পোর্ট অফ স্পেন: প্রথম ম্যাচে রোমহর্ষকভাবে তিন রানে জয় এসেছিল, দ্বিতীয় ম্যাচেও (IND vs WI 2nd ODI) হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দুই উইকেটে জয় পেয়েছে ভারতীয় দল। তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজও পকেটে পুরেছে টিম ইন্ডিয়া। এরপরেই গোটা ভারতীয় সাজঘর উচ্ছ্বাসে ভাসল।
সিনিয়রদের অনুুপস্থিতিতে জয়
বিরাট কোহলি, রোহিত শর্মা, যশপ্রীত বুমরার মতো তারকাদের এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল। রবীন্দ্র জাডেজাও চোটের জন্য প্রথম দুই ম্যাচে মাঠে নামতে পারেননি। এমন অবস্থায় ভারতীয় তরুণ ব্রিগেডকে নিজেদের প্রমাণ করার একটা বড় সুযোগ ছিল এই সিরিজে। ঠিক সেটাই করে দেখাল টিম ইন্ডিয়ার তরুণরা। শিখর ধবনের (Shikhar Dhawan) নেতৃত্বে প্রথম দুই ম্যাচেই চাপে পড়েও জয় ছিনিয়ে নেয় তারা। স্বাভাবিকভাবেই তাই এই সিরিজ জয়টা বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল। সেই মতো সেলিব্রেশনও (Indian Team Celebration) হল।
সেলিব্রেশনেও নেতৃত্বে শিখর
শিখর ধবন বরাবরই হাসিখুশি থাকেন, মজা করতে ভালবাসেন। দলের অধিনায়ক হয়েও সাজঘরের এই সেলিব্রেশনেও তিনিই কিন্তু নেতৃত্ব দিলেন। সিরিজ জয়ের পর তিনিই নিজের সোশ্যাল মিডিয়ায় ভারতীয় সাজঘরের উচ্ছ্বাসের এই ভিডিও শেয়ার করেন। ভিডিওতে শুভমন গিল, অক্ষর পটেল থেকে জাডেজা সকলকেই উচ্ছ্বাসে ভাসতে দেখা যায়। প্রসঙ্গত, এই জয়ের ফলে প্রথম দল হিসাবে কোনও নির্দিষ্ট প্রতিপক্ষকে টানা ১২টি ওয়ান ডে সিরিজে হারানোর রেকর্ড গড়ল টিম ইন্ডিয়া।
এবার লক্ষ্য হোয়াইটওয়াশ। বুধবার (২৭ জুলাই) সেই লক্ষ্য নিয়ে মাঠে নামবেন শিখরররা। ইতিমধ্যেই সিরিজ পকেটে। তাই শেষ ওয়ান ডেতে ভারতীয় দলে বেশ কিছু রদবদল ঘটলেও ঘটতে পারে। অর্শদীপ সিংহের মতো তরুণরা এখনও এই সিরিজে সুযোগ পাননি। শেষ ম্যাচ তাকে খেলানো হয় কি না, সেই দিকে বিশেষ নজর থাকবে। নজর থাকবে চোট সারিয়ে জাডেজা মাঠে নামেন কি না, সেইদিকেও। প্রসঙ্গত, ওয়ান ডে সিরিজে না থাকলেও, এরপর টি-টোয়েন্টি সিরিজে কিন্তু রোহিত, ঋষভ পন্থরা কামব্যাক করবেন।
আরও পড়ুন: ঝোড়ো ইনিংসে ভারতকে জিতিয়ে হঠাৎ আইপিএলের গুণগান অক্ষরের মুখে