সেন্ট কিটস: ওয়েস্ট ইন্ডিজকে ওয়ান ডেতে হোয়াইটওয়াশ করার পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও দাপুটে মেজাজে করেছে টিম ইন্ডিয়া। প্রথম টি-টোয়েন্টিতে ৬৮ রানে জয় পেয়েছে ভারত (Indian Cricket Team)। আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে (IND vs WI 2nd T20) মুখোমুখি হচ্ছে দুই দল।


রেকর্ডের হাতছানি


এই ম্যাচ জিতলে সিরিজ নিজেদের নামে করার বিষয়ে আরও একধাপ এগিয়ে যাবে ভারতীয় দল। পাশাপাশি এক নতুন রেকর্ডও গড়ে ফেলবে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারত। দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন উইন্ডিজদের বিরুদ্ধে ভারতীয় দল ২০ ওভারের ক্রিকেটে মোট ২১টি ম্যাচ খেলেছে। এর মধ্যে ১৪টি ম্যাচ জিতেছে ভারত। সোমবার (১ অগাস্ট) ওয়েস্ট ইন্ডিজকে হারালেই এটি তাদের বিরুদ্ধে বিশ ওভারের ক্রিকেটে ১৫তম জয় হবে ভারতের। বিশ্বের আর কোনও দল উইন্ডিজের বিরুদ্ধে এর থেকে বেশি ম্যাচ জেতেনি।


বর্তমানে পাকিস্তানের দখলে ওয়েস্ট ইন্ডিজকে সর্বাধিক ১৫ বার টি-টোয়েন্টিতে হারানোর রেকর্ড রয়েছে। আজ জিতলে সেই রেকর্ডেই ভাগ বসাবে টিম ইন্ডিয়া। সব মিলিয়ে নির্দিষ্ট এক দলের বিরুদ্ধে অবশ্য সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ জেতার কৃতিত্ব ভারতেরই দখলে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৭টি বিশ ওভারের ম্যাচ জিতেছে ভারত। আজ অবশ্য লড়াইটা কিন্তু একেবারেই সহজ হবে না। 


ইতিহাস


আইসিসির ক্রমতালিকায় যতই ভারত টি-টোয়েন্টিতে এক ও উইন্ডিজ সাত নম্বর দল হোক না কেন, পুরানের দলে যথেষ্ট ম্যাচ উইনার রয়েছেন যারা মুহূর্তের মধ্যে খেলার ছবিটা সম্পূর্ণ বদলে দিতে পারেন। তাই প্রথম ম্যাচ জিতলেও, রোহিতদের আত্মতুষ্টির কিন্তু বিন্দুমাত্র জায়াগা নেই। উপরন্তু আজকের ম্যাচের ভেন্যু, সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক কিন্তু ওয়েস্ট ইন্ডিজের পয়মন্ত মাঠ। এই মাঠে আটটির মধ্যে মাত্র দুইটি ম্যাচ হেরেছে উইন্ডিজ। সেই দুই ম্য়াচই ২০১৯ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলা হয়েছিল। তাই ইতিহাস কিন্তু পুরানদের দিকেই।


আরও পড়ুন: রেকর্ড গড়ার হাতছানি রোহিতদের সামনে, কখন, কোথায় দেখবেন ভারত-উইন্ডিজের দ্বিতীয় টি-টোয়েন্টি?