IND vs WI, 2nd ODI Live Updates: শেষ বলে দুরন্ত জয় ভারতের, সিরিজও ধবনদের

IND vs WI, 2nd ODI, Queen's Park Oval Stadium: প্রথম ওয়ান ডেতে অল্পের জন্য শতরান ফস্কেছিলেন অধিনায়ক শিখর ধবন। তার উপর তো এই ম্যাচে নজর থাকবেই, পাশাপাশি বিশেষ নজর থাকবে ভারতীয় মিডল অর্ডারের দিকেও।

abp ananda Last Updated: 25 Jul 2022 07:35 AM
IND vs WI, 2nd ODI Live: সিরিজ ধবনদের

দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ২ উইকেটে দুরন্ত জয় ভারতের। সিরিজও জিতে নিল ধবন বাহিনী। 

IND vs WI, ODI Live: ৭ ওভারে ভারতের রান ৩৩, করতে হবে ৩১২

৭ ওভারে ভারতের রান। শিখর ধবনের রান ৮, শুভমন গিলের রান ২৫। করতে হবে ৩১২।

IND vs WI, 2nd ODI Live: ৩১১ রানের লক্ষ্যপূরণে ব্যাট হাতে নামল টিম ইন্ডিয়া

৩১১ রানের লক্ষ্যপূরণে ব্যাট হাতে নামল টিম ইন্ডিয়া। ব্যাট করতে নামলেন শুভমন গিল ও শিখর ধবন।

IND vs WI, ODI Live: বিরাট লক্ষ্য ভারতের সামনে

নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেটের বিনিময়ে ৩১১ রান তুলল ওয়েস্ট ইন্ডিজ। ১১৫ রান করে অবশেষে আউট হন হোপ। সিরিজ জয়ের জন্য ভারতকে ৩১২ রান তাড়া করতে হবে।

IND vs WI, 2nd ODI Live: ৩০০-র লক্ষ্যে অগ্রসর উইন্ডিজ

৪৮ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২৯৩/৫। ক্রিজে শতরানকারী শাই হোপের সঙ্গে গত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে প্রায় ম্যাচ জিতিয়ে দেওয়া, বড় শট নিতে দক্ষ রোমারিও শেফার্ড উপস্থিত রয়েছেন।

IND vs WI, ODI Live: শতরান হোপের

৪৫তম ওভারে চাহালকে পরপর দুই বলে দুই ছক্কা হাঁকিয়ে শতরান পূর্ণ করলেন নিজের শততম ওয়ান ডে ম্যাচ খেলা শাই হোপ। ৪৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২৬৪/৪।

IND vs WI, 2nd ODI Live: হোপ-পুরানের শতরানের পার্টনারশিপ ভাঙল

অবশেষে সাফল্য। পুরান ও হোপের ১১৭ রানের পার্টনারশিপ ভাঙলেন শার্দুল ঠাকুর। ৭৪ রানে ফেরালেন পুরানকে। ৪৪ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ ২৪৯/৪।

IND vs WI, ODI Live: অর্ধশতরান পূরণ করলেন পুরান

অর্ধশতরান করে ফেললেন নিকোলাস পুরান। ৫১ রানে ব্যাট করছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। ৮৮ রানে খেলছেন শাই হোপ। ৪০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২১৮/৩।

IND vs WI, 2nd ODI Live: ৩৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ ১৯১/৩

চতুর্থ উইকেটে ইতিমধ্যেই অর্ধশতরানের পার্টনারশিপ গড়ে ফেলেছেন হোপ ও পুরান। ৩৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ ১৯১/৩।

IND vs WI, ODI Live: শতরানের দিকে এগোচ্ছেন হোপ

দুরন্ত ছন্দে দেখাচ্ছে শাই হোপকে। ৭৯ রানে ব্যাট করছেন উইন্ডিজের ওপেনিং ব্যাটার। ৩২ ওভার শেষে দলের স্কোর ১৭৫/৩।

IND vs WI, 2nd ODI Live: দুই ওভারে দুই সাফল্য পেল ভারত

পর পর ওভারে শামরা ব্রুকসকে ৩৫ ও ব্রেন্ডন কিংকে শূন্য রানে ফেরাল ভারতীয় দল। সাফল্য পেলেন দুই স্পিনার অক্ষর পটেল ও যুজবেন্দ্র চাহাল। ২৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১৪১/৩।

IND vs WI, ODI Live: ২০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ ১১৩/১

বড় রানের দিকে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। ২০ ওভার শেষে স্কোর ১১৩/১।

IND vs WI, 2nd ODI Live: ১৬ ওভারেই১০০-র দোরগোড়ায়

১৬ ওভারেই১০০-র দোরগোড়ায় ওয়েস্ট ইন্ডিজ। মায়ের্স আউট হয়ে গেলেও উইন্ডিজের রানের গতি খুব একটা কমেনি। ১৬ ওভার শেষে স্কোর ৯৯/১। শাই হোপ ৪০ ও শামরা ব্রুকস ১৯ রানে ব্যাট করছেন।

IND vs WI, ODI Live: প্রথম সাফল্য ভারতের

আগ্রাসী ভঙ্গিমায় ব্যাট করা কাইল মেয়ার্সকে ৩৯ রানে ফিরিয়ে ভারতকে প্রথম সাফল্য এনে দিলেন দীপক হুডা। ১১ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৭৮/১।

IND vs WI, 2nd ODI Live: ৫০-র দোরগোড়ায় ওয়েস্ট ইন্ডিজের

ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুই ওপেনার শুরুটা ভালই করেছেন। ৭ ওভার শেষে বিনা উইকেটে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৪৯।

IND vs WI, ODI Live: শুরুটা ভাল হল না আবেশের

অভিষেকে শুরুটা ভাল করতে পারেননি আবেশ। প্রথম দুই ওভারে দিয়েছেন ২০ রান। ৪ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২৪/০।

IND vs WI, 2nd ODI Live: সম্পূর্ণ ভারতীয় একাদশ

শিখর ধবন (অধিনায়ক),শুভমন গিল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), দীপক হুডা, অক্ষর পটেল, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ সিরাজ ও আবেশ খান।

IND vs WI, ODI Live: টসে জিতল ওয়েস্ট ইন্ডিজ

টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিল ওয়েস্ট ইন্ডিজ। ভারতীয় দলে একটিই বদল করা হয়েছে। প্রসিদ্ধ কৃষ্ণর বদলে ওয়ান ডে অভিষেক ঘটতে চলেছে আবেশ খানের।

প্রেক্ষাপট

পোর্ট অফ স্পেন: শুক্রবার (২২ জুলাই) রুদ্বশ্বাস ভঙ্গিমায়, তিন রানে প্রথম ওয়ান ডে জিতে নিয়েছিল ভারতীয় দল (Indian Cricket Team)। এবার সেই একই মাঠ, কুইন্স পার্ক ওভালেই আজ দ্বিতীয় ওয়ান ডেতে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ (IND vs WI 2nd ODI)। আজ ম্য়াচ জিতলেই সিরিজ পকেটে পুরে নেবে ভারতীয় দল।


প্রথম ওয়ান ডেতে অল্পের জন্য শতরান ফস্কেছিলেন অধিনায়ক শিখর ধবন (Shikhar Dhawan)। তার উপর তো এই ম্যাচে নজর থাকবেই, পাশাপাশি নজর থাকবে ভারতীয় মিডল অর্ডারের দিকেও। প্রথম ম্যাচে টপ অর্ডারের তিন ব্য়াটার অর্ধশতরান করে দুর্ধর্ষ শুরুটা করে দিয়ে গেলেও, মিডল অর্ডার সেই গতিটা ধরে রাখতে পারেনি। দীপক হুডা. সঞ্জু স্যামসনরা তেমনভাবে দাগই কাটতে পারেননি। তাই তাদের ব্যাটিংয়ের দিকেই বিশেষভাবে নজর থাকবে। রবীন্দ্র জাডেজা না থাকায় এই ম্যাচেও সাতে অক্ষর পটেলকেই খেলতে দেখা যাবে।


বোলিং বিভাগে তেমন কোনও রদবদল হবে না। বাকি সিনিয়রদের অনুপস্থিতিতে যুজবেন্দ্র চাহালের উপর বাড়তি দায়িত্ব থাকবে বটে। তিনি প্রথম ম্যাচে দুই উইকেট নিয়েছিলেন। কঠিন ওভারে বলও করেছিলেন। দ্বিতীয় ওয়ান ডেতেও তার থেকে একই ধরনের প্রত্যাশা রাখবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এই ম্য়াচ যদি ভারত জিতে সিরিজে কব্জা করতে পারে, তাহলেই কিন্তু এক বিশ্বরেকর্ডও গড়ে ফেলবে টিম ইন্ডিয়া।


বিগত ১১টি ওয়ান ডে সিরিজে টানা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ভারতীয় দল। এই সিরিজ জিতলে সেই সংখ্যা দাঁড়াবে ১২-তে। পৃথিবীতে আর কোনও দলের নির্দিষ্ট কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে টানা এতগুলি সিরিজ জেতার রেকর্ড নেই। সেই ক্ষেত্রে ভারতই বিশ্বরেকর্ড গড়বে। সেটা এই ম্য়াচেই হয় কি না, সেটারই দেখার অপেক্ষা।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.