কলকাতা: ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচেই ব্যাট হাতে নজির গড়লেন রোহিত শর্মা। ১৯ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস গতকাল খেলেছিলেন ভারত অধিনায়ক। তার সঙ্গে সঙ্গে টি-টোয়েন্টি ফর্ম্যাটে দ্বিতীয় সর্বাধিক রানের মালিক হয়ে গেলেন হিটম্যান। এই মুহূর্তে এই ফর্ম্যাটে রোহিতের ঝুলিতে রয়েছে ৩,২৩৭ রান। রোহিতের আগে রয়েছেন শুধুমাত্র মার্টিন গাপ্টিল। তাঁর ঝুলিতে রয়েছে ৩২৯৯ রান। মোট ১১২ ইনিংস খেলেছেন তিনি। 


ম্যাচের পর এক সাক্ষাৎকারে সূর্য বলেন, ''আমার ইনিংসটির জন্য বেঙ্কটেশ আইয়ারকেও কৃতিত্ব দিতে হবে। ও যখন ব্যাট করতে এল, তখন যে মানসিকতা নিয়ে ব্যাট করছিল ও, তা আমার মধ্যেও প্রতিফলিত হয়েছিল। বাউন্ডারি দিয়ে নিজের ইনিংস শুরু করেছিল।''


তিনি আরও বলেন, ''আমি ভীষণভাবে চাইছিলাম যে শেষ পর্যন্ত ক্রিজে থেকে ম্যাচ জিতিয়ে আনতে দলকে। এর আগে এমন পরিস্থিতিতে অনেকবার পড়েছি আমি। কিন্তু দ্রুত আউট হয়ে গিয়েছিলাম। এর ফলে খুব খারাপ লাগত। কিন্তু এবার আমি ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়তে পেরেছি। এটাই চেয়ছিলাম। খুব ভাল লাগছে।


এদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার মাঠেই টি-টোয়েন্টিতে দুরমুশ হতে হল ওয়েস্ট ইন্ডিজকে। ক্যারিবিয়ান শিবিরকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া। ভারতের সামনে জেতার জন্য ১৫৮ রানের লক্ষ্য রেখেছিল ওয়েস্ট ইন্ডিজ। ৭ বল বাকি থাকতে সেই লক্ষ্যে পৌঁছে গেল ভারত।


শুরুটা করেছিলেন রোহিত শর্মা। মাত্র ১৯ বলে ৪০ রান করেন ভারত অধিনায়ক। ৪২ বলে ৩৫ করেন ঈশাণ কিষাণ। তবে রান পাননি বিরাট কোহলি। ১৭ রান করে ফেরেন। অবিচ্ছেদ্য পঞ্চম উইকেটে ২৬ বলে ৪৮ রান যোগ করলেন সূর্যকুমার যাদব ও বেঙ্কটেশ আইয়ার। ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারাল ভারত। সূর্যকুমার ১৮ বলে ৩৪ ও বেঙ্কটেশ ১৩ বলে ২৪ রান করে অপরাজিত রইলেন।