যা ৭টায়।
এই সিরিজের আগে আত্মবিশ্বাসে ফুটছে ভারতীয় শিবির (Team India)। ইংল্যান্ডকে ওয়ান ডে সিরিজে ২-১ হারিয়ে এসেছে ভারত। টি-টোয়েন্টি সিরিজেও ইংল্যান্ডকে হারিয়েছে টিম ইন্ডিয়া। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ০-৩ ব্যবধানে ওয়ান ডে সিরিজ হেরে ভারতের বিরুদ্ধে মাঠে নামছে। স্বাভাবিকভাবে চাপে থাকবেন নিকোলাস পুরানরা।
রেকর্ডও ভারতের পক্ষে। চলতি বছরের গোড়ায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলেছিল ভারত। ওয়ান ডে ও টি-টোয়েন্টি, দুই সিরিজেই ক্যারিবিয়ান শিবিরকে ৩-০ ব্যবধানে বিধ্বস্ত করেছিল টিম ইন্ডিয়া।
ভারত ও ওয়েস্ট ইন্ডিজ এখনও পর্যন্ত ১৩৬টি ওয়ান ডে ম্যাচে মুখোমুখি হয়েছে। ৬৭টি ম্যাচে জিতেছে ভারত। ৬৩ ম্যাচে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ৬টি ম্যাচ অমীমাংসিত ছিল। গত চার বছরে দুই দল ১৫টি ওয়ান ডে খেলেছে। ভারত জিতেছে ১১টিতে, ওয়েস্ট ইন্ডিজ জয়ী মাত্র ২ ম্যাচে।
দুই দলের ওয়ান ডে দ্বৈরথে সবচেয়ে বেশি রান বিরাট কোহলির। ২২৬১ রান রয়েছে তাঁর। দুই দেশের ওয়ান ডে লড়াইয়ে ৪৪ উইকেট রয়েছে কোর্টনি ওয়ালশের। তিনিই উইকেটপ্রাপকদের মধ্যে সেরা। ২০১১ সালে বীরেন্দ্র সহবাগের করা ২১৯ রান দুই দলের ওয়ান ডে দ্বৈরথে সর্বোচ্চ ব্যক্তিগত রান। ১৯৯৩ সালে হিরো কাপে অনিল কুম্বলের ১২ রানে ৬ উইকেট দুই দলের ওয়ান ডে দ্বৈরথে সেরা বোলিং পরিসংখ্যান।
ভারত এই সিরিজে বিরাট কোহলি, রোহিত শর্মা-সহ একাধিক তারকাকে বিশ্রাম দিয়েছে। অধিনায়কত্ব করবেন শিখর ধবন।
ধবন বলছেন, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তুরুপের তাস হতে পারেন দলের তরুণরা। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে একটি ভিডিও ট্যুইট করা হয়েছে। যে ভিডিওতে ধবন বলেছেন, 'আমরা এই সফর উপভোগ করব। ওয়েস্ট ইন্ডিজের পরিবেশ ও আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন। তবে আমি মনে করি ছেলেরা ভালভাবে তৈরি হয়ে গিয়েছে। ওরা শুধু সুযোগের অপেক্ষায় রয়েছে তাই নয়, প্রস্তুতিও সেরে রেখেছে।'
ধবন যোগ করেছেন, 'এই সিরিজে দলের যে তরুণরা রয়েছে তারা কিন্তু পরিণত। ওয়েস্ট ইন্ডিজে খেলার সুযোগ পাবে। আইপিএলেও ভাল খেলেছে। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে আমাদের সিরিজটা ভালই কাটবে বলে আশাবাদী। ইংল্যান্ডে দারুণ একটা সিরিজ জিতে আসছি। তবে সবাই নিজেদের সেরাটা দিতে পারেনি।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -