কলকাতা: ইডেনের (Eden Gardens) বাইশ গজের ভোল পাল্টে গিয়েছে তাঁর হাত ধরে। এক সময় মন্থর তকমা লেগে যাওয়া ইডেনের উইকেটে এখন গতির আগুন। বল পড়ে ভালভাবে ব্যাটে আসে। ব্যাটারদের স্বর্গ হয়ে উঠেছে। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও বড় রানের পূর্বাভাস দিচ্ছেন কিউরেটর সুজন মুখোপাধ্যায় (Sujan Mukherjee)।


বুধবার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। তার আগের দিন সন্ধ্যায় দেখা গেল, পিচে হাল্কা সবুজের আভা। তাহলে কি পেসারদের দাপট দেখা যাবে? সুজন বললেন, 'সামান্য ঘাস রাখা হয়েছে পিচের বাঁধন ধরে রাখার জন্য। বল পড়ে ব্যাটে আসবে দারুণ ভাবে। বাউন্সও থাকবে। বড় রানের ম্যাচ হবে বলেই আমার বিশ্বাস। দুই দলের ব্যাটাররাই দাঁড়িয়ে গেলে চার-ছক্কা মারবেন।'


সূর্যের তেজ পড়ে আসছে। বাতাসে শীতের আমেজ আরও জাঁকিয়ে বসছে। জ্বলে উঠছে দৈত্যাকার চার বাতিস্তম্ভ। আর ঝাঁকে ঝাঁকে নেমে আসছে তারা। খালি চোখে দেখার উপায় নেই। টের পাবেন, যখন সবুজ ঘাসের গালিচায় পা রাখামাত্র দেখবেন, জুতো ভিজে যাচ্ছে। বল একবার গড়ালেই সপসপে। পা ফেলায় একটু এদিক ওদিক হয়েছে কী, যাবেন পিছলে।


শিশির। ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ (Ind vs WI) টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের আগে যা দুই শিবিরের উদ্বেগ বাড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। সমস্যা আরও বাড়ছে কারণ, এবার মাঝ ফেব্রুয়ারিতেও কলকাতায় ঠাণ্ডার আমেজ। সন্ধ্যার পর তাপমাত্রা নামছে। আবার দুপুরে থাকছে চড়া রোদ। ফলে তাপমাত্রার তারতম্য হচ্ছে। আবহবিদদের মতে, দিন ও রাতের তাপমাত্রার ফারাক যত বাড়বে, তত বেশি পরিমাণে পড়বে শিশির। ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি ম্যাচেও শিশির-কাঁটা হিসেব নিকেশ উল্টে দিতে পারে বলে কারও কারও আশঙ্কা।


কীভাবে সামলাবেন শিশির-সমস্যা? এবিপি লাইভের প্রশ্নে রোহিত শর্মা (Rohit Sharma) বললেন, 'ভারতের সব ক্রিকেটারই শিশিরের মধ্য়ে খেলে অভ্যস্ত। ভারতে এই সময়ে প্রচুর ম্যাচ হয়। সন্ধ্যা ৬-৭টা থেকে শিশির পড়তে শুরু করে। ভারতের সব মাঠেই একই অবস্থা। বেশিরভাগ ক্রিকেটারই এর সঙ্গে পরিচিত। নিউজিল্যান্ডের সঙ্গে শেষ সিরিজেও শিশির ছিল। আমরা তৈরি।'


দুজনের সম্পর্ক নিয়ে তুমুল জল্পনা, খারাপ সময়ে কোহলির পাশে দাঁড়ালেন রোহিত?