কলকাতা: প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে দুরমুশ করে জয়। তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে রোহিত শর্মারা (Rohit Sharma)। কিন্তু দ্বিতীয় ম্য়াচের আগে টিম ইন্ডিয়া (Team India) হয়তো পুরোপুরি চিন্তামুক্ত হতে পারছে না। হতে পারছে না কারণ, ক্রিকেটের এই ফর্ম্যাটে দলের অন্যতম সেরা পেসার দীপক চাহারের (Deepak Chahar) চোট এখনও পুরোপুরি সারেনি। তাঁকে দ্বিতীয় ম্যাচে পাওয়া যাবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
কী হয়েছে দীপকের? বুধবার ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১৯ বলে ২৪ রানে অপরাজিত ছিলেন কায়রন পোলার্ড। ২টি চার ও একটি বিশাল ছক্কা মারেন। তবে ভারতীয় শিবিরে ধাক্কাটা লাগে অন্যভাবে। পোলার্ডের জোরাল শটে চোট পেয়েছিলেন ভারতের তিন ক্রিকেটার। বেঙ্কটেশ আইয়ার, দীপক চাহার ও হর্ষল পটেল।
ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ১৭তম ওভারে যুজবেন্দ্র চাহালের পঞ্চম বলে পোলার্ডের জোরাল শট বাউন্ডারি লাইনে আটকাতে গিয়ে আঙুলে চোট পান অলরাউন্ডার বেঙ্কটেশ আইয়ার। আঙুলে এতটাই জোরে লাগে যে, কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটারকে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয়। তাঁর পরিবর্তে বাকি সময়টা ফিল্ডিং করেন দ্বাদশ ব্যক্তি শ্রেয়স আইয়ার।
১৮তম ওভারে ভুবনেশ্বর কুমারের চতুর্থ বলে পোলার্ডের ভয়ঙ্কর শর্ট আর্ম পুল আটকাতে গিয়ে হাতে চোট পান দীপক চাহার। মিডিয়াম পেসারের এতটাই জোরে লাগে যে, তিনি মাঠে মেডিক্যাল টিমকে ডেকে পাঠান। মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয়। ত্রয়োদশ ক্রিকেটার হিসাবে বাকি সময়টা ফিল্ডিং করেন দীপক হুডা। এরপর পোলার্ডের বলে চোট পান হর্ষল পটেলও। তিনি পোলার্ডের শট ফলো থ্রু-তে আটকাতে গিয়ে চোট পান। মাঠ ছাড়েন হাতে আইসপ্যাক বেঁধে।
ইতিবাচক হচ্ছে, বেঙ্কটেশ সেই ম্যাচে ব্যাট করেন। হর্ষলের চোটও সেরকম কিছু নয়। তবে ভারতীয় শিবিরের খবর, চাহারের হাতের কব্জি এখনও ফুলে রয়েছে। ব্য়থাও রয়েছে। তাই তাঁর খেলা নিয়ে সংশয় রয়েছে। চাহার খেলতে না পারলে পরিবর্ত হিসাবে শার্দুল ঠাকুরকে তৈরি রাখছে ভারত। চাহারের বদলে মুম্বইয়ের পেসারকে দেখা যেতে পারে ভারতের প্রথম একাদশে।
অভিষেকেই ট্রিপল সেঞ্চুরি! কলকাতার বুকে বিশ্বরেকর্ড বিহারের তরুণের