IND vs WI, 1st T20 Live: ৭ বল বাকি থাকতে ৬ উইকেটে জয়, সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত

IND vs WI, 1st T20, Eden Garden Stadium: আজ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ইডেনে নামছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। ওয়ান ডে সিরিজে ৩-০ ব্যবধানে জয় এসেছে। টি-টোয়েন্টি সিরিজে কী হবে?

abp ananda Last Updated: 16 Feb 2022 10:50 PM
Ind vs WI, 1st T20 Live: ৬ উইকেটে জয়ী ভারত

অবিচ্ছেদ্য পঞ্চম উইকেটে ২৬ বলে ৪৮ রান যোগ করলেন সূর্যকুমার যাদব ও বেঙ্কটেশ আইয়ার। ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারাল ভারত।

Ind vs WI, 1st T20 Live: কটরেলের বলে ৮ রান করে ফিরলেন ঋষভ

শেলডন কটরেলের বলে ৮ রান করে ফিরলেন ঋষভ পন্থ। ভারতের স্কোর ১১৮/৪।

Ind vs WI Live: ১৭ রানে ফিরলেন কোহলি

১৩ বলে ১৭ রান করে লং অফ বাউন্ডারিতে ক্যাচ দিয়ে ফিরলেন কোহলি। ভারতের স্কোর ৯৯/৩।

Ind vs WI Live: ৪২ বলে ৩৫ রান করে ফিরলেন ঈশান

৪২ বলে ৩৫ রান করে ফিরলেন ঈশান কিষাণ। ১২ ওভারের শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৯৩।

Ind vs WI: ৪০ করে আউট রোহিত

১৯ বলে ৪০ রান করে ফিরলেন রোহিত শর্মা। ক্রিজে ঈশান কিষাণের সঙ্গী বিরাট কোহলি।

Ind vs WI Live: ৪ ওভারের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৪৪

ঝোড়ো শুরু ভারতের। ৪ ওভারের শেষে স্কোর বিনা উইকেটে ৪৪।

Ind vs WI Live: ওয়েস্ট ইন্ডিজ তুলল ১৫৭/৭

৪ রান করে হর্ষল পটেলের বলে ফিরলেন ওডেন স্মিথ। দুরন্ত ক্যাচ রোহিত শর্মার। ওয়েস্ট ইন্ডিজ তুলল ১৫৭/৭। ভারতের সামনে লক্ষ্য ১৫৮ রান।

Ind vs WI, 1st T20 Live: হাফসেঞ্চুরি করে ফিরলেন পুরান

হাফসেঞ্চুরি নিকোলাস পুরানের। ৪৩ বলে ৬১ রান করে হর্ষল পটেলের বলে ফিরলেন বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে। ১৮ ওভারের শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৬ উইকেটে ১৩৫।

Ind vs WI Live: চাহারের বলে কট অ্যান্ড বোল্ড আকিল

দীপক চাহারের বলে কট অ্যান্ড বোল্ড আকিল হুসেন (১২ বলে ১০ রান)। ১৪ ওভারের শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৯৪/৫।

Ind vs WI Live: এক ওভারে জোড়া ধাক্কা রবির

এক ওভারে জোড়া ধাক্কা। রস্টন চেজকে এলবিডব্লিউ করে দিলেন রবি বিষ্ণোই। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর প্রথম শিকার। একই ওভারের পঞ্চম বলে রভম্যান পাওয়েলকে ফেরালেন রবি। ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১১ ওভারে ৭৪/৪।

Ind vs WI: ১০ ওভারের শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৭১/২

১০ ওভারের শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৭১/২।

Ind vs WI Live: ৭ ওভারের শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৫১/২

যুজবেন্দ্র চাহালের বলে এলবিডব্লিউ হলেন কাইল মেয়ার্স (২৪ বলে ৩১ রান)। ৭ ওভারের শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৫১/২।

Ind vs WI, 1st T20 Live: ৫ ওভারের শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর এক উইকেটে ৩৫

৫ ওভারের শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর এক উইকেটে ৩৫ রান। ক্রিজে নিকোলাস পুরান ও কাইল মেয়ার্স।

Ind vs WI Live: ব্রেন্ডন কিংকে ফেরালেন ভুবনেশ্বর

প্রথম ওভারেই ধাক্কা। ব্রেন্ডন কিংকে ফেরালেন ভুবনেশ্বর কুমার। এক ওভারের শেষে ওয়েস্ট ইন্ডিজ ৪/১।

Ind vs WI Live: ইডেন বেল বাজালেন চেতন

ইডেন বেল বাজিয়ে ম্যাচের সূচনা করলেন প্রধান নির্বাচক চেতন শর্মা।

Ind vs WI Live: কারা রয়েছে ভারতের একাদশে

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), বেঙ্কটেশ আইয়ার, দীপক চাহার, হর্ষল পটেল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার ও যুজবেন্দ্র চাহাল।

Ind vs WI, 1st T20 Live: টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক রবির

রবি বিষ্ণোইকে খেলাচ্ছে ভারত। রাজস্থানের লেগস্পিনার পঞ্জাব কিংসের হয়ে আইপিএলে নজর কেড়েছিলেন।

প্রেক্ষাপট

কলকাতা: আজ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) খেলতে নামছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ- (Ind vs WI)। ওয়ান ডে সিরিজে ৩-০ ব্যবধানে জয় এসেছে। তবে টি-টোয়েন্টি সিরিজে ক্যারিবিয়ান শিবির একেবারে অন্য রকম। তাই কোনওরকম হালকা মনোভাবে নারাজ দ্রাবিড়ের ছেলেরা। রাতের শিশির নিয়ে মোটেই ভাবছেন না রোহিত। সুযোগ দিতে চান সবাইকে। তবে প্রথম একাদশ সাজানোর ক্ষেত্রে কিছুটা চাপে পড়তে পারে টিম ম্যানেজমেন্ট । সূত্রের খবর, প্রথম একাদশে মহম্মদ সিরাজকে সুযোগ দেওয়া হতে পারে। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন দলের অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার । 


মঙ্গলবার অনুশীলনে চোট পেলেন ২ক্যারিবিয়ান তারকা। থ্রো ডাউন স্পেশালিস্টের ছোড়া বলটা আচমকা লাফিয়ে ছোবল মারল জেসন হোল্ডারের (Jason Holder) শরীরে। যন্ত্রণায় কাতরে উঠলেন তিনি। লুটিয়ে পড়লেন মাটিতে।  উদ্বেগের মেঘ তৈরি হল ক্যারিবিয়ান শিবিরে।


সেই উদ্বেগই দ্বিগুণ হল যখন, প্রায় একইরকম ভাবে চোট পেলেন ফ্যাবিয়েন অ্যালেন (Fabien Allen)। দলের চিকিৎসক দৌড়ে এলেন। শুশ্রূষা চলল।


দুটি দুর্ঘটনার রেশ সামলে মঙ্গলবার ইডেনে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি সারলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারেরা। টি-টোয়েন্টি ক্রিকেটে বরাবরই শক্তিশালী প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ২০১৬ সালে এই ইডেনেই কার্লোস ব্র্যাথওয়েটের সেই ঐতিহাসিক ছক্কার ঝড়ে উড়ে গিয়েছিল ইংল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ক্যারিবিয়ান দল। ফের সেই ইডেনে নামছেন কায়রন পোলার্ডরা। তবে এবার সঙ্গী ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ০-৩ হোয়াইটওয়াশের লজ্জা। তবু ঘুরে দাঁড়াতে মরিয়া ক্যারিবিয়ান শিবির।


ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জয় থেকে অক্সিজেন খুঁজছেন পোলার্ডরা। মঙ্গলবার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে পোলার্ড বলেন, 'ভারতীয় পরিবেশে খেলার অভিজ্ঞতা অর্জন করেছি আমরা এক দিনের সিরিজ থেকে।' সামনেই আইপিএল। মুম্বই দল রেখে দিয়েছে পোলার্ডকে। তবে কোটিপতি লিগ নিয়ে ভাবতে রাজি নন তিনি। বলেছেন, 'এখন আইপিএল নিয়ে ভাবছি না। দেশের হয়ে খেলতে এসেছে সকলে। সেটাই এখন লক্ষ্য।'

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.