পোর্ট অফ স্পেন: শুক্রবার ওয়েস্ট ইন্ডিজ বোলারদের নিয়ে ছেলেখেলা করলেন ভারতের দুই ওপেনার। শিখর ধবন (Shikhar Dhawan) ও শুভমন গিল (Shubman Gill) মাত্র ১৭.৪ ওভারে ১১৯ রান যোগ করলেন। বলের হিসাবে ধরলে ১০৬ বলে ১১৯ রান যোগ করেন দুজনে।


এই নিয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে মোট পাঁচবার ওয়ান ডে দ্বৈরথে ওপেনিং পার্টনারশিপে একশো বা তার বেশি রান যোগ করল ভারত। মজার ব্যাপার হচ্ছে, এর মধ্যে চারটি পার্টনারশিপেই একজন ওপেনার ছিলেন শিখর ধবন। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য হল, এই পাঁচটি সেঞ্চুরি ওপেনিং পার্টনারশিপই হয়েছে পোর্ট অফ স্পেনের কুইন্স পার্ক ওভাল মাঠে।


১৯৯৭ সালে পোর্ট অফ স্পেনে সচিন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায় অবিচ্ছেদ্য ওপেনিং জুটিতে ১১৬ রান যোগ করেছিলেন। সেই প্রথম ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে কোনও ভারতীয় ওপেনিং জুটির ওয়ান ডে-তে একশোর বেশি রান যোগ করার নজির তৈরি হয়।


এরপর দীর্ঘ প্রায় ১৬ বছরের বিরতি। ২০১৩ সালে শিখর ধবন ও রোহিত শর্মা ওপেনিং জুটিতে ১২৩ রান যোগ করেছিলেন। সেটাও পোর্ট অফ স্পেনেই। ২০১৭ সালে শিখর ধবন ও অজিঙ্ক রাহানে ওপেনিং পার্টনারশিপে ১৩২ রান যোগ করেন। সেটাই এখনও পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়ান ডে-তে ওপেনিং জুটিতে ভারতের সর্বোচ্চ স্কোর।


 




সে বছরই ওপেনিং জুটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১১৪ রান তুলেছিল ভারত। ইনিংস ওপেন করেছিলেন ধবন ও রোহিতই। তারপর শুক্রবার, ২২ জুলাই, ২০২২। ধবন ও গিল যোগ করলেন ১১৯ রান।


আরও পড়ুন: বঙ্গভূষণ প্রাপ্তির খবর পাওয়ার দিন তিক্ততার কথা আর ভাবতে চান না ঋদ্ধিমান