IND Vs WI, 2nd T20: আশা জাগিয়েও ব্যর্থ ভারত, পরিপক্ক ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ়কে ম্যাচ জেতালেন আকিল
IND Vs WI 2nd T20 Live Updates: রবিবারের ম্যাচে বৃষ্টি একটা প্রধান বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করা হচ্ছে। সেখানকার স্থানীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে যে ৭ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আশা জাগিয়েও ম্যাচ জিততে পারল না ভারত। আকিল হোসেনের পরিপক্ক ১৬ রানের ইনিংসই ম্যাচে পার্থক্য গড়ে দিল। সাত বল বাকি থাকতেই দুই উইকেটে ম্যাচ জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ়।
চাহালের এক ওভারেই খেলার মোড় সম্পূর্ণ ঘুরে গেল। ইনিংসের ১৬তম ওভারে বল হাতে নিয়ে মাত্র দুই রান দিয়ে দুইটি উইকেট নিলেন তিনি। হোল্ডার শূন্য রানে স্টাম্প হন। হেটমায়ারকে ২২ রানে এলবিডব্লু করেন চাহাল। এছাড়াও এই ওভারেই শেপার্ডও শূন্য রানে রান আউট হন। ১৬ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ়ের স্কোর ১২৯/৮।
পুরানের বিধ্বংসী ইনিংস থামালেন মুকেশ কুমার। ৬৭ রানে পুরানকে ফেরালেন তিনি। ১২৬ রানে পঞ্চম উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ়। ১৪ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ়ের স্কোর ১২৬/৫। জয়ের জন্য ৩৬ বলে ২৭ রানের প্রয়োজন। এই পরিস্থিতি থেকে ভারত ম্যাচে ফিরতে পারে কি না, সেটাই দেখার।
তড়তড়িয়ে জয়ের দিকে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ়। ১৩ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ়ের স্কোর ১১৭/৪। জয়ের জন্য প্রয়োজন ৪২ বলে ৩৬ রানের প্রয়োজন। ক্রিজে ৬০ রানে ব্যাট করছেন পুরান, ১৮ রানে অপরাজিত রয়েছেন হেটমায়ার।
গত ম্যাচে ৪১ রান করেছিলেন। এই ম্যাচেও নিজের বিধ্বংসী ফর্ম অব্যাহত রেখেছেন নিকোলাস পুরান। তাঁর ব্যাটে ভর করেই পাওয়ার প্লেতে অর্ধশতরানের গণ্ডি পার করে ফেলল ওয়েস্ট ইন্ডিজ়। ৬ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ়ের স্কোর ৬১/৩। পুরান ২২ বলে ৪২ রানে ব্যাট করছেন।
ভারতের হয়ে বল হাতে শুরুটা দুরন্তভাবে করলেন অধিনায়ক হার্দিক পাণ্ড্য। ইনিংসের প্রথম ওভারেই দলকে জোড়া সাফল্য এনে দিলেন তিনি। প্রথম বলেই শূন্য রানে ব্র্যান্ডন কিংকে ফেরানোর পর, ইনিংসের চতুর্থ বলে জনসন চার্লসকেও দুই রানে ফেরত পাঠান তিনি। প্রথম ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ়ের স্কোর ২/২।
রবি বিষ্ণোই এবং অর্শদীপ সিংহের কয়েকটা আগ্রাসী শটের সুবাদে শেষমেশ ১৫০ রানের গণ্ডি পার করল ভারত। ২০ ওভার শেষে ভারতের স্কোর ১৫২/৭।
কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক অর্ধশতরান করার পরেই সাজঘরে ফিরলেন তিলক ভার্মা। বড় শট খেলতে গিয়ে ডিপে ক্যাচ দেন বাঁ-হাতি ব্যাটার। ৪১ বলে ৫১ রান করে আউট হলেন তিনি। ১৬ ওভার শেষে ভারতের স্কোর ১১৫/৫।
ফের ব্যর্থ সঞ্জু স্য়ামসন। মাত্র ৭ রান করে প্যাভিলিয়নে ফিরলেন তিনি। ভারতের চতুর্থ উইকেটের পতন।
ভারতের তৃতীয় উইকেটের পতন। শেফার্ডের বলে বোল্ড হয়ে ফিরে গেলেন ঈশান কিষাণ।
৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৯ রান বোর্ডে তুলে নিল ভারত।
ভারতের ২ উইকেটের পতন। প্যাভিলিয়নে ফিরলেন শুভমন গিল ও সূর্যকুমার যাদব।
টস জিতলেন ভারত অধিনায়ক হার্দিক পাণ্ড্য। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি।
প্রেক্ষাপট
প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অল্পের জন্য জয় আসেনি। ৪ রানে ম্যাচ জিতে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ শিবির। আজ গায়ানায় দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে খেলতে নামছে ভারতীয় দল। সিরিজে এই মুহূর্তে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ক্যারিবিয়ান ব্রিগেড। হার্দিকদের কাছে এই ম্যাচ তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে আজ ভারত-ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচে জেসন হোল্ডার, ওবেন ম্যাকওয়ে ও রোমারিও শেফার্ড তিন জনে মিলে মোট ৬ উইকেট ঝুলিতে পুরে নিয়েছিলেন। যার ফলে ৪ রানে ম্যাচ জিতে নেই উইন্ডিজরা।
কেমন থাকতে পারে আবহাওয়া?
রবিবারের ম্যাচে বৃষ্টি একটা প্রধান বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করা হচ্ছে। সেখানকার স্থানীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে যে ৭ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যা ম্যাচের সময়ের মধ্যে ৭১ শতাংশ বৃদ্ধি পেতে পারে। তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।
নজিরে সামনে হার্দিক
অধিনায়ক হিসেবে ওয়ান ডে সিরিজের শেষ ২ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন। সিরিজ জিতেছেন। টি-টোয়েন্টি সিরিজে পুরোপুরি হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) নেতৃত্বেই খেলতে নেমেছে ভারতীয় দল (Indian Cricket Team)। প্রথম ম্যাচে হারতে হয়েছে যদিও। দ্বিতীয় ম্যাচে অবশ্য নতুন মাইলস্টোন গড়ার সামনে তারকা অলরাউন্ডার। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট শিকারের নিরিখে যশপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) টেক্কা দিয়ে দিতে পারেন হার্দিক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -