IND vs WI, 3rd T20 Live: নিয়মরক্ষার ম্যাচেও দাপট, ১৭ রানে জিতে ৩-০ করল ভারত

IND vs WI, 3rd T20, E en Garden Stadium: আজ ফের দর্শকদের কলরবে মুখরিত হয়ে উঠবে ক্রিকেটের নন্দনকানন ইডেন (Eden Gardens)। আজ সন্ধেবেলা ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচ।

abp ananda Last Updated: 20 Feb 2022 10:50 PM

প্রেক্ষাপট

কলকাতা: আজ ফের দর্শকদের কলরবে মুখরিত হয়ে উঠবে ক্রিকেটের নন্দনকানন ইডেন (Eden Gardens)। আজ সন্ধেবেলা ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের (India vs West Indies) তৃতীয় টি-২০ ম্যাচ। সাধারণ দর্শকদের প্রবেশের অনুমতি না থাকলেও,...More

Ind vs WI Live: ১৭ রানে ম্যাচ জিতল ভারত

ওয়েস্ট ইন্ডিজ আটকে গেল ১৬৭/৯ স্কোরে। ১৭ রানে ম্যাচ জিতল ভারত।