ডমিনিকা: ভারতীয় ক্রিকেটে (Indian Cricket) এই নজির এতদিন ছিল একমাত্র সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar)। ১৯৯২ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে জেফ মার্শের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছিল মাস্টার ব্লাস্টারকে। সেই সচিনই পরে খেলেছিলেন জেফ-পুত্র শন মার্শের বিরুদ্ধে। ২০১১-১২ সালের অস্ট্রেলিয়া সফরে। বাবা ও ছেলে - দুজনের বিরুদ্ধেই খেলার এক বিরল নজির গড়েছিলেন সচিন।
আন্তর্জাতিক সেঞ্চুরি বা টেস্ট শতরানে সচিনের নজির বিরাট কোহলি (Virat Kohli) স্পর্শ করতে পারবেন কি না, সেটা সময়ই বলবে। তবে মাস্টার ব্লাস্টারের একটা রেকর্ড স্পর্শ করার মুখে দাঁড়িয়ে কিংগ কোহলি। সচিনের মতো কোহলিও খেলতে পারেন বাবা-ছেলের বিরুদ্ধে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্ট ম্যাচের সিরিজ খেলবে ভারত। ১২ জুলাই শুরু প্রথম টেস্ট। যে ম্যাচের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সেই দলে রয়েছেন তেজনারায়ণ চন্দ্রপল। কে এই তেজনারায়ণ চন্দ্রপল? বিখ্যাত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার শিবনারায়ণ চন্দ্রপলের ছেলে।
২০১১ সালে অভিষেক টেস্ট সিরিজে সিনিয়র চন্দ্রপলের বিরুদ্ধে খেলতে হয়েছিল কোহলিকে। এবার শিবনারায়ণ-পুত্র তেজনারায়ণের বিরুদ্ধে মাঠে নামবেন কোহলি। স্পর্শ করবেন সচিনের কীর্তি।
শেষবার শিবনারায়ণ চন্দ্রপল ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে খেলেছিলেন ২০১১ সালে। ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরে। অন্যদিকে, সেই সিরিজে কোহলির টেস্ট অভিষেক হয়েছিল। ডমিনিকাতে ভারতের মুখোমুখি হলে তেজনারায়ণ চন্দ্রপল তাঁর সপ্তম টেস্ট ম্যাচ খেলবেন। একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি সহ তিনি এখনও পর্যন্ত ৪৫.৩০ গড়ে ৪৫৩ রান করেছেন। তেজনারায়ণ চন্দ্রপল গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক ঘটিয়েছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে কিছু ভাল ইনিংসও খেলেছিলেন। ধারাবাহিকতার জোরে তিনি ভারতের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে জায়গা করে নিয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি টেস্ট খেলার সঙ্গে সঙ্গেই ৫০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলবেন কোহলি। সচিন তেন্ডুলকর (৬৬৪), মহেন্দ্র সিংহ ধোনি (৫৩৮) এবং রাহুল দ্রাবিড় (৫০৯) এর পরে বিরাট কোহলি চতুর্থ ভারতীয় এবং বিশ্বের ১১তম খেলোয়াড় হিসাবে ৫০০ আন্তর্জাতিক ম্যাচ খেলবেন।
আরও পড়ুন: ABP Exclusive: আলমবাজার থেকে কিংবদন্তি ম্যাকগ্রার ক্লাসে, শামি-মুকেশের পর ফের এক কোহিনূরের সন্ধান?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন