ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, প্রথম টি ২০: কোথায় ও কখন দেখা যাবে সরাসরি টেলি সম্প্রচার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Aug 2019 02:46 PM (IST)
আজ টি ২০ ম্যাচ দিয়ে ভারতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু হচ্ছে। তিনটি টি ২০ ম্যাচ হবে। এরমধ্যে প্রথম দুটি ম্যাচ হবে আমেরিকার ফ্লোরিডার লডারহিলে ।
কলকাতা: আজ টি ২০ ম্যাচ দিয়ে ভারতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু হচ্ছে। তিনটি টি ২০ ম্যাচ হবে। এরমধ্যে প্রথম দুটি ম্যাচ হবে আমেরিকার ফ্লোরিডার লডারহিলে । তৃতীয় টি ২০ ম্যাচ খেলা হবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের গুয়ানায়। টি ২০ ক্রিকেটে দুই দলের প্রতিদ্বন্দ্বিতা প্রায় সমানে সমানে। দু দলের মধ্যে ১১ টি ২০ ম্যাচ হয়েছে। যেগুলির মধ্যে উভয়দলই পাঁচটি করে ম্যাচ জিতেছে। তবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ঘরের মাঠে টি ২০ ম্যাচে সাফল্যের পরিসংখ্যানে নীল জার্সির তুলনায় এগিয়ে মেরুন ব্রিগেড। তিনটি ম্যাচের মধ্যে দুটিতেই জিতেছে তারা। তবে সাম্প্রতিক লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজকে পিছনে ফেলেছে ভারত। গত বছরের নভেম্বরে তিন ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে দিয়েছিল ভারত। কাগজে-কলমেও এগিয়ে ভারত। টি ২০ তে আইসিসি র্যাঙ্কিংয়ে ভারত ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এগিয়ে। মেন ইন ব্লু রয়েছে পঞ্চম স্থানে। আর ওয়েস্ট ইন্ডিজ তালিকার একেবারে নিচের দিকে নবম স্থানে।