IND vs WI, 3rd ODI Live Updates: ডাকওয়ার্থ লুইস নিয়মে জয় ভারতের, ম্যাচ ও সিরিজ সেরা গিল
IND vs WI, 3rd ODI, Queen's Park Oval Stadium: ভারতীয় দলে এই ম্যাচের জন্য মাত্র একটি বদল করা হয়েছে। তবে রবীন্দ্র জাডেজা এখনও ফিট হতে পারেননি।
খেলায় বারবার তাল কাটল বৃষ্টি। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১১৯ রানে তৃতীয় ওয়ান ডে ম্যাচে জয় ভারতের। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ ধবন বাহিনীর।
ভারত-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় একদিনের ম্যাচ ৩৪ ওভারে ভারতের রান ৩ উইকেটে ২১১। শুভমন গিল ৯১ রানে অপরাজিত।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় একদিনের ম্যাচে বৃষ্টির জন্য খেলা বেশ কিছুক্ষণ বন্ধ ছিল। বৃষ্টির পর খেলা শুরু হয়েছে। ম্যাচ ৫০ ওভারের জায়গায় ৪০ ওভার করে দেওয়া হয়েছে। ৩১ ওভারের শেষে ভারতের রান ১ উইকেটে ১৯২। ক্রিজে রয়েছেন শ্রেয়স আইয়ার ৪১ অপরাজিত। শুভমন গিল ৮৬ অপরাজিত।
এই ম্যাচ জিতলেই প্রথমবার ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাঠে ওয়ান ডেতে হোয়াইটওয়াশ করার সুযোগ ছিল ভারতের সামনে। তবে যা বৃষ্টি হচ্ছে, তাতে ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈর হচ্ছে।
ভারতীয় সময় অনুযায়ী ৯:৫০ মিনিটে খেলা আবার শুরু হওয়ার কথা ছিল। কোনও ওভারও বাতিল করা হয়নি। তবে মাঠের নামার আগেই আবারও বিপত্তি। ফের বৃষ্ঠি শুরু হয়ে যাওয়ায় আবারও কভারের তলায় পিচ।
বৃষ্টির জন্য আপাতত বন্ধ খেলা। ২৪ ওভার শেষে ভারতের স্কোর ১১৫/১। গিল ৫১ ও শ্রেয়স আইয়ার দুই রানে ব্যাট করছেন।
১১৩ রানে ভাঙল শিখর ও গিলের ওপেনিং পার্টনারশিপ। ৫৮ রানে আউট হলেন ধবন। গিল খেলছেন ৫১ রানে। ২৩ ওভার শেষে ভারতের স্কোর ১১৩/১।
সিরিজে দ্বিতীয়বার অর্ধশতরান করলেন শিখর ধবন। শতরানের দিকে এগোচ্ছে ভারত। ১৯ ওভার শেষে স্কোর ৯৬/০।
১২ নম্বর ওভারে এসে ৫০ রানের গণ্ডি পার করল টিম ইন্ডিয়া। ভারতের বর্তমান স্কোর ১২ ওভারে ৫৫/০।
তুলনামূলক মন্থর গতিতে ইনিংস শুরু করেছেন ভারতীয় ওপেনাররা। ৬ ওভারে শেষে বিনা উইকেটে ভারতের স্কোর ২৮।
প্রথম দুই ওভারের শেষে ভারতের স্কোর ১০/০। শুভমন গিল ও শিখর ধবন উভয়েই ৫ রানে ব্যাট করছেন।
টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারতীয় অধিনায়ক শিখর ধবন। তবে এখনও জাডেজার চোট সারেনি। ভারতীয় একাদশে বদল বলতে একটাই আবেশের বদলে প্রসিদ্ধ।
ভারতের প্রথম একাদশ- শিখর ধবন (অধিনায়ক),শুভমন গিল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), দীপক হুডা, অক্ষর পটেল, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ
প্রেক্ষাপট
পোর্ট অফ স্পেন: প্রথম দুই ম্যাচে শেষ ওভারে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। ওয়েস্ট ইন্ডিজকে এবার হোয়াইটওয়াশ করতে তৃতীয় ওয়ান ডেতে মাঠে নামছে ভারত। প্রথম ম্যাচে যেখানে অধিনায়ক শিখর ধবন (Shikhar Dhawan) ৯৭ রান করেছিলেন, দ্বিতীয় ম্যাচে সেখানে অক্ষর পটেল অলরাউন্ড পারফরম্যান্সে হয়ে উঠেন ভারতের নায়ক। এবার তৃতীয় ম্যাচও জিতে নিয়ে জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে টিম ইন্ডিয়া।
ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাঠে এর আগে কোনও ভারতীয় দল তিন বা ততোধিক ম্যাচের ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ করতে সক্ষম হয়নি। সেই অর্থে রেকর্ড গড়ার লক্ষ্যে আজ, বুধবার (২৭ জুলাই) তৃতীয় ওয়ান ডে খেলতে (IND vs WI 3rd ODI) মাঠে নামবে ভারত। মাত্র তৃতীয় দল হিসাবে একই বছরে কোনও প্রতিপক্ষকে ওয়ান ডে সিরিজে দেশে ও দেশের বাইরে হোয়াইটওয়াশ করার সুযোগও রয়েছে ভারতের সামনে। এই বছর ঘরের মাঠে রোহিতের ভারতও উইন্ডিজদের হোয়াইটওয়াশ করেছিল। সুতরাং, তৃতীয় ম্যাচ জয়ের এই রেকর্ডগুলি কিন্তু বাড়তি উদ্যম জোগাতে পারে।
তবে তুলনামূলক তরুণ দল এই সিরিজে খেলেছে। তরুণদের পরখ করে নেওয়াটাও জরুরি। রুতুরাজ গায়কোয়াড়, অর্শদীপ সিংহরা এখনও একটিও ম্যাচে সুযোগ পাননি। সিরিজ জয়ের পর শেষ ম্যাচে এদের কাউকে প্রথম একাদশে দেখা যায় কিনা, সেই দিকে নজর থাকবে। নজর থাকবে রবীন্দ্র জাডেজার ফিটনেসের উপরও। জাডেজা চোটের কারণে প্রথম দুই ম্যাচ খেলবেন না বলে জানানো হয়েছিল। এই ম্যাচের আগে তাকে নিয়ে কোনও আপডেট দেওয়া হয়নি। জাডেজার ফিট হওয়াটা যে কতটা জরুরি, তা আলাদা করে বলে দিতে হয়না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -