IND Vs WI, 1st ODI Live : কুলদীপ-জাদেজার ঘূর্ণির পর ইশানের ব্যাট, ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারাল ভারত

IND Vs WI 1st ODI Live Updates : ওয়ান ডে সিরিজেও তাঁরা ফেভারিট হিসাবে মাঠে রোহিত শর্মারা (Rohit Sharma)। তারা কি পারবেন ক্যারিবিয়ানদের বিরুদ্ধে নিজেদের দাপট অব্যাহত রাখতে ?

ABP Ananda Last Updated: 27 Jul 2023 11:26 PM
IND Vs WI 1st ODI Live Updates : তিন ম্যাচের সিরিজে ১-০ লিড ভারতের

টেস্ট সিরিজ জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে একদিনের আন্তর্জাতিকের সিরিজেও ভাল শুরু ভারতের। তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল রোহিত ব্রিগেড।

IND Vs WI Live : ৫ উইকেটে জিতল ভারত

২২.৫ ওভারে জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে গেল ভারত। ৫ উইকেটে সহজেই ম্যাচ জিতলেন রোহিতরা।

IND Vs WI 1st ODI Live Updates : ১০০ রানের গণ্ডি টপকে গেল ভারত

১০০ রানের গণ্টি টপকে গেল ভারত। ২০ ওভারের শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ১০৭ রান।

IND Vs WI Live : অর্ধশতরান করে ফিরলেন ইশান কিশান

হাফ সেঞ্চুরি করে সাজঘরে ফিরলেন ইশান কিষাণ (৫২)। ১৭ ওভারের শেষে ৪ উইকেট হারিয়ে ভারতের স্কোর ৯৬ রান।

IND Vs WI 1st ODI Live Updates : সাজঘরে ফিরলেন সূর্য

সাজঘরে ফিরলেন সূর্যকুমার যাদব (১৯)। ১১ ওভারের শেষে ২ উইকেটে ৫৪ রান ভারতের। 

IND Vs WI Live : ৫০ রান টপকাল ভারত

৫০ রানের গণ্ডি টপকাল ভারত। ১০ ওভারের শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৫০ রান।

IND Vs WI 1st ODI Live Updates : আউট শুবমন

সাজঘরে ফিরে গেলেন শুবমন গিল (৭)। ৪ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ১৮ রান। 

IND Vs WI Live : মাত্র ৮ ওভারে শেষ ৬ উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ, ৩ ওভারে ৪ উইকেট কুলদীপের

মাত্র ৮ ওভারে শেষ ৬ উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ, ৩ ওভারে ৪ উইকেট কুলদীপের

IND Vs WI 1st ODI Live Updates : ব্যাটিং বিপর্যয়, ১১৪ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ

ব্যাটিং বিপর্যয়, ১১৪ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ। কুলদীপ যাদবের ৪ উইকেট, ৩ উইকেট রবীন্দ্র জাদেজার।

IND Vs WI Live : জাদেজার শিকার হেটমায়ার

শিমরন হেটমায়ারকে (১১) সাজঘরে ফেরালেন রবীন্দ্র জাদেজা। ১৬ ওভারের শেষে ৪ উইকেটে ৯২ রান ওয়েস্ট ইন্ডিজের। 

IND Vs WI 1st ODI Live Updates : ১৫ ওভারের শেষে ক্যারিবিয়ানদের ৩ উইকেটে ৮৭ রান

১৫ ওভারের শেষে ক্যারিবিয়ানদের ৩ উইকেটে ৮৭ রান। ক্রিজে রয়েছেন সাই হোপ (অপরাজিত ২৬) ও সিমরন হেটমায়ার ( অপরাজিত ১১)।

IND Vs WI Live : ১১ ওভারের শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৩ উইকেটে ৫৪ রান

১১ ওভারের শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৩ উইকেটে ৫৪ রান

IND Vs WI 1st ODI Live Updates : অভিষেকে মুকেশের ঝুলিতে উইকেট

একদিনের আন্তর্জাতিকে অভিষেকেই উইকেট মুকেশ কুমারের। অ্যালিক আথাজানেকে (২২) সাজঘরে ফেরালেন তিনি। ৮ ওভারে ২ উইকেটে ৪৫ রান ওয়েস্ট ইন্ডিজের।

IND Vs WI 1st ODI Live Updates : আউট কাইল মায়ার্স

কাইল মায়ার্সকে (২) সাজঘরে ফেরালেন হার্দিক পাণ্ড্য। ৩ ওভারের শেষে ১ উইকেটে ৭ রান ওয়েস্ট ইন্ডিজের।

IND Vs WI Live : মেডেন দিয়ে শুরু মুকেশের

একদিনের ক্রিকেটে অভিষেক ম্যাচে মেডেন ওভার দিয়ে শুরু মুকেশের

IND Vs WI 1st ODI Live Updates : কী দল ভারতের ?

অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ওপেন করবেন শুবমন গিল। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ভারতীয় দলে বিরাট কোহলি, ইশান কিষাণ (উইকেট কিপার), হার্দিক পাণ্ড্য, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, উমরান মালিক ও মুকেশ কুমার (অভিষেক)।

IND Vs WI Live : টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত রোহিতের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত রোহিত শর্মার। জাতীয় দলের জার্সিতে একদিনের আন্তর্জাতিক ম্যাচে অভিষেক মুকেশ কুমারের।

প্রেক্ষাপট

ভারত-ওয়েস্ট ইন্ডিজ়ের তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ (IND vs WI ODI) শুরু হচ্ছে আজ। তিন ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচ আয়োজিত হবে বার্বাডোজে। দ্বিতীয় টেস্ট বৃষ্টিতে ভেস্তে গেলেও, প্রথম ম্যাচ জয়ের সুবাদে লাল বলের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। বিশেষজ্ঞদের মতে ওয়ান ডে সিরিজেও তাঁরা ফেভারিট হিসাবে মাঠে নামবে। রোহিত শর্মারা (Rohit Sharma) কি পারবেন ক্যারিবিয়ানদের বিরুদ্ধে নিজেদের দাপট অব্যাহত রাখতে ?


বিশ্বকাপ তো বটেই, তার আগে এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টও খেলবে ভারতীয় দল। সেই সিরিজের আগে দলের ভারসাম্য যাচাই করে নেওয়ার, তরুণদের সুযোগ দেওয়ার জন্য ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার কথাতেও এই প্রসঙ্গ উঠে এসেছে। তিনি বলেন,  'এই দলে অনেক তরুণ ক্রিকেটাররা রয়েছে, যারা একেবারেই হাতেগোনা কয়েকটা ম্যাচ খেলেছে। ওদেরকে এই সিরিজে পরখ করে দেখার সুযোগ রয়েছে। ওদের ভিন্ন ভিন্ন দায়িত্ব দেওয়া হবে। সেইসব ভূমিকায় তরুণরা কতটা, কী করতে পারছে আমাদের কাছেও সেটা দেখা নেওয়ার সুযোগ থাকবে। গত বছরও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমরা এমনটাই করেছিলাম। তরুণদের কয়েকটা ম্য়াচ খেলিয়ে পরখ করে দেখেছিলাম। এখানেও তেমনটাই হবে।'


অপরদিকে, ওয়েস্ট ইন্ডিজ়ের সামনে লক্ষ্যটা দীর্ঘমেয়াদি। নিজেদের ইতিহাসে প্রথমবার বিশ্বকাপ খেলার ছাড়পত্র পায়নি ক্যারিবিয়ান দল। তাই বিশ্বকাপের চিন্তা তাঁদের মাথায় নেই। তবে ভবিষ্যতে এমনটা যেন না হয়, তারজন্য এখন থেকেই তৎপর ওয়েস্ট ইন্ডিজ বোর্ড। শাই হোপের নেতৃত্বাধীন দলের সামনে তাই নিজেদের প্রমাণ করার এক সুযোগ রয়েছে। তবে চ্যালেঞ্জটা কিন্তু বেশ কঠিনই। সেই চ্যালেঞ্জের মোকাবিলা করার শুরুটা আজ থেকেই হতে চলেছে। 


প্রসঙ্গত, আসন্ন ওয়ান ডে সিরিজে তরুণদের পরখ করে নেওয়ার সুযোগ রয়েছে। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও তেমনটাই আভাস দিয়েছেন। ম্যাচের আগে তিনি বলেন, 'আসন্ন সিরিজ দলের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়ে কথা বলতে গিয়ে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেন, 'এই দলে অনেক তরুণ ক্রিকেটাররা রয়েছে, যারা একেবারেই হাতেগোনা কয়েকটা ম্যাচ খেলেছে। ওদেরকে এই সিরিজে পরখ করে দেখার সুযোগ রয়েছে। ওদের ভিন্ন ভিন্ন দায়িত্ব দেওয়া হবে। সেইসব ভূমিকায় তরুণরা কতটা, কী করতে পারছে আমাদের কাছেও সেটা দেখা নেওয়ার সুযোগ থাকবে। গত বছরও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমরা এমনটাই করেছিলাম। তরুণদের কয়েকটা ম্য়াচ খেলিয়ে পরখ করে দেখেছিলাম। এখানেও তেমনটাই হবে।'

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.