ফ্লোরিডা: তিন ম্যাচের টি ২০ সিরিজের প্রথম ম্যাচে আজ শনিবার আমেরিকার ফ্লোরিডার লডারহিলে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ভারত। এই ম্যাচ দিয়েই শুরু হচ্ছে ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর। এরপর ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে।
বিশ্বকাপের পর দুটি দলই এই প্রথম মাঠে নামছে। বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। ভারত সেমিফাইনালে হেরে যায়।
ভারতের টি ২০ দলে কয়েকজন তরুণ খেলোয়াড় রয়েছেন। দলে রয়েছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেল। দলে রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধবন, ভুবনেশ্বর কুমারের মতো প্রতিষ্ঠিত খেলোয়াড়রা। সেইসঙ্গে ঋষভ পন্ত ও মণীষ পান্ডের মতো খেলোয়াড়দের সামনে রয়েছে নজর কাড়ার হাতছানি।
আগামী বছরের টি ২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে নির্বাচকরা নভদীপ সাইনি, দীপক ও রাহুল চাহরের মতো উঠতি ক্রিকেটারদের দলে নিজেদের প্রমাণের সুযোগ দিয়েছেন।
দেখে নেওয়া যাক, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ-
ওপেনার
রোহিত শর্মা-সদ্য সমাপ্ত বিশ্বকাপে বেশ ভালো ফর্মে ছিলেন তিনি। টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রহকারী তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে তিনি তাঁর সেই ফর্ম অব্যাহত রাখবেন বলেই আশা।
শিখর ধবন- বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে সেঞ্চুরি করেছিলেন তিনি। কিন্তু ওই ম্যাচেই আঙুলে চোট পাওয়ায় টুর্নামেন্টে আর কোনও ম্যাচ খেলা হয়নি তাঁর। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রোহিতের সঙ্গে তাঁকেই ওপেন করতে দেখা যাবে।
মিডল অর্ডার
বিরাট কোহলি- ভারতের মিডল অর্ডারের নেতৃত্বে থাকছেন দলের অধিনায়ক। তিন নম্বরে ব্যাট করবেন ভারতের রান মেশিন। ভারতীয় ব্যাটিংয়ের মূল স্তম্ভ তিনি।
কে এল রাহুল- ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্ম্যাটে এই দুরন্ত স্ট্রোক মেকার ম্যাচের রঙ পাল্টে দেওয়ার ক্ষমতা রাখেন। টি ২০ তে ভারতের হয়ে কয়েকটি চমকপ্রদ ইনিংস খেলেছেন তিনি।
মণীশ পান্ডে-আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মিডল অর্ডারে কখনও ওপরে , কখনও পরের দিকে ব্যায় করার পর শেষপর্যন্ত তিন নম্বরে তাঁকে স্থায়ীভাবে খেলানো হয়েছিল। আর তা কাজে লেগে গিয়েছিল দলের। ধারাবাহিকভাবে ও দ্রুততার সঙ্গে রান করেছেন তিনি। ভারতীয় দলও মিডল অর্ডারে তাঁর কাছ থেকে সেই ফর্মই আশা করছে।
ঋষভ পন্ত- ইনিংসের শেষের দিকে আগ্রাসী মেজাজে ব্যাট হাতে তাঁর ঝড় তোলার ক্ষমতা রয়েছে। এই ভূমিকাতেই তাঁকে দেখতে চায় টিম ম্যানেজমেন্ট। এমএস ধোনি না থাকায় এই সিরিজে তিনিই ভারতের প্রধান উইকেটরক্ষক।
স্পিনার
রাহুল চাহর- স্কোয়াডে তিনিই একমাত্র রিস্ট স্পিনার। তাঁর ওপর আস্থা রেখেছেন নির্বাচকরা। নিজের প্রতিভা আন্তর্জাতিক স্তরে মেলে ধরার সুযোগ তাঁর সামনে। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে চোখে পড়ার মতো পারফর্ম করেছিলেন তিনি।
ক্রুনাল পান্ড্য-টি ২০ ক্রিকেটে ভারতীয় দলের ভারসাম্যের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারেন তিনি। ব্যাট হাতে বড় শট খেলতে পারেন এই অলরাউন্ডার। সেইসঙ্গে নিখুঁত স্পিন বোলিংয়ের উইকেট নেওয়ার দক্ষতাও তাঁর রয়েছে। ভাই হার্দিক পান্ড্যর অনুপস্থিতিতে দলে বৈচিত্র্য নিয়ে আসার ক্ষেত্রে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সেইসঙ্গে ফিল্ডিংটাও দারুণ করেন তিনি।
সিমার


খলিল আহমেদ-সিম অ্যাটাকে বৈচিত্রের কথা মাথায় রেখে খেলানো হতে পারে এই বাঁহাতি সিমারকে। আইপিএল ও ভারত এ দলের হয়ে ভালো পারফরম্যান্সের পর ফের ভারতীয় দলে ফিরেছেন তিনি।
ভুবনেশ্বর কুমার-জসপ্রিত বুমরাহর অনুপস্থিতিতে ভারতীয় পেস আক্রমণের নেতৃত্বে থাকবেন তিনি। নতুন বলে উইকেট নেওয়ার ক্ষমতা রয়েছে তাঁর। সেইসঙ্গে ডেথওভারে রানের গতিতে লাগাম পরাতে পারেন তিনি। সিমিং কন্ডিশনে বিধ্বংসী হয়ে উঠতে পারেন তিনি।
দীপক চাহর-ভবিষ্যতের কথা মাথায় রেখে নভদীপ সাইনির পাশাপাশি নির্বাচকরা দীপকের ওপরও ভরসা রেখেছেন। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে দারুণ ফর্মে ছিলেন তিনি। নিখুঁত লেংথে বল ফেলে ব্যাটসম্যানের শরীর থেকে দূরে সুইংয়ের দক্ষতা রয়েছে তাঁর। তাই তিনি প্রথম একাদশে সুযোগ পেতে পারেন।