ডমিনিকা: টেস্ট অভিষেকেই দুরন্ত যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেকের মঞ্চে ঝকঝকে সেঞ্চুরি করলেন মুম্বইয়ের তরুণ। সেই সঙ্গে ঢুকে পড়লেন সৌরভ গঙ্গোপাধ্যায়, বীরেন্দ্র সহবাগদের অভিজাত তালিকায়। যাঁদের প্রত্যেকেরই টেস্ট অভিষেকে সেঞ্চুরি রয়েছে।
১৯৯৬ সালের লর্ডস। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় বেহালার বীরেন রায় রোডের এক বাঁহাতি ব্যাটারের। যাঁর বিরুদ্ধে ৪ বছর আগে অভিযোগ উঠেছিল, তিনি নাকি আদর্শ টিম ম্যান নন। যে কারণে ১৯৯২ সালে অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ান ডে অভিষেক হলেও বাদ পড়ে গিয়েছিলেন। লর্ডসে দুরন্ত প্রত্যাবর্তন ঘটান সৌরভ গঙ্গোপাধ্যায়। ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করেন।
সৌরভের ২৭ বছর পর টেস্ট অভিষেকে নজরকাড়া সেঞ্চুরি করলেন আরও এক বাঁহাতি। যশস্বী। তাঁরও দলে সুযোগ পাওয়া নিয়ে ভ্রু কুঁচকেছিলেন অনেকে। বলা হয়েছিল, আইপিএলের পারফরম্যান্সের জোরে কীভাবে টেস্ট দলে সুযোগ পেলেন। যদিও অনেকেই ভুলে গিয়েছিলেন যে, প্রথম শ্রেণির ক্রিকেটে ৮০-র ওপর ব্যাটিং গড় রয়েছে মুম্বইয়ের ক্রিকেটারের।
মাঠে ব্যাট হাতেই সব সমালোচনার জবাব দিলেন যশস্বী। সেঞ্চুরির পরই যিনি হেলমেট খুলে দৌড়ে গিয়ে বড় এক লাফ মারলেন। তারপরই সেলিব্রেট করলেন হেলমেট ও মাথা ঝুঁকিয়ে। কুর্নিশ করার ভঙ্গিতে। সেলিব্রেশনের যে ধরন ট্রেডমার্ক হয়ে গিয়েছে শুভমন গিলের কল্যাণে। শুভমনকে কি ধন্যবাদও দিলেন যশস্বী? শুভমন নিজে থেকে তিন নম্বরে নামার ইচ্ছাপ্রকাশ না করলে তো যশস্বীর ওপেনিং করাই হতো না!
সেঞ্চুরির পর অধিনায়ক তথা ওপেনিং পার্টনার রোহিতকে জড়িয়ে ধরলেন যশস্বী। রোহিতও টেস্ট অভিষেকে সেঞ্চুরি করেছিলেন। সেই তালিকায় নাম লেখালেন যশস্বী। ম্যাচের আগে রোহিত বলেছিলেন, তাঁরা হন্যে হয়ে বাঁহাতি ব্যাটার খুঁজছেন। যশস্বীর মধ্যে জাতীয় দলে নিজেকে প্রতিষ্ঠিত করার সেই প্রতিভা রয়েছে। সেঞ্চুরি করে যেন অধিনায়কের আস্থার মর্যাদা দিলেন তরুণ যশস্বী। একটা সময় ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে যিনি মুম্বইয়ে চলে এসেছিলেন। সেখানে মালিদের সঙ্গে তাঁবুতে রাত কাটিয়েছেন। স্থানীয় কোচ জ্বালা সিংহের নজরে পড়ে ক্রিকেটে স্বপ্নের উড়ান শুরু। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে স্বপ্নের টেস্ট অভিষেকে তাঁর জীবনের একটা বৃত্ত যেন পূর্ণ হল। যে কাহিনি কোনও সিনেমার চিত্রনাট্যের চেয়ে কোনও অংশে কম নয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন