ফ্লোরিডা: গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল ভারতীয় দল। তার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই ফের আজ পঞ্চম টি-টোয়েন্টি (IND vs WI 5th T20) খেলতে মাঠে নেমেছে দুই দল। 


অধিনায়ক হার্দিক


এত অল্প সময়ের ব্যবধানে দুই ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, তার মধ্যে সিরিজও আগেই পকেটে পুরেছে টিম ইন্ডিয়া। তাই এই ম্যাচে ভারতীয় একাদশে বেশ কিছু বদল হবে, এমনটা কার্যত নিশ্চিত ছিল, হলও তাই। এক দুই নয়, চার চারটে বদল করে এই ম্যাচে মাঠে নামে ভারতীয় দল। সেই চার বদলের মধ্যে অন্যতম হলেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sahrma)। তিনি এই ম্যাচে ভারতের হয়ে মাঠে নামেননি। পরিবর্তে গতকাল না খেলা হার্দিক পাণ্ড্যকে (Hardik Pandya) প্রথম একাদশে ফেরানো তো হয়েইছে এবং তাঁকে অধিনায়কত্বর দায়িত্বও দেওয়া হয়েছে। 


রোহিত ছাড়া সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, ভুবনেশ্বর কুমারের মতো নিয়মিত একাদশে থাকা তিন তারকাকেও এই ম্যাচে বিশ্রাম দিয়েছে ভারতীয় ম্যানেজমেন্ট। তাঁদের পরিবর্তে হার্দিকের পাশাপাশি এই ম্যাচে সুযোগ পেয়েছেন ঈশান কিষাণ, শ্রেয়স আইয়ার ও কুলদীপ যাদব। প্রসঙ্গত, ওয়েস্ট ইন্ডিজও নিজেদের দলে এই ম্যাচের জন্য চারটি বদল ঘটিয়ে মাঠে নেমেছে। 


ব্যর্থ ঈশান


এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক হার্দিক। তাঁর সিদ্ধান্তকে সফল প্রমাণিত করে শুরুটা দারুণভাবে করেছে ভারত। রোহিতের জায়গায় ওপেনিংয়ে সুযোগ পাওয়া ঈশান কিষাণ ১৩ বলে মাত্র ১১ রানের হতাশাজনক ইনিংস খেললেও। শ্রেয়স আইয়ারকে আজ বেশ ভাল ছন্দে দেখাচ্ছে। পাওয়ার প্লেতে ফের একবার ভাল শুরু করেছে টিঁম ইন্ডিয়া। প্রথম ছয় ওভার শেষে ভারতের স্কোর ৫৩ রান এক উইকেটের বিনিময়ে। শ্রেয়স আইয়ার ১৭ বলে ২৫ ও দীপক হুডা ৮ বলে ১১ রানে ক্রিজে উপস্থিত রয়েছেন। 


আরও পড়ুন: সিরিজ জয়ের সঙ্গে সঙ্গে আফ্রিদির রেকর্ডও ভাঙলেন রোহিত