IND vs ZIM, 2nd ODI Live Updates: পাঁচ উইকেটে জিম্বাবোয়েকে সহজেই মাত দিল ভারত

IND vs ZIM, 1st ODI, Harare Sports Club: দীপক চাহার গত ম্যাচে দুরন্ত পারফর্ম করার পরেই এই ম্যাচে মাঠে নামতে পারছেন না। তাঁর বদলে দলে এলেন শার্দুল ঠাকুর।

abp ananda Last Updated: 20 Aug 2022 06:24 PM

প্রেক্ষাপট

হারারে: জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারত যতই দ্বিতীয় সারির দল পাঠাক না কেন, ধারে ভারে টিম ইন্ডিয়াই সিরিজ জয়ের ক্ষেত্রে ফেভারিট। প্রথম ওয়ান ডেতে ভারতীয় দল তা হাতেনাতে প্রমাণও করে দেয়। কেএল...More

IND vs ZIM, 2nd ODI Live: পাঁচ উইকেটে জিতল ভারত

১৪৬ বল হাতে রেখে পাঁচ উইকেটে সহজেই ম্যাচ ও সিরিজ জিতে নিল ভারতীয় দল। স্যামসন ৪৩ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই ফিরলেন।