IND vs WI, 3rd ODI LIVE: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ৯৬ রানে জয় ভারতের, সিরিজ ৩-০

IND vs WI, 3rd ODI LIVE: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ ইতিমধ্যেই দখল করেছে ভারতীয় দল। আজ তৃতীয় ম্যাচ জিতে সিরিজ ৩-০ করাই রোহিত শর্মা, বিরাট কোহলিদের লক্ষ্য।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 11 Feb 2022 08:44 PM
Ind vs WI, 3rd ODI Live Updates: ৯৬ রানে জয় ভারতের

আলজারি জোশেফকে (২৯) ফিরিয়ে দিলেন প্রসিদ্ধ কৃষ্ণ। ৯৬ রানে জয় ভারতের।

IND vs WI Live: ওয়েস্ট ইন্ডিজের নবম উইকেটের পতন

হেডেন ওয়ালশকে (১৩) ফিরিয়ে দিলেন মহম্মদ সিরাজ। ওয়েস্ট ইন্ডিজের নবম উইকেটের পতন। 

Ind vs WI, 3rd ODI Live Updates: ৮ উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ

১৮ বলে ৩৬ রানের ঝোড়ো ইনিংস খেলে মহম্মদ সিরাজের বলে শিখর ধবনের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন ওডেন স্মিথ। ৮ উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ।

IND vs WI Live: ক্যারিবিয়ানদের সপ্তম উইকেটের পতন

ক্যারিবিয়ানদের সপ্তম উইকেটের পতন। নিকোলাস পুরানকে (৩৪) ফিরিয়ে দিলেন কুলদীপ। 

Ind vs WI, 3rd ODI Live Updates: ৬ উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ

প্রথম বলেই ফ্যাবিয়ান অ্যালেনকে (০) ফিরিয়ে দিলেন কুলদীপ যাদব। ষষ্ঠ উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ।

IND vs WI Live: ৭৬ রানে ওয়েস্ট ইন্ডিজের ৫ উইকেট

প্রসিদ্ধ কৃষ্ণর জোড়া উইকেট। ড্যারেন ব্র্যাভোর পর তিনি ফিরিয়ে দিলেন জেসন হোল্ডারকে (৬)। ৭৬ রানে ৫ উইকেট হারাল ক্যারিবিয়ানরা।

Ind vs WI, 3rd ODI Live Updates: চতুর্থ উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ

৬৮ রানের মাথায় চতুর্থ উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ। ড্যারেন ব্র্যাভোকে (২০) ফিরিয়ে দিলেন প্রসিদ্ধ কৃষ্ণ। 

IND vs WI Live: ওয়েস্ট ইন্ডিজ ৩ উইকেটে ৫৮

১২ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৩ উইকেটে ৫৮। 

Ind vs WI, 3rd ODI Live Updates: ৩ উইকেট তুলে নিল ভারত

মহম্মদ সিরাজ প্রথম উইকেট নেওয়ার পর জোড়া উইকেট নিলেন দীপক চাহার। ২৫ রানে ৩ উইকেট তুলে নিল ভারতীয় দল। ব্র্যান্ডন কিং (১৪) ও শামার ব্রুকসকে (০) ফিরিয়ে দিলেন চাহার।

IND vs WI Live: প্রথম উইকেট নিল ভারত

শাই হোপকে (৫) ফেরালেন মহম্মদ সিরাজ। প্রথম উইকেট নিল ভারতীয় দল। 

Ind vs WI, 3rd ODI Live Updates: রান তাড়া করছে ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওপেন করতে নেমেছেন শাই হোপ ও ব্র্যান্ডন কিং। এখনও পর্যন্ত কোনও উইকেট নিতে পারেননি ভারতের বোলাররা।

IND vs WI Live: ভারতের স্কোর ২৬৫

৫০ ওভারে ১০ উইকেট হারিয়ে ২৬৫ রান করল ভারতীয় দল। 

Ind vs WI, 3rd ODI Live Updates: ৩৮ রান করে আউট দীপক চাহার

৩৮ রান করে আউট দীপক চাহার। সপ্তম উইকেট হারাল ভারতীয় দল।

IND vs WI Live: ২০০ পেরিয়ে গেল ভারতের স্কোর

২০০ পেরিয়ে গেল ভারতের স্কোর। রান বাড়ানোর চেষ্টায় ওয়াশিংটন সুন্দর-দীপক চাহার। 

Ind vs WI, 3rd ODI Live Updates: ৮০ রান করে আউট শ্রেয়স আইয়ার

৮০ রান করে আউট শ্রেয়স আইয়ার। ষষ্ঠ উইকেট হারাল ভারতীয় দল।

IND vs WI Live: ৬ রান করেই আউট সূর্যকুমার যাদব

মাত্র ৬ রান করেই আউট হয়ে গেলেন সূর্যকুমার যাদব। পঞ্চম উইকেট হারাল ভারতীয় দল। এখন ক্রিজে শ্রেয়স আইয়ারের সঙ্গে ওয়াশিংটন সুন্দর।

Ind vs WI, 3rd ODI Live Updates: ৫৬ রান করে আউট ঋষভ পন্থ

৫৬ রান করে হেডেন ওয়ালশের বলে শাই হোপের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন ঋষভ পন্থ। ১৫২ রানে চতুর্থ উইকেট হারাল ভারতীয় দল।

IND vs WI Live: ঋষভ পন্থের অর্ধশতরান

শ্রেয়স আইয়ারের পর অর্ধশতরান ঋষভ পন্থেরও। বড় স্কোরের পথে ভারতীয় দল।

Ind vs WI, 3rd ODI Live Updates: শ্রেয়স আইয়ারের অর্ধশতরান

অর্ধশতরান হাঁকালেন শ্রেয়স আইয়ার। ২৮ ওভারের ভারতের স্কোর ৩ উইকেটে ১৪২।

IND vs WI Live: ১৯ ওভারে ভারতের স্কোর ৮২/৩

১৯ ওভারে ৩ উইকেট হারিয়ে বোর্ডে ৮২ রান তুলে নিল ভারত। ক্রিজে রয়েছেন শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্থ। 

IND vs WI, 3rd ODI LIVE: ১৫ ওভারে ভারতের স্কোর ৬১/৩

১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬১ রান বোর্ডে তুলে নিল ভারত। ক্রিজে আছেন শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্থ।

IND vs WI Live: ১০ ওভারে ভারতের স্কোর ৪২/৩

১০ ওভারে শেষে ভারতের স্কোর ৩ উইকেট হারিয়ে ৪২ রান।

IND vs WI, 3rd ODI LIVE: আউট ধবন

ভারতের তৃতীয় উইকেটের পতন। ১০ রানে ওডেন স্মিথের বলে আউট শিখর ধবন।

IND vs WI Live: ৮ ওভার শেষে ভারত ৩৩/২

৮ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেট হারিয়ে ৩৩।

IND vs WI Live: ০ রানে আউট বিরাট

ফের ব্যর্থ বিরাট। শূন্য রানেই প্যাভিলিয়নে ফিরলেন প্রাক্তন ভারত অধিনায়ক। 

IND vs WI Live: ১৩ রানে আউট রোহিত

ভারতের প্রথম উইকেটের পতন। ১৩ রানে প্যাভিলিয়ন ফিরলেন রোহিত শর্মা। আলজারি জোসেফের বলে আউট হলেন। 

IND vs WI Live: ৩ ওভারে ভারতের স্কোর ১৬/০

৩ ওভার শেষে বিনা উইকেটে ভারতের স্কোর ১৬। 

IND vs WI, 3rd ODI LIVE: ওপেনে ফিরলেন ধবন

করোনা মুক্ত হয়ে একাদশে। রোহিতের সঙ্গে ওপেনে ফিরলেন শিখর ধবন। 

IND vs WI Live: ক্যারিবিয়ান একাদশে ওয়ালস

ওয়েস্ট ইন্ডিজ একাদশে একটি বদল করা হয়েছে শেষ ওয়ান ডে তে। আকিল হোসেনের জায়গায় হেডেন ওয়ালশ এসেছেন।

IND vs WI, 3rd ODI LIVE: ভারতীয় দলে চারটে পরিবর্তন

ভারতীয় একাদশে চারটে বদল। দলে এলেন শিখর ধবন, শ্রেয়স আইয়ার, দীপক চাহার, কুলদীপ যাদব, 

IND vs WI: টস জিতে ব্যাটিং ভারতের

নিয়মরক্ষার শেষ ওয়ান ডে ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

প্রেক্ষাপট

আমদাবাদ: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। আর শেষ ম্যাচে কিছু বদলের পথে হাঁটতে পারে রোহিতরা। সিরিজ এই মুহূর্তে ভারতের দখলে। সেক্ষেত্রে শেষ ওয়ান ডে ম্যাচে হারলেও কোনও ক্ষতি হবে না। তাই এবার শেষ ম্যাচে বদলের পথে হাঁটতে চলেছে রোহিত বাহিনী। সেক্ষেত্রে দলে ফিরতে পারেন অভিজ্ঞ শিখর ধবন। সঙ্গে দলে আসতে পারেন তরুণ পেসার আবেশ খান। এছাড়াও স্পিন ডিপার্টমেন্টে বদল আসতে পারে। যুজবেন্দ্র চাহালকে বিশ্রাম দিয়ে দীর্ঘদিন পরে জাতীয় দলে ঢুকে পড়া কুলদীপ যাদবকে সুযোগ দেওয়া হতে পারে। 


কিন্তু এখন প্রশ্ন হল যে কে কার জায়গায় ঢুকবেন? শেষ ওয়ান ডে ম্যাচে পন্থ ওপেন করেছিলেন রোহিতের সঙ্গে। যদিও সেই ফাটকা কাজে আসেনি। সেক্ষেত্রে ধবন ও রোহিত যদি ওপেন করেন, তবে রাহুল মিডল অর্ডারে নেমে আসবেন। পন্থও মিডল অর্ডারেই থাকছেন। দীপক হুডা প্রথম ২ ম্যাচে নজর কাড়লেও এই ম্যাচে সেক্ষেত্রে তাঁকে বসতে হতে পারে। কারণ মিডল অর্ডারে তিনে বিরাট, চারে সূর্যকুমার, পাঁচে রাহুল ও ছয়ে পন্থ নামবেন। এরপর স্পিন অলরাউন্ডার হিসেবে খেলবেন ওয়াশিংটন সুন্দর। এছাড়া চাহালের জায়গায় ঢুকবেন কুলদীপ যাদব। সেক্ষেত্রে ডানহাতি লেগিকে বিশ্রাম দেওয়া হবে। পেস বিভাগে বিশ্রাম পেতে পারেন মহম্মদ সিরাজ। তাঁর বদলি হিসেবে প্রথমবার জাতীয় দলের জার্সিতে ওয়ান ডে ম্যাচে নামতে পারেন আবেশ খান। অন্য ২ পেসার হলেন শার্দুল ঠাকুর ও প্রসিদ্ধ কৃষ্ণ। শেষ ওয়ান ডে ম্যাচে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন প্রসিদ্ধ। তাঁকে বসানোর প্ল্যান নিশ্চয় করবে না টিম ম্যানেজমেন্ট। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.