IND vs WI, 3rd T20 Live: সূর্যর অর্ধশতরান, ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গেল রোহিত বাহিনী

IND vs WI, 3rd T20, Warner Park Stadium: প্রথম ম্যাচে জিতেছিল রোহিত (Rohit Sharma) বাহিনী। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ঘরের মাঠে পাল্টা ভারতকে হারিয়ে দাপট দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 03 Aug 2022 01:24 AM
IND vs WI, 3rd T20 Live: জয় ভারতের

৭ উইকেটে ম্যাচ জয় ভারতের। সিরিজে এগিয়ে গেল রোহিত বাহিনী।

IND vs WI, T20 Live: আউট আইয়ার

ভারতের প্রথম উইকেটের পতন। ২৪ রান করে ফিরলেন শ্রেয়স আইয়ার।

IND vs WI, 3rd T20 Live: ১০ ওভারে ভারতের স্কোর ১০৩/০

১০ ওভারে ১০৩ রান বোর্ডে তুলে নিল ভারতীয় দল। 

IND vs WI, T20 Live: অর্ধশতরান সূর্যকুমার

রান তাড়া করতে নেমে ঝোড়ো অর্ধশতরান হাঁকালেন সূর্যকুমার যাদব।

IND vs WI, 3rd T20 Live: ভারতের স্কোর ৫৯/০

৭ ওভারে বিনা উইকেটে ৫৯ রান বোর্ডে তুলে নিল ভারত। 

IND vs WI, T20 Live: ৪ ওভারে ৩৭/০

চোট পেয়ে মাঠ ছাড়লেন রোহিত। ৪ ওভারে ভারতের স্কোর ৩৭/০

IND vs WI, 3rd T20 Live: ২০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১৬৪/৫

২০ ওভারে ৫ উইকেট হারিয়ে বোর্ডে ১৬৪ রান তুলে নিল ওয়েস্ট ইন্ডিজ

IND vs WI, T20 Live: ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় উইকেটের পতন

কেইল মায়ার্সকে ফেরালেন ভুবি।

IND vs WI, 3rd T20 Live: ভুবির বলে ফিরলেন পুরান

ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় উইকেটের পতন। ভুবনেশ্বর কুমারের বলে ফিরলেন নিকোলাস পুরান।

IND vs WI, T20 Live: ১২ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৭৭/১

১২ ওভারে ১ উইকেট হারিয়ে ৭৭ রান বোর্ডে তুলে নিল ওয়েস্ট ইন্ডিজ।

IND vs WI, 3rd T20 Live: হার্দিকের শিকার

ব্রেন্ডন কিংকে ফেরালেন হার্দিক পাণ্ড্য। ওয়েস্ট ইন্ডিজের প্রথম উইকেটের পতন।

IND vs WI, T20 Live: জাডেজার বদলি হুডা

তৃতীয় টি-টোয়েন্টিতে বিশ্রাম দেওয়া হল রবীন্দ্র জাডেজাকে। তাঁর বদলে দলে এলেন দীপক হুডা।

IND vs WI, 3rd T20 Live: টস জিতে বোলিং নিলেন রোহিত

টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। 

প্রেক্ষাপট

সেন্ট কিটস: প্রথম ম্যাচে দুরন্ত জয়। আবার দ্বিতীয় ম্যাচেই হার। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ফল এই মুহূর্তে ১-১। প্রথম ম্যাচে জিতেছিল রোহিত (Rohit Sharma) বাহিনী। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ঘরের মাঠে পাল্টা ভারতকে হারিয়ে দাপট দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।


প্রথম টি-টোয়েন্টিতে ৬৮ রানের দাপুটে জয়ের পর, দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওবেদ ম্যাকয় ঝড়ে উড়ে যায় ভারতীয় দল। ১৭ রানে ছয় উইকেট নিয়ে ম্যাকয় বল হাতে ভারতীয় দলকে গুড়িয়ে দেন। এরপর ব্যাট হাতে বাকি কাজটা করেন ব্রেন্ডন কিং। আজ সেই ব্যর্থতা ভুলে তৃতীয় টি-টোয়েন্টি (IND vs WI 3rd T20) জিতে সিরিজে আবারও লিড নিয়ে নেওয়ার সুযোগ রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতের সামনে।


ভারত অবশ্য মাত্র ১৩৮ রানের পুঁজিও নিয়েও শেষ ওভার পর্যন্ত লড়াইয়ে ছিল। তবে শেষ ওভারে আবেশ খানের এক নো বলই গুরুত্বপূর্ণ হয়ে যায়। শেষমেশ চার বল বাকি থাকতেই পাঁচ উইকেটে ম্যাচ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ব্রেন্ডন কিং ব্যাট হাতে সর্বোচ্চ ৬৮ রান করেন। এই ম্যাচে ভারতের ইতিবাচক দিক বলতে হার্দিক পাণ্ড্য ব্যাটে-বলে লড়াই। তাছাড়া ভারতের ব্যাটিং লাইন আপ তো সম্পূর্ণ ব্যর্থ। তাই তৃতীয় ম্যাচে দলের ব্যাটিংয়ের দিকে বিশেষ নজর থাকবে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.