কলকাতা: বিরাট কোহলির (Virat Kohli) বিখ্যাত হুইপ শট আছড়ে পড়ছে বাউন্ডারি লাইনে। গ্যালারির গর্জন নেই। রোহিত শর্মা (Rohit Sharma) পুল করে বল পাঠাচ্ছেন মাঠের বাইরে। জয়োধ্বনি গায়েব। কায়রন পোলার্ডের (Kieron Pollard) বিশাল ছক্কা দর্শকাসনের দিকে উড়ে যাচ্ছে। বল ধরার হুড়োহুড়ি নেই।


টিভিতেই প্রিয় ক্রিকেটারদের সাফল্য উদযাপন করে সন্তুষ্ট থাকতে হতে পারে ক্রিকেটপ্রেমীদের।


শেষ শীতে ভারতের মাটিতে বসছে ধুন্ধুমার ক্রিকেটীয় দ্বৈরথের আসর। একদিকে রোহিত শর্মা-বিরাট কোহলি-যশপ্রীত বুমরা সমৃদ্ধ টিম ইন্ডিয়া। অন্যদিকে কায়রন পোলার্ড-শাই হোপদের মারকাটারি ওয়েস্ট ইন্ডিজ। দু'দলের মধ্যে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ ও তারপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে ফেব্রুয়ারিতে। ওয়ান ডে সিরিজেরর তিন ম্যাচই হবে আমদাবাদে। টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ হবে কলকাতায়। কিন্তু পুরো সিরিজ খেলা হতে পারে দর্শকশূন্য স্টেডিয়ামে।


দেশের করোনা পরিস্থিতির কথা মাঠায় রেখে ফাঁকা মাঠে ভারত-ওয়েস্ট ইন্ডিজ (Ind vs WI) সিরিজ আয়োজনের পথে হাঁটতে পারে বোর্ড। রবিবার দুপুরে বোর্ডের এক শীর্ষকর্তা এবিপি লাইভকে জানালেন, খুব বড়সড় কোনও রদবদল না হলে ফাঁকা মাঠেই হতে চলেছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ছটি ম্য়াচ। ওই কর্তার কথায়, 'দেশের করোনা পরিস্থিতি এখনও বেশ উদ্বেগজনক। এই পরিস্থিতিতে মাঠে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া ঝুঁকি হয়ে যেতে পারে। পঞ্চাশ শতাংশ দর্শক রাখলেও সংক্রমণ ছড়াতে পারে। তাই ফাঁকা গ্যালারি রেখেই সিরিজ আয়োজনের কথা ভাবা হয়েছে।'


সেক্ষেত্রে টিকিট বিক্রি থেকে বোর্ডের আয়ও ধাক্কা খাবে অনেকটাই। তবে বর্তমান পরিস্থিতিতে সিরিজটি নির্বিঘ্নে শেষ করাই বেশি গুরুত্ব পাচ্ছে বোর্ড কর্তাদের কাছে। সংক্রমণের আশঙ্কা দূর করতেই ছ'টি মাঠের পরিবর্তে দুই শহরে হচ্ছে সিরিজের ছ'টি ম্যাচ। আমদাবাদে ওয়ান ডে সিরিজের তিনটি ম্যাচের টিকিট বিক্রি না করার সিদ্ধান্ত প্রায় নিয়েই ফেলেছে বোর্ড। ইডেন গার্ডেন্সে টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচের ক্ষেত্রেও হয়তো সেই পথই অবলম্বন করা হবে।


তবে পরিস্থিতির দিকে নজর রাখছে বোর্ড। যদি কোনও নাটকীয় পরিবর্তন হয়, সেই অপেক্ষায়।


ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কোহলিদের তিন ম্যাচ ইডেনে, ঘোষণা করে দিল বোর্ড