কলকাতা: ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে ভারতের (Team India) টি-২০ সিরিজ (T-20 Series) শুরু হচ্ছে কাল থেকে। এই সিরিজের তিনটি ম্যাচই হবে ইডেনে (Eden Gardens)। টি-২০ সিরিজে ভারতীয় দলের সহ-অধিনায়ক হিসেবে কে এল রাহুলের (KL Rahul) নাম ঘোষণা করা হয়েছিল। কিন্তু তিনি চোটের জন্য এই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। তিনি না থাকায় এই সিরিজে সহ-অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হল উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থকে (Rishabh Pant)। এই প্রথম ভারতীয় দলের সহ-অধিনায়ক নির্বাচিত হলেন পন্থ।


বিরাট কোহলির (Virat Kohli) বদলে সীমিত ওভারের ফর্ম্যাটে ভারতীয় দলের অধিনায়ক নির্বাচিত হওয়ার পর দেশের মাটিতে প্রথম একদিনের সিরিজে দুর্দান্ত সাফল্য পেয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। একদিনের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ফলে হারিয়ে দিয়েছে ভারতীয় দল। এই প্রথম একদিনের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ হারিয়েছে ভারত। এবার টি-২০ সিরিজেও একই ফলের আশায় ভারতের ক্রিকেটপ্রেমীরা।


রাহুলের পাশাপাশি চোটের জন্য টি-২০ সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ওয়াশিংটন সুন্দর। তাঁর হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে। তাঁর বদলে দলে এসেছেন কুলদীপ যাদব। অক্ষর পটেলও টি-২০ সিরিজের দলে নেই। তিনি করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠলেও, রিহ্যাবের চূড়ান্ত পর্যায়ে আছেন। রাহুল ও অক্ষরের বদলে দলে এসেছেন রুতুরাজ গায়কোয়াড় ও দীপক হুডা। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রাহুল, সুন্দর ও অক্ষরের রিহ্যাব চলবে।


টি-২০ সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল- রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (সহ-অধিনায়ক), বেঙ্কটেশ আইয়ার, দীপক চাহার, শার্দুল ঠাকুর, বরি বিষ্ণোই, যুজবেন্দ্র চাহল, মহম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, হর্ষল পটেল, রুতুরাজ গায়কোয়াড়, দীপক হুডা ও কুলদীপ যাদব।


ইডেনে যে কোনও আন্তর্জাতিক ম্যাচের আগেই টিকিটের চাহিদা প্রবল থাকে। দর্শকদের উন্মাদনাও দেখা যায়। কিন্তু এবার আর সেই আবহ নেই। সিএবি দর্শক প্রবেশের অনুমতি চাইলেও, সেই আবেদনে সাড়া দেয়নি বিসিসিআই। ফলে দর্শকশূন্য ইডেনেই হবে টি-২০ সিরিজ।